Advertisement
▪️ ইভেন্টের নামঃ- Travelgraph - এর সাথে পূর্ণিমাতে সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং ( ২৪ ডিসেম্বর )▪️ ট্রিপ অর্গানাইজেশনঃ- TravelGraph - ট্রাভেলগ্রাফ।
▪️ ভ্রমণের ধরনঃ- ক্যাম্পিং
সোনাদিয়া দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অর্ন্তগত কুতুবজোম ইউনিয়নে অবস্থিত একটি দ্বীপ। এটি জীববৈচিত্রের দ্বীপ নামেও পরিচিতি এবং এ দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্য পিপাসুদের জন্য অন্যতম পর্যটন স্থান। চারদিকে গভীর সমুদ্রের ঢেউ সমৃদ্ধ এটি মূলত প্যারাদ্বীপ নামে পরিচিতি।
দ্বীপটির আয়তন প্রায় ৯ বর্গকিলোমিটার। তিন দিকে সমুদ্র সৈকত,সাগর লতায় ঢাকা বালিয়াড়ি, কেয়া-নিশিন্দার ঝোপ, ছোট-বড় খাল বিশিষ্ট প্যারাবন। বিচিত্র প্রজাতির জলচর পাখি দ্বীপটিকে করেছে অনন্য বৈশিষ্ট্য মন্ডিত। এটি মহেশখালী ক্যানেল দ্বারা কক্সবাজারের মূল ভূখন্ড থেকে বিছিন্ন হয়েছে।
এটি দেশের প্রধান শুটকি মাছ উৎপাদন কেন্দ্র। এখানকার ম্যানগ্রোভ বন এবং উপকূলীয় বনভূমি, সাগরে গাঢ় নীল পানি, কেয়া বন, লাল কাঁকড়া, বিভিন্ন প্রকারের সামুদ্রিক পাখি পর্যটকদের মনে দোলা দেয়। এই দ্বীপটি বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য নির্বাচিত হয়েছে।
▪️ ট্রিপের সময়সূচী:-
** যাত্রা শুরুঃ ২৪ ডিসেম্বর রাত ৯.৪৫ ঢাকা থেকে,
আর চট্টগ্রাম থেকে ২৫ ডিসেম্বর সকাল ০৫.০০ টা ।
** যাত্রার শেষঃ ২৭ ডিসেম্বর সকাল ৬টা, ঢাকা
আর চট্টগ্রাম পৌঁছাবো ২৬ ডিসেম্বর রাত ১০ টা ।
▪️ জন প্রতি খরচ: ৬,০০০/- টাকা ঢাকা থেকে,
৪,৮০০/- টাকা চট্রগ্রাম থেকে। ( কাপল প্যাকেজ ও সেইম থাকবে )
▪️ ট্রিপ সাইজঃ ১৫ জন ।
▪️ যা যা দেখবো - সোনাদিয়া দ্বীপ, কক্সবাজার সমুদ্র সৈকত, সোনাদিয়া ঝাউ বাগান, হিমছড়ি
▪️ যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করুন। আর যারা সিউর যাবেন Going এ ক্লিক করুন এবং আমাদের ইভেন্টটি শেয়ার করুন।
▪️ কনফার্ম করার শেষ সময়: ১৬ডিসেম্বর। সিট ফুল হওয়া পর্যন্ত সময় থাকবে। সিট ফুল হয়ে গেলে ইভেন্টটি ক্লোজ করা হবে।
▪️ মৌখিক কনফার্মেশন গ্রহন্যযোগ্য নয় । কনফার্ম করার জন্য উক্ত তারিখের মধ্যে ৩,০০০+৬০= ৩,০৬০ টাকা পাঠাতে (বিকাশ খরচসহ) হবে (বুকিং মানি অফেরতযোগ্য)। অথবা সরাসরি আমাদের অফিসে এসে ৩,০০০ টাকা জমা দিয়ে বুকিং কনফার্ম করতে পারবেন।
★ ★ ★ কনফার্মেশন অনুযায়ী সিট বন্টন করা হবে। ★ ★ ★
▪️ টাকা পাঠানোর উপায়ঃ
বিকাশ : ০১৬৭২২৯৬৪৬৯ ( পার্সোনাল )
নগদ : ০১৬৭২২৯৬৪৬৯ ( পার্সোনাল )
রকেট : ০১৬৭২২৯৬৪৬৯৬ ( পার্সোনাল )
* টাকা পাঠানোর পর একটা ফোন দিয়ে অবশ্যই কনফার্ম করবেন *
🔹বিস্তারিত ট্যুর প্ল্যানঃ
