Advertisement
TravelGraph - এর সাথে সিলেট ভ্রমণ,হাইকিং এবং ক্যাম্পিং(২৮ই নভেম্বর) -------------------------------------------------
▪️আপনার অভিব্যক্তি প্রকাশ করবার পূর্বে ভ্রমন বিস্তারিত সম্পূর্ণ পড়ে নিন
▪️ এটি 'TravelGraph' এর একটি বাণিজ্যিক ইভেন্ট।
▪️গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/travelgraph
▪️পেইজ লিংকঃ www.facebook.com/travelgraph22
===========================================
▪️ গন্তব্যঃ ভোলাগঞ্জ, সাদাপাথর, উতমা ছড়া, তুরং ছড়া,বিছানাকান্দি, ধলাই নদী,সিলেট(এছাড়াও আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন আমরা বিভিন্ন জায়গা এক্সপ্লোর করবো।
▫️যাত্রাঃ ২৮ই নভেম্বর,২০২৪ (রাত ১১.০০টা)
(কলাবাগান / ফকিরাপুল / সায়েদাবাদ থেকে যাত্রা শুরু )
▫️ফেরাঃ ১ই ডিসেম্বর, ২০২৪ (সকাল ৬টা)
▪️ জনপ্রতি খরচঃ ৫,২৫০/- টাকা
▪️ট্রিপ সাইজঃ ১৫ জন।
===========================================
▪️যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করুন। আর যারা শিউর যাবেন Going এ ক্লিক করুন এবং আমাদের ইভেন্টটি শেয়ার করুন।
▪️কনফার্ম করার শেষ তারিখ- ২৬ই নভেম্বর, ২০২৪।
▫️ট্রিপ কনফার্মেশন এর উপর ভিত্তি করে বাসের সিট দেওয়া হবে।এ ব্যাপারে কোনো প্রকার আপত্তি করা যাবে না।
▫️ মৌখিক কনফার্মেশন গ্রহন্যযোগ্য নয় । কনফার্ম করার জন্য উক্ত তারিখের মধ্যে ২৫০০/- টাকা পাঠাতে (বিকাশ খরচসহ) হবে কিংবা আমাদের অফিসে এসে ২৫০০/- টাকা জমা দিয়ে যেতে হবে (বুকিং মানি অফেরতযোগ্য)। কনফার্মেশন অনুযায়ী সিট বন্টন করা হবে ।
🔹টাকা পাঠানোর উপায়ঃ
বিকাশ : ০১৬৭২২৯৬৪৬৯ ( পার্সোনাল )
নগদ : ০১৬৭২২৯৬৪৬৯ ( পার্সোনাল )
রকেট : ০১৬৭২২৯৬৪৬৯৬ ( পার্সোনাল )
টাকা পাঠানোর পর অবশ্যই একটা ফোন দিয়ে কনফার্ম করবেন।
============================================
🔺▪️মুল পরিকল্পনা;
২৮ই নভেম্বর(বৃহস্পতিবার): রাত এগারোটায় কলাবাগান বাস কাউন্টার থেকে যাত্রা শুরু হবে।
২৯ই নভেম্বর (শুক্রবার): সকালে নেমে আমরা পানসী তে নাস্তা সেরে নিবো তারপর চলে যাবো ভোলাগঞ্জ, সেখান থেকে আমরা রওনা হবো উতমা ছড়া ও তুরং ছড়ার উদ্দেশ্যে, সেখানে থেকে ফিরে ভোলাগঞ্জ এ দুপুরের খাবার সেরে নিবো, তারপর ভোলাগঞ্জ জিরো পয়েন্ট ঘুরে দেখবো,বিকালে ধলাই নদীর পাড়ে ক্যাম্প সাইটে চলে যাবো যেখানে আমরা রাতে ক্যাম্পিং, ডিনার শেষে রাতে আড্ডা দিবো আর ভ্রমণ নিয়ে গল্প হবে।
৩০ই নভেম্বর(শনিবার): দ্বিতীয় দিন সকাল বেলায় উঠে নাস্তা সেরে আমরা আমাদের ভোলাগঞ্জ টু বিছানাকান্দির বর্ডার সাইড রোড ধরে হাইকিং শুরু করবো যেখানে বিভিন্ন জায়গা, সুন্দর সুন্দর গ্রাম, খাল, ঝিরি আমাদের ভ্রমণের অংশ হিসেবে থাকবে। বিছানাকান্দি পৌছে আমরা দুপুরের খাবার সেরে রেস্ট করে রওনা হবো সিলেটের উদ্দ্যেশ্যে। সন্ধ্যায় সিলেট শহরে থাকবো আপনারা কেউ চাইলে শহর টা ঘুরে দেখতে পারবেন, মাজার যিয়ারত করে আসতে পারবেন।
রাতে সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্টে ডিনার সেরে আমরা বাসে উঠবো।
১ই ডিসেম্বর(রবিবার): সকালে আশা করি ঢাকায় থাকবো।
============================================
▪️ট্রিপে যা যা থাকছে
-----------------------
১) ২৯ তারিখ সকালের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রতিদিন ৩ বেলা খাবার।
২) ঢাকা - সিলেট - ঢাকা নন এ/সি বাস এর টিকেট
৩)অভ্যন্তরীণ যাতায়াত সকল খরচ
৪) তাবু
৫) সকল এন্ট্রি ফি
▪️ট্রিপে যা যা থাকছে না
-----------------------
১) ব্যক্তিগত মেডিসিন
২) ব্যক্তিগত খরচ
৩) প্যাকেজের বাইরে কোন খাবার খেলে বা অন্য কোন খরচ করলে
৪) রাতে যাওয়া আসার সময় হোটেল বিরতিতে কোন খাবার
============================================
▪️ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবে!
১) প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে। যেখানে সেখানে ময়লা, শুকনো খাবারের প্যাকেট, প্লাস্টিক বোতল/জার, কলার খোসা, ইত্যাদি ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিটি জায়গা আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
২) ভ্রমণকালীন সময় আমরা সবাই একে অপরকে সর্বাত্মক সহায়তা করব।
৩) স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
৪) এখানে কোন প্রকার অশ্লীল আচরনের/কাজের কোন রকম সুযোগ নেই। তাই এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করা হল।
৫) যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মানসিকতা থাকতে কবে।
৬) ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নিবো।
৭) রাতে তাবুতে থাকতে হবে।
৮)যেহেতু হাইকিং ট্রিপ পাশাপাশি ৬/৭ ঘন্টার হাটাহাটি রয়েছে তাই প্রস্তুতি নিয়ে আসার অনুরোধ রইলো আর আমরা তো আছি আপনাকে যেকোন তথ্য দিয়ে সহযোগিতার জন্য।
============================================
☎️ বিস্তারিত জানতে/ বুকিং এর জন্য কল করুন
০১৬৭২ ২৯৬ ৪৬৯ (শুভ)
০১৮৭১ ৭১০ ৪৩৮ (রনি)
০১৭৯৮৩৪০১৭৭ (সিফাত)
০১৮৯৭ ৯৮৫ ২০০ (শুভ)
📍অফিস ঠিকানা: ৫৬ (৩য় তলা), লেক সার্কাস, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫
Advertisement
Event Venue & Nearby Stays
Volagonj, Sylhet., Sylhet, Bangladesh