Advertisement
Registration link: https://forms.gle/2TNtQKm7jVispwDZ8ট্রেইনারদের জন্য AI: প্রযুক্তির ছোঁয়ায় বদলে দিন ট্রেনিং এর দুনিয়া!
তারিখ ও সময়: ২২শে ফেব্রুয়ারী ২০২৫, সকাল ৯টা থেকে বিকেল ৫টা
স্থান: Bangladesh Skill Development Institute
হাউস-২বি, রোড-১২, মিরপুর রোড, ঢাকা-১২০৭
🔹 অংশগ্রহণকারীদের অবশ্যই নিজেদের ল্যাপটপ সঙ্গে আনতে হবে প্র্যাকটিসের জন্য 🔹
🔹 শুধুমাত্র ৩০টি আসন!🔹
Registration link: https://forms.gle/2TNtQKm7jVispwDZ8
কেন এই ওয়ার্কশপ আপনার জন্য?
AI ট্রেনিংকে সহজ, দ্রুত ও কার্যকর করে তোলে কারণ কন্টেন্ট তৈরি, অটোমেশন এবং ইন্টারঅ্যাকটিভ এনগেজমেন্টে এটি বিশাল ভূমিকা রাখে। ম্যানুয়াল কাজ করলে প্রচুর সময় লাগে, কিন্তু AI দিয়ে সেকেন্ডেই প্রেজেন্টেশন, কুইজ ও পারসোনালাইজড লার্নিং ম্যাটেরিয়াল তৈরি সম্ভব। ইন্টারঅ্যাকটিভ AI টুল ব্যবহার না করলে অংশগ্রহণকারীদের মনোযোগ কমে যায়, ফলে ট্রেনিং একঘেয়ে হয়ে ফলাফলও দুর্বল হয়। তাই এখনই সময় আধুনিক ট্রেনিং পদ্ধতিতে AI কে অন্তর্ভুক্ত করা। এই ওয়ার্কশপে চারটি টুল সম্পর্কে হাতে কলমে শেখানো হবে।
Advertisement
Event Venue & Nearby Stays
Bangladesh Skill Development Institute, সেতু মটরস, Mirpur Road, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh
Tickets