Shimla Manali Trip With Vromonkari

Thu, 16 Feb, 2023 at 07:00 am to Mon, 20 Feb, 2023 at 07:00 pm

Rothang pass snowboarding.in | Tema

Vromonkari - \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u0995\u09be\u09b0\u09c0
Publisher/HostVromonkari - ভ্রমণকারী
Shimla Manali Trip With Vromonkari
Advertisement
"আগে বিস্তারিত পরে ইভেন্ট খরচ দেখুন"

দয়া করে প্রথমেই ইভেন্ট খরচ দেখে মন্তব্য করবেন নাহ, একি স্পটে বিভিন্ন ধরনের সেবার কারনে খরচের পরিমান কম-বেশি হয়।

(যাদের ছুটির সমস্যা নেই তারা আমাদের এই আয়োজনের সাথে ২-৩ দিন সময় বাড়িয়ে দিল্লি, তাজমহল, আজমির শরীফ ঘুরে আসতে পারেন এবং এর যাবতীয় প্লান আমরা করে দেবো)

_________ #শিমলা_মানালী_ভ্রমণকারী

আমাদের এই আয়োজন সম্পূর্ণ রিলাক্স ভ্রমণ হবে, যাতে করে সকলে পরিবার পরিজন, বন্ধু, বাচ্চা ও বয়স্ক থেকে শুরু করে সকলে যেতে পারেন। আমাদের এই আয়োজনটি চন্ডিগড় থেকে চন্ডিগড়, তবে ঢাকা থেকে চন্ডিগড় যাওয়া আসা পর্যন্ত আমরা সর্বচ্চো সহোযোগিতা করবো। ঢাকা থেকে চন্ডিগড় যাওয়া আসায় কয়েকটা পরিবহন ব্যাবহার করা যায়, যে যেভাবে যেতে চাইবেন আমরা ব্যাবস্থা করে দেবো যেমনঃ
? ঢাকা-কলকাতা-চন্ডিগড় (বাস+ট্রেন+বিমান)
✈️ ঢাকা-দিল্লি-চন্ডিগড় (বিমান+ট্রেন)
যে যেভাবে যেতে চান আমরা ব্যাবস্থা করে দেবো।

? ভারতের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজ পত্রঃ
?️ পাসপোর্ট (মেয়াদ মিনিমাম ৬-১০ মাসের মেয়াদ থাকতে হবে)
?️ ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি)
?️ ব্যাংক স্টেটমেন্ট/ডলার এন্ড্রোসমেন্ট (একাউন্টে সর্বনিম্ন ২০,০০০ টাকা থাকতে হবে/ ১৫০-২০০ ডলার এন্ড্রোসমেন্ট করতে হবে)
?️ চাকুরীজিবী দের ক্ষেত্রে NOC, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, গৃহিণী হলে স্বামীর কাগজপত্রের কপি, স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড, সরকারি কর্মকর্তা হলে GO থাকতে হবে।
?️ জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের কপি।
?️ দুই কপি (২"/২") সাদা ব্যাকগ্রাউন্ডের রঙ্গিন ছবি।
?️ পুরাতন পাসপোর্ট থাকলে অবশ্যই সাথে জমা দিতে হবে।
?️ অনলাইনে ভিসার আবেদন ফর্ম।
নিচের বিস্তারিত পড়ে দ্রুত আপনার আসন কনফার্ম করুন এবং আপনাদের পরিচিত দের ও জানাতে পারেন।
(ভিসা সংক্রান্ত ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন)
? যাত্রা শুরুঃ ২০-১২-২০২২ইং দুপুর ১ টায়।
? যাত্রা শেষঃ ২৫-১২-২০২২ইং দুপুর ১ টায়।
আপনি আমাদের কার্যক্রম সম্পর্কে জানতে আমাদের গ্রুপ এবং পেইজ ভিজিট করে দেখতে পারেন, নিম্নে গ্রুপ এবং পেইজ এর লিংক দেয়া হলো।
?‍?‍?‍? গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/vromonkaribangladesh/?ref=share
?‍?‍?‍? পেইজ লিংকঃ
https://www.facebook.com/vromonkaribangladesh/
================================
#ভ্রমন বিবরনীঃ ?⛽??????⏰
================================
∆ প্রথম দিনঃ
এয়ারপোর্ট/রেল স্টেশন থেকে সকলকে রিসিভ করে আমাদের রিজার্ভ পরিবহনে শিমলার উদ্দেশ্যে যাত্রা করবো এবং রাতে শিমলা থাকবো।
(সকালের খাবারঃ ✖️)
(দুপুরের খাবারঃ ✖️)
(রাতের খাবারঃ ✔️)

