Advertisement
🌬️সিল্ক রুট - 🌨️𝗦𝗜𝗟𝗞 𝗥𝗢𝗨𝗧𝗘 (Sikkim) - Booking open 🎟️গরমে শীতের আমেজ পেতে 𝙂𝙤 𝙈𝙪𝙨𝙞𝙘𝙖𝙡 𝙏𝙤𝙪𝙧𝙨 𝙖𝙣𝙙 𝙏𝙧𝙖𝙫𝙚𝙡𝙨 এর আয়োজনে চলুন 🥶𝗦𝗜𝗟𝗞 𝗥𝗢𝗨𝗧𝗘
Stay at
⬇️
🟧𝗥𝗶𝘀𝗵𝗶𝗸𝗵𝗼𝗹𝗮
🟩𝗭𝘂𝗹𝘂𝗸
🟥𝗔𝗿𝗶𝘁𝗮𝗿
🚖Date of journey: 𝟬𝟵𝘁𝗵 𝘁𝗼 𝟭𝟯𝘁𝗵 𝗠𝗮𝘆 (𝟯 𝗻𝗶𝗴𝗵𝘁, 𝟰 𝗱𝗮𝘆𝘀)
🧏🏻৩ রাত্রি ৪ দিনের সিল্ক রুটে আপনাদের 🙋🏻♀️সকলকে স্বাগত জানাই। 🤷🏻♂️আমাদের গ্রুপ ট্যুরে এখনো যারা আসেন নি, অবশ্যই একবার আসুন; 💁🏻খুব আনন্দ করি আমরা।
🚉কোলকাতা থেকে যাত্রা শুরু - 𝟬𝟵𝘁𝗵 𝗠𝗮𝘆 (Friday).
🚉𝑻𝒓𝒂𝒊𝒏: 𝑲𝒂𝒏𝒄𝒉𝒂𝒏𝒌𝒂𝒏𝒚𝒂 𝑬𝒙𝒑𝒓𝒆𝒔𝒔 - 𝑺𝒆𝒂𝒍𝒅𝒂𝒉 𝑺𝒕𝒂𝒕𝒊𝒐𝒏
🚉𝑹𝒆𝒕𝒖𝒓𝒏 𝑻𝒓𝒂𝒊𝒏: 𝟭𝟯𝘁𝗵 𝗠𝗮𝘆 (Tuesday)
🧳𝐓𝐨𝐮𝐫 𝐈𝐭𝐢𝐧𝐞𝐫𝐚𝐫𝐲
🟦Day 1: সকাল 10am এ আমরা 🚖যাত্রা শুরু করবো Njp স্টেশন থেকে ◾ঋষিখোলার (𝗥𝗶𝘀𝗵𝗶𝗸𝗵𝗼𝗹𝗮) উদ্দেশ্যে। প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে করতে পৌঁছবো আমাদের হোমস্টেতে। মালপত্র ঘরে রেখে ফ্রেশ হয়ে সেরে নেবো দুপুরের 🍱লাঞ্চ। লাঞ্চ সেরে পায়ে 🚶🏻হেঁটে ঘুড়ে নেবো ঋষিখোলা গ্রাম। 'খোলা' শব্দের মানে নেপালি ভাষায় 'নদী'। নদীতে কেউ স্নান করতে চাইলে 🏊🏻করতেই পারেন। বিকেলে ঘরে ফিরে ☕🍿চা আর স্ন্যাক্স এর ব্যবস্থা থাকবে। সঙ্গে থাকবে অতিরিক্ত আকর্ষণ হিসেবে 👩🏻🎤গান 🎹🎻বাজনার আড্ডা। সন্ধ্যাবেলা হবে 🔥ক্যাম্প ফায়ার, বার্বি 🍗কিউ চিকেন।
🍽️রাতে ডিনার সেরে সকলকে 🛌🏻শুভ রাত্রি।
🟨Day 2: 🌞সুপ্রভাত।
সকাল ৭টায় ☕চা - 🍪বিস্কুট পৌঁছে যাবে সবার ঘরে। আজকে আমাদের গন্তব্য ◾'পদমচেন' (𝗣𝗮𝗱𝗮𝗺𝗰𝗵𝗲𝗻). সকালে 🍳🥞জলখাবার পর্ব সেরে বেড়িয়ে পরবো আমাদের আগামী 🚖গন্তব্যের উদ্দেশ্যে। পথে দেখে নেবো - ◾𝗤𝘂𝗸𝗵𝗼𝗹𝗮 𝗪𝗮𝘁𝗲𝗿𝗳𝗮𝗹𝗹, ◾𝗥𝗼𝗻𝗴𝗹𝗶 𝗕𝗮𝘇𝗮𝗿.
