আগামী ১১ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার) ওসমানী স্টেডিয়ামে দিনব্যাপী T-10 ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলাটি ক্লাব সদস্যদের মধ্যে ৪টি দলে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে।
উক্ত খেলায় অংশগ্রহণে আগ্রহী সদস্যবৃন্দকে অনুগ্রহপূর্বক আগামী ৬ নভেম্বর ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ক্লাবের প্রশাসন বিভাগে ০১ কপি ছবি সহ নাম জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ধন্যবাদান্তে,
মারুফ আহম্মেদ
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আহবায়ক,
আউটডোর গেমস বিষয়ক উপ কমিটি
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড
Event Venue & Nearby Stays
Narayanganj Club Ltd. 95, Bangabandhu Road, Narayanganj, Dhaka Division, Bangladesh, Dhaka, Bangladesh











