TAB এর সাথে সরাসরি জীপে করে বগালেক - কেওক্রাডং (২দিন)

Fri, 12 Dec, 2025 at 06:00 am to Sat, 13 Dec, 2025 at 08:00 pm UTC+06:00

কেওক্রাডং Keokaradong - Ruma, Bandarban | Chittagong

Ahm Saikat
Publisher/HostAhm Saikat
TAB \u098f\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7 \u09b8\u09b0\u09be\u09b8\u09b0\u09bf \u099c\u09c0\u09aa\u09c7 \u0995\u09b0\u09c7 \u09ac\u0997\u09be\u09b2\u09c7\u0995 - \u0995\u09c7\u0993\u0995\u09cd\u09b0\u09be\u09a1\u0982 (\u09e8\u09a6\u09bf\u09a8)
Advertisement
💠TAB এর সাথে সরাসরি জীপে করে বগালেক - কেওক্রাডং (২দিন)
⏩ভ্রমন তারিখঃ ১২-১৩ ডিসেম্বর ২০২৫
⏩ভ্রমণ খরচঃ ৫২০০ টাকা (প্রতি জন)
🌀 যারা ট্র‍্যাকিং ছাড়া বগালেক- কেওক্রাডং যেতে চান তাদের জন্যে আমাদের এই রিল্যাক্স ইভেন্ট। আমরা ২ দিনে কভার করবো বগালেক- কেওক্রাডং এবং পুরো জার্নিটাই হবে চাঁদের গাড়ীতে।
📌বগালেক (Bogalake)
বগালেক কেওক্রাডং পাহাড়ের কোল ঘেসে সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ১২০০ ফুট উচ্চতায় ২০০০ বছর আগে প্রাকৃতিক ভাবে সৃষ্ট এক হ্রদ।ভূ-তত্ত্ববিদগনের মতে এটি মৃত কোন আগ্নেয়গিরির জ্বালামুখ অথবা উল্কাপিণ্ডের পতনের ফলে এই লেক তৈরী হয়েছে।
📌কেওক্রাডং (Keokradong)
কেওক্রাডং বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ,এর উচ্চতা ৩১৭২ ফুট।এক সময় এটিই বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ছিল।দূর থেকে কেওক্রাডংয়ের চূড়াকে ধোয়াটে মনে হয়। সাদা মেঘে ঢাকা হওয়ায় ঝাপটায় দাঁড়ানো দায়। বৃষ্টি–বাতাস-মেঘ সময় সময় দখল নেয় চূড়ার আশপাশ।
📌আমাদের সাথে ইভেন্ট বিষয়ক যেকোন বিষয়ে যোগাযোগ করতে পারবেন এই নাম্বার গুলোতে
★Saikat 01633199810