ডে - ০০
---------
কলাবাগান বাস স্ট্যান্ড থেকে রাতের বাসে যাত্রা ।
ডে - ০১
---------
কক্সবাজারে সকালের নাস্তা সেরে আমরা চলে যাবো ট্রলার ঘাট। সেইখান থেকে স্পীড বোর্ড অথবা ট্রলার রিজার্ভ করে চলে যাবো সোনাদিয়া দ্বীপ পশ্চিম বীচে। প্রথমেই আমরা তাবু টানিয়ে ফেলবো। তারপর সামুদ্রে ঝাপাঝাপি করে দুপুরের খাবার খেয়ে নিবো। খাবারের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর বেরিয়ে পড়বো সম্পূর্ণ দ্বিপটি দেখতে। রাতে আমরা তাবুতেই থাকবো।
ডে - ০২
----------
ঘুম থেকে উঠে নাস্তা সেরে আমরা ঝাউবন ঘুরতে বের হবো।দ্বীপ ঘোরাঘুরি শেষে আমরা দুপুরে কক্সবাজার ব্যাক করবো সেখান থেকে হিমছড়ির উদ্দ্যেশ্যে বের হবো, তখন আমরা মূলত কক্সবাজারের বীচের ভ্রমণ টা সেরে ফেলবো। হিমছড়ি তে সূর্যাস্ত দেখে কক্সবাজারে ব্যাক করবো, সেখানে রাতে ডিনার করে ঢাকার বাসে উঠবো
ডে - ০৩
----------
সকাল ৬টার মধ্যে ঢাকা থাকবো।
=====================
▪️ যা যা থাকছে এর মধ্যেঃ
ডিসেম্বর ২৫ তারিখ সকালের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রতিদিন ৩ বেলা খাবার ।
- নন এসি বাসে ঢাকা-কক্সবাজার যাতায়াত খরচ।
- স্পীড বোর্ড / ট্রলারের এর যাতায়াত খরচ ।
- তাবুতে থাকার খরচ।
▪️ যা থাকছেনাঃ
-কোন ব্যক্তিগত খরচ
-কোন ঔষধ
-প্যাকেজের বাইরে কোনো খাবার
-কোনো ধরণের কেনাকাটার খরচ
🔹কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
১) প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে। যেখানে সেখানে ময়লা, শুকনো খাবারের প্যাকেট, প্লাস্টিক বোতল/জার, কলার খোসা, ইত্যাদি ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিটি জায়গা আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
২) ভ্রমণকালীন সময় আমরা সবাই একে অপরকে সর্বাত্মক সহায়তা করব।
৩) স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
৪) এখানে কোন প্রকার অশ্লীল আচরনের/কাজের কোন রকম সুযোগ নেই। তাই এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করা হল।
৫) যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মানসিকতা থাকতে কবে।
৬) ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নিবো।
☎️ বিস্তারিত জানতে/ বুকিং এর জন্য কল করুন
▪️ 01672296469 (শুভ)
▪️ 01871-710438 (রনি)
▪️ 01798340177(সিফাত)
📍অফিস ঠিকানা: ৫৬ (২য় তলা), লেক সার্কাস, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫
Advertisement
Event Venue & Nearby Stays
Sonadia Island, Cox's Bazar - সোনাদিয়া, Sonadia Island,Dineshpur, Chittagong, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











