Star Party: Planet Parade Observation Camp

Sat Feb 22 2025 at 07:00 am to 11:45 pm UTC+06:00

রাজবাড়ী জেলা | Dhaka

Bangladesh Astronomical Association
Publisher/HostBangladesh Astronomical Association
Star Party: Planet Parade Observation Camp
Advertisement
স্টার পার্টি : প্ল্যানেট প্যারেড পর্যবেক্ষণ ক্যাম্প
--
সন্ধ্যার আকাশে একে একে দেখা দিচ্ছে সন্ধ্যা তারা নামে খ্যাত ‘শুক্র’ গ্রহ। সূর্যের আলো মিলিয়ে যাওয়ার মুহূর্তেই পশ্চিম দিগন্তের ওপরে এ গ্রহকে দেখা যায়। ধীরে দেখা মিলবে ‘বৃহস্পতি’ গ্রহের। মাথার উপরেই এই গ্রহের অবস্থান। ‘শুক্র’র সামান্য নিচে ‘শনি’ গ্রহ। তবে দীগন্তের কাছাকাছি হওয়াতে, দীগন্তের আকাশের মেঘ এবং সূর্যাস্তের হালকা আলোতে একে অনেক সময়ই দেখতে পাওয়া যাবে না। আর ‘মঙ্গল’র দেখা মেলে আরও কিছু পরে আকাশের পূর্ব-উত্তর প্রান্তে।
পৃথিবীর অবস্থানের কারণে আমরা এই গ্রহগুলোকে আকাশের বুকে সারিবদ্ধভাবে অবস্থান করছে বলে দেখি। এই আপাত দৃশ্যমানতার কারণে জ্যোতির্বিজ্ঞানীরা মজা করে এর নাম দিয়েছেন, ‘প্ল্যানেট প্যারেড’। বলতে গেলে, ফেব্রুয়ারির প্রায় পুরোটা সময়জুড়েই তাদের দেখা মিলবে।
উপরে বর্ণনা করা ৪ গ্রহের এই চমৎকার দৃশ্য টেলিস্কোপে পর্যবেক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। এর সার্বিক সহযোগিতায় আছে, স্বপ্নডাঙ্গা- রাজবাড়ী
-
তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার
সময় : সকাল ৭টা থেকে রাত ১১:৪৫ মিনিট পর্যন্ত
স্থান : রাজবাড়ী
-
অনুষ্ঠান সূচী:
-
২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার
১. সকাল ৬:৪৫- রিপোটিং - জাতীয় জাদুঘর, ঢাকা এর সামনে
২. সকাল ৭টায় - ঢাকা থেকে রওয়ানা
৩. সকালের নাস্তা
৪. সকাল ১০ টা - রাজবাড়ী পৌঁছানো
৫, সকাল ১১ টা - দুপুর ১টা - স্থানিয় স্কুলের ছাত্র/ছাত্রীদের সহ বিজ্ঞান ‍উৎসব এর আয়োজন
৬. দুপুর ১:৩০ -২:৩০ - দুপুরের খাবার
৭. দুপুর ৩:০০টা ৫:০০টা - ঘুড়ি উড়ানো
৮. বিকেল ৫:৩০ - বিকেলের নাস্তা
৯. সন্ধ্যা ৬:৩০ - ৯:০০টা টেলিস্কোপে গ্রহ পর্যবেক্ষণ
১০. ৮:০০টা ডিনার
১১. রাত ৯:১০ মি - ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু
১২. জাতীয় জাদুঘর, ঢাকায় এসে অনুষ্ঠানের সমাপ্তি।
--
প্ল্যানেট প্যারেড পর্যবেক্ষণ ক্যাম্প এ অংশগ্রহণের নিয়মাবলি :
--
১. নাম রেজিস্ট্রেশন করতে হবে।
২. রেজিস্ট্রেশন ফি
(ক) সাধারণের জন্য রেজিস্ট্রেশন ফি ২,৫০০ (জনপ্রতি)
(খ) বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের সদস্যদের জন্য রেজিস্ট্রেশন ফি ২,০০০ (জনপ্রতি)
৩. রেজিস্ট্রেশন শুরু ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে
৪. সীমিত সংখ্যক সিট। আগে আসলে আগে ভিত্তিতে রেজিস্ট্রেশন করা হবে।
৫. রেজিস্ট্রেশন ফি এর মধ্যে যা যা পাবেন -
১. ঢাকা - রাজবাড়ী - ঢাকা - ট্যুরিস্ট এসি বাসে যাতায়াত
২. খাবার - সকালের নাস্তা- দুপুরের খাবার এবং ডিনার
৩. প্ল্যানেট প্যারেড - এর টি-শার্ট।
.
প্ল্যানেট প্যারেড পর্যবেক্ষণ ক্যাম্প এ অংশগ্রহণে আগ্রহীদেরকে নির্দিষ্ট আবেদন পত্রে, আবেদন করতে হবে।
-
আবেদন পত্রের জন্য যোগাযোগ :
[email protected]
-
* প্ল্যানেট প্যারেড পর্যবেক্ষণ ক্যাম্প - আয়োজনে যে কোন প্রকার পরিবর্তন- পরিবর্ধন অথবা সম্পূর্ণ অনুষ্ঠান বাতিল করবার একক ক্ষমতা ‘বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশ ‘ কর্তৃক সংরক্ষিত থাকবে।
Advertisement