⏩আমাদের গন্তব্য স্থানসমুহ
★রুমা বাজার-কমলা বাজার-বগালেক
★দার্জিলিং পাড়া-কেওক্রাডং
⏩প্যাকেজের মধ্যে যা যা থাকছেঃ
★চিটাগাং-বান্দরবান-চিটাগাং নন এ/সি বাসের টিকেট
★বান্দরবান-বগালেক-কেওক্রাডং-বান্দরবান চান্দের গাড়ির সকল খরচ
★২ বেলা সকালের নাস্তা
★৩ বেলা ভাত
★দুইদিনের গাইডের যাবতীয় খরচ
★উপজাতীয় কটেজে শেয়ার বেসিসে থাকার খরচ (অবশ্যই মেয়েদের থাকার ব্যবস্থা আলাদা হবে)
#সংক্ষিপ্ত_ধারণাঃ-
আমরা ভোরে চট্রগ্রাম থেকে রওনা দিবো বান্দরবান।বান্দরবান পৌছে আমাদের রির্জাভ চাঁদের গাড়ী করে দুইদিনে ঘুরে বেড়াবো অনিন্দ্য সুন্দর বগালেক এবং কেওক্রাডং এর মায়াবী সৌন্দর্য্য দেখতে।
#খাবার_মেন্যু
★সকালের নাস্তা -
খিচুড়ি অথবা ডিম/সবজি+পরটা+চা
★দুপুরের খাবার -
দেশী মুরগির মাংস+সবজি+ডাল+সাদা ভাত
★রাতের খাবার
দেশী মুরগির মাংস+সবজি+ডাল+সাদা ভাত।
(খাবারের মেন্যু কিছুটা তারতম্য হতে পারে।
⏩আসন ফিলাপ হয়ে গেলে কর্নফারমেশান আগেই ক্লোজ হয়ে যাবে।
⏩মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আসন কনফার্ম করার জন্য আপনাকে বুকিং মানি হিসেবে ২৫০০+৪০(বিকাশ/নগদ চার্জসহ) =২৫৪০/- টাকা নগদ বা বিকাশের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে (অফেরতযোগ্য)। কিংবা সরাসরি হোস্টদের নিকট টাকা জমা দিতে পারবেন।বাকী পেমেন্ট ইভেন্টের দিন দিতে হবে।
#টাকা_পাঠানোর_উপায়
★নিচের বিকাশ বা নগদ নাম্বারে পাঠাতে হবে
Saikat 01633199810
⏩ঢাকা বা চিটাগং এর বাহিরে থেকেও আমাদের সাথে জয়েন্ট হতে পারবেন।
⏩প্যাকেজের মধ্যে যা যা থাকছেনাঃ
★কোন ব্যক্তিগত খরচ,ঔষধ এবং বীমা
★প্যাকেজের বাইরে কোন খাবার খেলে বা হাইওয়ের নাস্তা বা ট্যাকিং ফুড
★ইভেন্ট এ উল্লেখ নেই এমন কোনো খরচ
⏩যা সাথে নেওয়া উচিতঃ
★NID/Smart Card বা জন্ম নিবন্ধন এর ফটোকপি (৩টি)
★রবি সিম।(যদিও এখন প্রায় সব সিমেই নেট পাওয়া যায় গ্রামীন বাদে)
★এংলেট এবং নি-গার্ড
★মশা থেকে বাঁচার জন্য অডোমস ক্রিম।
★ট্র্যাকিং/হাঁটার সময় সাথে কিছু শুকনা খাবার যেমন চকলেট, বিস্কিট, বাদাম, খেজুর, মাংগোবার, গ্লুকোজ, স্যালাইন।
★ভ্রমণে যত কম জিনিস এবং কাপড় নেয়া যায় ভ্রমণ ততই আরামদায়ক হয়।
★ট্রেকিং উপযোগী হাল্কা জুতা এবং পোশাক।
★পানির বোতল
★পলিথিন (মোবাইল,ক্যামেরা বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য)
★ছোট টর্চলাইট এবং চার্জের জন্য পাওয়ার ব্যাংক
#ট্যুর_কর্নফামের_আগে_বিবেচ্য_বিষয়
★একরাত আদিবাসীদের কটেজে থাকতে হবে এবং খাওয়ার ক্ষেত্রেও স্থানীয়দের রান্না করা খাবার খেতে হবে তাই এই দুইক্ষেত্রে লাক্সারি কিছু আশা করা যাবে না।
★কমপক্ষে একদিন আপনাকে মোবাইল নেটওয়ার্ক এর বাহিরে থাকতে হবে।
#শর্ত_সমুহঃ
★প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
★নির্দিষ্ট সময়ে বুকিং মানি এবং ইভেন্ট ফি পরিশোধ করতে হবে।
★ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
★প্রতিটি জায়গাই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
★স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
★ইভেন্টে কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না।
★দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে। দেশের পরিস্থিতির জন্য কিংবা কোন দুর্যোগ কিংবা দুর্ঘটনার জন্য ট্রিপ ক্যানসেল হলে কিংবা দৃশ্যমাণ খরচ বৃদ্ধি পেলে সেটি সবাইকে বহন করতে হবে।
★দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
★সকল নিয়ম কানুন অবশ্যই মেনে চলার দৃষ্টিভঙ্গি নিয়েই অংশগ্রহন করত হবে।
📌আমাদের গ্রুপের লিংক
https://www.facebook.com/groups/tabctg
📌আমাদের পেইজের লিংক
https://www.facebook.com/tabctg/
(ট্যুর যেকোন সময় বাতিলের পূর্ণ ক্ষমতা রাখে ইভেণ্ট আয়োজনকারীরা)
Advertisement