হোমস্টেতে পৌঁছে 🍱লাঞ্চ সেরে গ্রামটা পায়ে হেঁটে 🚶🏻ঘুরে দেখে নেবো। সন্ধ্যাবেলা চা ☕🍿স্ন্যাক্স এর সাথে হবে 🧑🏻🎤"𝑲𝒂𝒓𝒂𝒐𝒌𝒆 𝑬𝒗𝒆𝒏𝒊𝒏𝒈."🎤
রাতে খাওয়া 🍽️দাওয়া শেষ করে 🛌🏻শুভ রাত্রি।
🟪Day 3: 🌞সকলকে সুপ্রভাত। শীতের আমেজে পাহাড়ের 🏞️ভোরের দৃশ্য এক অদ্ভূত সৌন্দর্য্য 🌅প্রদান করে। সকালে☕🍪 চা বিস্কুট যথারীতি ঘরে পৌঁছে যাবে। 🍳🥞ব্রেকফাস্ট সেরে 🧳luggage নিয়ে রওনা দেবো ◾'আরিটার' (𝗔𝗿𝗶𝘁𝗮𝗿) এর উদ্দেশ্যে। পথে দেখে নেবো ◾𝗧𝗵𝗮𝗺𝗯𝗶 𝗩𝗶𝗲𝘄 𝗣𝗼𝗶𝗻𝘁, ◾𝗡𝗮𝘁𝗵𝗮𝗻𝗴 𝗩𝗮𝗹𝗹𝗲𝘆,◾𝗢𝗹𝗱 𝗕𝗮𝗯𝗮 𝗠𝗮𝗻𝗱𝗶𝗿, ◾𝗭𝘂𝗹𝘂𝗸, ◾ 𝗭𝗶𝗴𝘇𝗮𝗴 𝗥𝗼𝗮𝗱,◾ 𝗘𝗹𝗲𝗽𝗵𝗮𝗻𝘁 𝗟𝗮𝗸𝗲, ◾𝗞𝘂𝗽𝘂𝗽,
🍱লাঞ্চ সেরে একটু বিশ্রাম।
সন্ধ্যাবেলা ☕🍿চা পকোড়ার সাথে হবে গান 🎺🎸🪗বাজনার আসর আর জমজমাট 🎭আড্ডা।
🍽️রাতে ডিনার সেরে 🛌🏻শুভরাত্রি।
🟫Day 4: 🌞সুপ্রভাত সবাইকে। সকালে চা ☕পান পর্ব সেরে হেঁটে🚶🏻 হেঁটে ঘুরে নেবো ◾'𝗔𝗿𝗶𝘁𝗮𝗿 𝗹𝗮𝗸𝗲'. ফিরে এসে 🍳🥞জলখাবার খেয়ে বেড়িয়ে পরবো 🚖Njp ফেরার উদ্দ্যেশ্যে। পথে দেখে নেবো◾𝗠𝗮𝗻𝗸𝗵𝗶𝗺 𝗩𝗶𝗲𝘄 𝗣𝗼𝗶𝗻𝘁,◾𝗠𝗮𝗻𝗸𝗵𝗶𝗺 𝗠𝗼𝗻𝗮𝘀𝘁𝗲𝗿𝘆,◾𝗦𝗶𝗱𝗱𝗵𝗶 𝗩𝗶𝗻𝗮𝘆𝗮𝗸 𝗧𝗲𝗺𝗽𝗹𝗲. সমস্ত স্পট দেখে 🚖গাড়ী Njp ষ্টেশনে আমরা আমাদের তিন রাত্রি চার দিনের সিল্ক রুট যাত্রা শেষ করবো।
🙏🏻আন্তরিক ধন্যবাদ জানাই সকলকে।
🎟️₹𝟳,𝟰𝟵𝟵/- 𝗢𝗻𝗹𝘆. (Triple & Quad Sharing)
🎟️₹𝟳,𝟵𝟵𝟵/- 𝗢𝗻𝗹𝘆. (Double Sharing)
✔️𝙋𝙖𝙘𝙠𝙖𝙜𝙚 𝙄𝙣𝙘𝙡𝙪𝙙𝙚𝙨
✅𝙏𝙧𝙖𝙞𝙣 𝙏𝙞𝙘𝙠𝙚𝙩 (𝙎𝙇 𝙘𝙡𝙖𝙨𝙨)
✅𝘼𝙘𝙘𝙤𝙢𝙤𝙙𝙖𝙩𝙞𝙤𝙣 - 𝙃𝙤𝙢𝙚𝙨𝙩𝙖𝙮 (𝙎𝙩𝙖𝙣𝙙𝙖𝙧𝙙 𝙘𝙖𝙩𝙚𝙜𝙤𝙧𝙮)
✅𝙁𝙤𝙤𝙙: 𝘿𝙖𝙮 1 𝙗𝙧𝙚𝙖𝙠𝙛𝙖𝙨𝙩 𝙩𝙤 𝘿𝙖𝙮 4 𝙗𝙧𝙚𝙖𝙠𝙛𝙖𝙨𝙩.
