Advertisement
শুনেন একটা কথা বলি; এই'যে যারা বলেন, এটা ধানক্ষেত বানাইছে, তাই বাংলাদেশ পারতেছে. বিষয়টি এমন'না! এই যে, শ্রীলঙ্কা'কে দেখতেছেন - তারা টেস্ট আর ওয়ানডেতে রিসেন্ট টাইমে এত ভালো করতেছে কীভাবে? আবার, রেংকিং'ও চারে দেখলাম. এগুলোর পিছনে সবথেকে বড় অবদান, তাদের ঘরের মাঠে স্পিনিং বা স্লোয়ার উইকেট! তাই, আমাদের এমন সিস্টেমের ভিতর দিয়ে যেতে হবে'যাতে আমরা পাকিস্তানের ফ্ল্যাট উইকেট'এ গিয়ে ভালো খেলি আবার যেকোন স্পিনিং ট্র্যাকেও যাতে ভালো খেলি।
Advertisement
Event Venue & Nearby Stays
Sunamganj, Sylhet, Sylhet Division, Bangladesh