Advertisement
টরন্টোয় দ্য গ্রেটার বরিশাল ক্লাব কানাডার বার্ষিক পিঠা পার্টি ও সাংস্কৃতিক সন্ধ্যা ১৯ ডিসেম্বরপ্রবাসে বসবাসরত বরিশালবাসীর প্রাণের সংগঠন দ্য গ্রেটার বরিশাল ক্লাব, কানাডা (GBC) আয়োজন করতে যাচ্ছে তাদের পিঠা পার্টি ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৫। আগামী ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টায় টরন্টোর Royal Canadian Legion Branch 614 (Address: 100 Salome Dr, Scarborough, ON M1S 2A8) - এ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জমজমাট অনুষ্ঠানটি।
এবারের পিঠা পার্টি ও সাংস্কৃতিক সন্ধ্যায় থাকবে বর্ণিল আয়োজন, ৪ রকমের সুস্বাদু পিঠা, নৈশভোজে থাকবে চিকেন বিরিয়ানি, সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে লাইভ মিউজিক। এছাড়া খাবারের কুপনের সাথে থাকবে র্যাফেল ড্র ও পুরস্কার।
টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে—
• ৫ বছরের নিচে: ফ্রি
• ৬ থেকে ১২ বছর বয়স পর্যন্ত: ১০ ডলার
• ১২ বছরের উপরে: ২০ ডলার
অংশগ্রহণ নিশ্চিত করতে ই-ট্রান্সফার পাঠাতে হবে এই ঠিকানায়: [email protected]। ই-ট্রান্সফারের সময় অংশগ্রহণকারীর নাম এবং সংখ্যা উল্লেখ করতে হবে। টিকেট বুকিংয়ের শেষ সময় ১৫ ডিসেম্বর।
ধন্যবাদান্তে,
বিপ্লব কর্মকার
সভাপতি
মাহবুব ওসমানী
সাধারণ সম্পাদক
সজিব ইসলাম
আহবায়ক
Advertisement
Event Venue & Nearby Stays
Royal Canadian Legion Br 614, 100 Salome Dr, Toronto, ON M1S 2A8, Canada, Scarborough
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.