✅𝙎𝙞𝙜𝙝𝙩𝙨𝙚𝙚𝙞𝙣𝙜 𝙏𝙧𝙖𝙣𝙨𝙥𝙤𝙧𝙩𝙖𝙩𝙞𝙤𝙣
✅𝙏𝙤𝙪𝙧 𝙂𝙪𝙞𝙙𝙚
✅𝙀𝙣𝙩𝙚𝙧𝙩𝙖𝙞𝙣𝙢𝙚𝙣𝙩
✅𝙋𝙝𝙤𝙩𝙤𝙜𝙧𝙖𝙥𝙝𝙚𝙧
❌𝙋𝙖𝙘𝙠𝙖𝙜𝙚 𝙀𝙭𝙘𝙡𝙪𝙙𝙚𝙨
❎𝙏𝙧𝙖𝙞𝙣 𝙁𝙤𝙤𝙙
❎𝙈𝙞𝙣𝙚𝙧𝙖𝙡 𝙒𝙖𝙩𝙚𝙧
❎𝘼𝙣𝙮 𝙥𝙚𝙧𝙨𝙤𝙣𝙖𝙡 𝙚𝙭𝙥𝙚𝙣𝙨𝙚𝙨
❎𝘼𝙣𝙮 𝙚𝙣𝙩𝙧𝙮 𝙛𝙚𝙚
❎𝘽𝙖𝙧𝙗𝙚𝙘𝙪𝙚 𝘾𝙝𝙞𝙘𝙠𝙚𝙣
❎𝘽𝙤𝙣𝙛𝙞𝙧𝙚
👉🏼𝐅𝐨𝐫 𝐦𝐨𝐫𝐞 𝐝𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
☎️9️⃣5️⃣9️⃣6️⃣1️⃣5️⃣7️⃣9️⃣6️⃣7️⃣
📲7️⃣9️⃣8️⃣0️⃣7️⃣5️⃣7️⃣9️⃣6️⃣7️⃣
📧 𝐠𝐨𝐦𝐮𝐬𝐢𝐜𝐚𝐥𝐭𝐨𝐮𝐫𝐭𝐡𝐞𝐫𝐚𝐩𝐲@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
🏢 𝐀𝐠𝐚𝐫𝐩𝐚𝐫𝐚, 𝐊𝐨𝐥𝐤𝐚𝐭𝐚 - 𝟕𝟎𝟎𝟏𝟎𝟗🇮🇳
🧍🏻𝘚𝘰𝘭𝘰 🧍🏻♀️𝘵𝘳𝘢𝘷𝘦𝘭𝘦𝘳𝘴 & 👩🏻❤️👨🏻𝘊𝘰𝘶𝘱𝘭𝘦 𝘢𝘭𝘴𝘰 𝘤𝘢𝘯 𝘫𝘰𝘪𝘯.
🙋🏻𝗚𝗲𝘁 𝗮 𝗳𝗹𝗮𝘁 ₹𝟱𝟬𝟬 𝗱𝗶𝘀𝗰𝗼𝘂𝗻𝘁 𝗼𝗻 𝗳𝘂𝗹𝗹 𝗽𝗮𝘆𝗺𝗲𝗻𝘁 𝗮𝘁 𝘁𝗵𝗲 𝘁𝗶𝗺𝗲 𝗼𝗳 𝗯𝗼𝗼𝗸𝗶𝗻𝗴!
✅𝗢𝗳𝗳𝗲𝗿 𝗩𝗮𝗹𝗶𝗱 𝘁𝗶𝗹𝗹 - 𝟭𝟰𝘁𝗵 𝗠𝗮𝗿𝗰𝗵
T&C Applied.
#gomusicaltoursandtravel #GOMUSICALTOURSANDTRAVELS #touragency #sikkim #kolkata #Khardah #Birbhum #purulia #Bardhaman #Burdwan #Siliguri #Jalpaiguri #Coochbehar #Alipurduar #Bankura #travelpost #travelagency #silkroute #Uttarpara #Serampore #WestBengal #Murshidabad #Behala #northkolkata #southkolkata
Advertisement
Event Venue & Nearby Stays
Silk Route, Sikkim, Kolkata, India