Advertisement
আমি দিতে এসেছি শ্রাবণের গান'। অন্ধকারকে যদি তার নিজের মতো করে কেউ কথা বলিয়ে নিতে পারে, তবে সে শ্রাবণের ধারাপাত। আমাদের মনের ভেতরের যে নিয়ত বারিধারা হারিয়ে হারিয়ে আছে। তাকে যদি কোনও এক সন্ধ্যায় খুঁজে পাই। খুঁজে পাওয়া, কিছু বলতে চাওয়া, ভরিয়ে রাখার এই যে অভিপ্রায় সেখানে কথা চলে কম, সুর আসে বারংবার। গানের সঙ্গে যেন শ্রাবণের যত ভাব। শ্রাবণের গানে অভাবনীয়, অনির্বচনীয়র বাক্যালাপে জমে উঠুক সে দিনের আসর।আপনাদের অপেক্ষায়।
যোগাযোগ 9874724876
+917439264821
#specialevents #Tagore #songs #culture
Advertisement
Event Venue & Nearby Stays
The Bengal Ghorana, 17/ B,Rammoy Road,Kolkata, India