Travel bug এর সাথে পূজার ছুটিতে রাঙামাটি ভ্রমণ || ২ অক্টোবর, ২০২৫||

Thu Oct 02 2025 at 07:00 am to 09:00 pm UTC+06:00

travel bug, Chittagong, Chittagong Division, Bangladesh | Chittagong

Travel Bug
Publisher/HostTravel Bug
Travel bug \u098f\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7 \u09aa\u09c2\u099c\u09be\u09b0 \u099b\u09c1\u099f\u09bf\u09a4\u09c7 \u09b0\u09be\u0999\u09be\u09ae\u09be\u099f\u09bf \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3 || \u09e8 \u0985\u0995\u09cd\u099f\u09cb\u09ac\u09b0, \u09e8\u09e6\u09e8\u09eb||
Advertisement
এটি Travel bug এর একটি অফিসিয়াল ইভেন্ট❤️
গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/397635634435161/?ref=শেয়ার
পেইজ লিংকঃ https://www.facebook.com/Travel-Bug-114959700164989/
২ অক্টোবর পূজার ছুটিতে ডে ট্যুরে আমরা যাচ্ছি রাঙ্গামাটিতে, ঘুরে দেখবো রাঙ্গামাটির বেশ কয়েকটি স্পট। কিছু মজার মুহুর্ত ভাগ করে নিতে দেরি না করে দ্রুত আপনার আসনটি কনফার্ম করে ফেলুন।
রিলাক্স ট্যুর হওয়ায় ছেলে, মেয়ে বা ফ্যামিলি যে কেউ আমাদের সাথে যেতে পারবেন।
◼️ভ্রমণ শুরু: ২ অক্টোবর (সকাল ৭ঃ৩০ মিনিট)
◼️ভ্রমণ শেষ: ২ অক্টোবর (রাত ৯ঃ০০ মিনিট )
◼️ইভেন্ট ফি: ১১৯৯ টাকা (চট্রগ্রাম থেকে)
◼️এই ট্যুরে যা যা দেখবোঃ
🔸ঝুলন্ত ব্রীজ।
🔸আদিবাসী বাজার।
🔸পলওয়েল পার্ক।
🔸নির্বাননগর বৌদ্ধ মন্দির।
🔸রাঙামাটি লেকে বোট রাইড।
◼️যা যা থাকছেঃ
🔸চট্টগ্রাম - রাঙামাটি আসা যাওয়া বাস ভাড়া।
🔸রাঙামাটি লেকে রিজার্ভ বোট খরচ।
🔸সকালের নাস্তা।
🔸দুপুরের খাবার।
🔸সকল ট্রান্সফোর্ট খরচ।
🔸গাড়ি পার্কিং খরচ।
🔸ড্রাইভার ও হেল্পারের যাবতীয় খরচ।
◼️যা যা থাকছে নাঃ
পলওয়েল পার্ক ও
ঝুলন্ত ব্রীজ এন্ট্রি টিকিট।
ব্যাক্তিগত কোন প্রকার খরচ।
যাত্রা বিরতি তে কোনো খাবার খরচ।
◼️কনফার্মেশন: আমাদের ডে ট্যুর এর অংশ হতে চাইলে কিভাবে কনফার্ম করবেন। এটা নিয়ে ভাবছেন??????
বুকিং নিশ্চিত করতে (৫০০+১০চার্জ)= ৫১০ টাকা বিকাশ বা সরাসরি আমাদের অফিসে এসে আপনার আসনটি কনফার্ম করতে হবে, (বুকিং মানি সম্পূর্ণ অফেরতযোগ্য) মৌখিক কনফার্ম গ্রহণযোগ্য নয়।
🏫অফিস: এপোলো শপিং সেন্টারের ২য় তলা কাজির দেউরি মোড়, চট্রগ্রাম।
◼️বিকাশঃ 01646654363 (personal)
◼️কনফার্মেশন শেষ সময়: ২৭ সেপ্টেম্বর (রাত ১০ টা।)
◼️কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো বিবেচনা করতে হবেঃ
🔸এটি একটি গ্রুপ ট্যুর সবার সাথে মিলেমিশে উপভোগ করার মন মানসিকতা থাকতে হবে।
🔸আমাদের সাথে অনেক নারী ট্রাভেলার ভ্রমণ করে থাকে,তাদের প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।
🔸যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ নোংরা করা যাবে না।
🔸স্থানীয় মানুষদের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না।
🔸যে কোনো সমস্যা সকল মেম্বারের সাথে কথা বলে সমাধান করবো।
🔸এইসব কিছু মেনে নিতে পারলেন আপনার সেবায় সবর্দা নিয়োজিত আমরা।
বুকিং দিতে বা যে কোনো প্রয়োজনে কল করুনঃ
আসিফ: 01646654363
বিঃদ্রঃ পরিবেশ সুন্দর রাখা সকলে দায়িত্ব,
পরিবেশ নষ্ট হউক এমন কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ সকলের প্রতি।
Advertisement

Event Venue & Nearby Stays

travel bug, Chittagong, Chittagong Division, Bangladesh

Sharing is Caring:

More Events in Chittagong

Meeting with the Mayor
Wed, 01 Oct at 05:00 pm Meeting with the Mayor

City Hall Convention Centre

Gift\ud83c\udf81\ud83c\udf81 \u09b2\u09be\u09ad \u09b0\u09bf\u09af\u09bc\u09c7\u099f \u09a6\u09bf\u09af\u09bc\u09c7 \u099c\u09bf\u09a4\u09c7 \u09a8\u09bf\u09a8 \u0986\u09ac\u09be\u09af\u09bc\u09be \ud83e\udef6
Wed, 01 Oct at 11:00 pm Gift🎁🎁 লাভ রিয়েট দিয়ে জিতে নিন আবায়া 🫶

Chittagong, Chittagong Division, Bangladesh

Bandarban Relax Tour | 3Days 2Nights
Thu, 02 Oct at 12:00 pm Bandarban Relax Tour | 3Days 2Nights

Bandarban

Offer Offer
Thu, 02 Oct at 06:00 pm Offer Offer

Chittagong, Chittagong Division, Bangladesh

2 - 5 \u0985\u0995\u09cd\u099f\u09cb\u09ac\u09b0: \u09aa\u09c1\u099c\u09cb\u09b0 \u099b\u09c1\u099f\u09bf\u09a4\u09c7 \u09e9 \u09b0\u09be\u09a4 \u09e8 \u09a6\u09bf\u09a8\u09c7\u09b0 \u09aa\u09cd\u09b0\u09bf\u09ae\u09bf\u09df\u09be\u09ae \u09b8\u09be\u099c\u09c7\u0995 \u099f\u09cd\u09b0\u09bf\u09aa \ud83c\udde7\ud83c\udde9
Thu, 02 Oct at 10:30 pm 2 - 5 অক্টোবর: পুজোর ছুটিতে ৩ রাত ২ দিনের প্রিমিয়াম সাজেক ট্রিপ 🇧🇩

Sajek Valley, Rangamati- সাজেক ভ্যালি, রাঙ্গামাটি

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events