Event Venue & Nearby Stays

রাজবাড়ী জেলা, Metal Co, Rajbari Main Road, রাজবাড়ী, বাংলাদেশ,Rajendrapur, Dhaka, Bangladesh

Sharing is Caring:

More Events in Dhaka

Muslimpara Premier League (MPL)
Fri, 21 Feb, 2025 at 08:00 pm Muslimpara Premier League (MPL)

East Muslim para,kutupur,Fatullah,, Narayanganj, Dhaka Division, Bangladesh

Coffee with Arfatul Islam
Fri, 21 Feb, 2025 at 09:00 pm Coffee with Arfatul Islam

Bonani,Dhaka

\u09ae\u09be\u09b2\u09c7\u09b6\u09bf\u09df\u09be \u0993 \u09b2\u09be\u0982\u0995\u09be\u0989\u0987 \u099f\u09cd\u09af\u09c1\u09b0 \u09eb \u09b0\u09be\u09a4 \u09ec \u09a6\u09bf\u09a8
Fri, 21 Feb, 2025 at 10:00 pm মালেশিয়া ও লাংকাউই ট্যুর ৫ রাত ৬ দিন

Ka3/C, 3rd Floor, Joynob Ali Sarak, Near Jamuna Future Park, Basundhara Road, Jagannathpur, Vatara, Dhaka 01896261480, Dhaka, Dhaka Division, Bangladesh

Hult Prize at IUT
Sat, 22 Feb, 2025 at 12:00 am Hult Prize at IUT

Islamic University of Technology, Gazipur, Dhaka Division, Bangladesh

Summoning The Eternal Wrath V - Dhaka
Sat, 22 Feb, 2025 at 03:00 am Summoning The Eternal Wrath V - Dhaka

National Library Auditorium

Oxfam Run 2025
Sat, 22 Feb, 2025 at 05:00 am Oxfam Run 2025

Hatirjheel Amphitheatre - হাতিরঝিল এম্ফি থিয়েটার

10th International Conference on Water and Flood Management, ICWFM 2025
Sat, 22 Feb, 2025 at 08:00 am 10th International Conference on Water and Flood Management, ICWFM 2025

Cirdap International Conference Center

Orator's Championship 3.0
Sat, 22 Feb, 2025 at 08:00 am Orator's Championship 3.0

University of Dhaka

EWU Debate Spree 2025
Sat, 22 Feb, 2025 at 08:00 am EWU Debate Spree 2025

EAST WEST UNIVERSITY , 4224 Dhaka, Bangladesh

Fisheries Entrepreneur Summit 2025
Sat, 22 Feb, 2025 at 08:30 am Fisheries Entrepreneur Summit 2025

Bangabandhu International Conference Center (BICC)

\u09eb\u09ae \u09b6\u09c7\u09b0\u09c7\u09ac\u09be\u0982\u09b2\u09be \u0995\u09be\u09aa \u099c\u09be\u09a4\u09c0\u09df \u09ac\u09bf\u09a4\u09b0\u09cd\u0995 \u0989\u09ce\u09b8\u09ac \u09e8\u09e6\u09e8\u09eb
Sat, 22 Feb, 2025 at 08:30 am ৫ম শেরেবাংলা কাপ জাতীয় বিতর্ক উৎসব ২০২৫

Sher-e-Bangla Agricultural University (SAU), 1207 Dhaka, Bangladesh

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events