Event Venue & Nearby Stays

কেওক্রাডং Keokaradong - Ruma, Bandarban, Keokradong - Ruma, Bandarban,Bandarban, Chittagong, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Chittagong

\u09ae\u09be\u09a4\u09cd\u09b0-\u09e8\u09e8\u09e6\u09e6\/= \u099f\u09be\u0995\u09be\u09df \u099b\u09c1\u099f\u09bf\u09b0\u09af\u09be\u09a4\u09cd\u09b0\u09be \u09b8\u09be\u09a5\u09c7 \u09a6\u09c7\u09ac\u09a4\u09be\u0996\u09c1\u09ae \u09a1\u09c7 \u099f\u09cd\u09af\u09c1\u09b0
Thu, 11 Dec at 10:30 pm মাত্র-২২০০/= টাকায় ছুটিরযাত্রা সাথে দেবতাখুম ডে ট্যুর

দেবতাখুম, রোয়াংছড়ি, বান্দরবান

\u09b9\u09bf\u09ae \u09b6\u09c0\u09a4\u09c7 \u09b8\u09c7\u09a8\u09cd\u099f \u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u0993 \u099b\u09c7\u09dc\u09be \u09a6\u09cd\u09ac\u09c0\u09aa \ud83d\ude0d\u2764\ufe0f (\u09b8\u09bf\u099c\u09a8 \u09ed)
Thu, 11 Dec at 11:50 pm হিম শীতে সেন্ট মার্টিন ও ছেড়া দ্বীপ 😍❤️ (সিজন ৭)

Saintmartin Island - সেন্টমার্টিন দ্বীপ

MSDO Eco Miles 7.5k Run 2k25
Fri, 12 Dec at 12:00 am MSDO Eco Miles 7.5k Run 2k25

Satkania

FnF Bike Friday 536 - \u0995\u09be\u09aa\u09cd\u09a4\u09be\u0987 \u0995\u09b0\u09cd\u09a8\u09ab\u09c2\u09b2\u09bf \u0995\u09b2\u09c7\u099c \u09b2\u09c7\u0995 \u09ad\u09bf\u0989 \u09aa\u09df\u09c7\u09a8\u09cd\u099f
Fri, 12 Dec at 06:45 am FnF Bike Friday 536 - কাপ্তাই কর্নফূলি কলেজ লেক ভিউ পয়েন্ট

Lichubagan Main Road, রাঙ্গুনিয়া, বাংলাদেশ

Sound of Silence
Fri, 12 Dec at 02:30 pm Sound of Silence

At Jarultwala, Arts Faculty ,chittagong University

\u09b8\u09bf\u099c\u09a8\u09c7\u09b0 \u09aa\u09cd\u09b0\u09a5\u09ae \u0987\u0995\u09cb\u09a8\u09ae\u09bf \u09b8\u09c7\u0987\u09a8\u09cd\u099f\u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09c7 \u099f\u09bf\u09ae- The Tour Bees\ud83d\udc1d(\u09e7)
Fri, 12 Dec at 11:00 pm সিজনের প্রথম ইকোনমি সেইন্টমার্টিন ট্যুরে টিম- The Tour Bees🐝(১)

Saintmartin Island - সেন্টমার্টিন দ্বীপ

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events