∆ দ্বিতীয় দিনঃ
সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আমরা কুফরির উদ্দেশ্যে যাত্রা করবো এবং কুফরির বিভিন্ন স্পট ঘুরে শিমলায় রাত্রিযাপন করবো।
(সকালের খাবারঃ ✔️)
(দুপুরের খাবারঃ ✖️)
(রাতের খাবারঃ ✔️)

∆ তৃতীয় দিনঃ
ভোরে উঠে নাস্তা করে আমরা হোটেল চেক-আউট করে মানালির উদ্দেশ্যে যাত্রা করবো ও এই যাত্রাটা সবাই বেশ এনজয় করবো এবং মানালীতে রাত্রিযাপন করবো।
(সকালের খাবারঃ ✔️)
(দুপুরের খাবারঃ ✖️)
(রাতের খাবারঃ ✔️)

∆ চতুর্থ দিনঃ
এই দিন নাস্তা করে আমরা মানালীর লোকাল সাইটসিন করবো এবং বিকালটা শপিং করে কাটাবো।
(সকালের খাবারঃ ✔️)
(দুপুরের খাবারঃ ✖️)
(রাতের খাবারঃ ✔️)

∆ পঞ্চম দিনঃ
ভোরে উঠে নাস্তা করে অটোল টানেল এবং রোথাংপাস ঘুরে মানালি রাত্রিযাপন করবো এবং এই স্পট দুইটা আমাদের এই ভ্রমণের মূল আকর্ষন।
(সকালের খাবারঃ ✔️)
(দুপুরের খাবারঃ ✖️)
(রাতের খাবারঃ ✔️)

∆ শেষ দিনঃ
ভোরে উঠে নাস্তা করে আমরা চন্ডিগড়ের উদ্দেশ্যে যাত্রা করবো এবং চন্ডিগড় এয়ারপোর্ট/রেল স্টেশনে সকলকে পৌছে দেবো।
(সকালের খাবারঃ ✔️)
(দুপুরের খাবারঃ ✖️)
(রাতের খাবারঃ ✔️)

==================
#আসন সংখ্যাঃ ১২ জন
==================
=============
ভ্রমণে যা দেখবোঃ
=============
? অটোল টানেল
? রোথাং পাস
? কুফরি
? শিমলা
? মানালী
? চন্ডিগড়
? মানু মন্দির
? হাদিম্বা মন্দির
(আরো বেশ কিছু স্পট কভার করার চেষ্টা থাকবে যা সারপ্রাইজ হিসাবে থাকলো)
===========
#ইভেন্ট খরচঃ
===========
? জনপ্রতিঃ ১৬,০০০ রুপি।
(চন্ডিগড় থেকে চন্ডিগড়)

=================
#বুকিং নিয়ম ও উপায়ঃ
=================
আগামী ১৪ই নভেম্বরের মধ্যে সর্বনিম্ন ৫,০০০ রুপি (অফেরতযোগ্য) জমা দিয়ে বুকিং কনফার্ম করতে হবে এবং বাকি ১১,০০০ চন্ডিগড় পৌছেঁ পরিশোধ করলেই হবে।

বুকিংয়ের টাকা আমাদের অফিসে এসে অথবা পারসোলান বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংকে জমা দিতে পারেন।
(বিকাশ/নগদ/রকেটে দিলে খরচ দিতে হবে)

⭕ বিকাশঃ 01732078830
⭕ রকেটঃ 01821265265-6
⭕ নগদঃ 01732078830
⭕ ব্যাংকঃ
একাউন্ট নামঃ Sabbiur Rahaman Khan
একাউন্ট নাম্বারঃ 1043201000006659
ব্যাংক নামঃ UCBL
ব্যাংকের ব্রাঞ্চঃ Tejgaoun Link Road
যেকোনো মাধ্যমে টাকা পাঠানোর সাথে সাথে আমাদের নির্ধারিত ফোন নং অথবা হোস্টের ফেইসবুক মেসেজে অথবা আমাদের পেইজে মেসেজ করতে হবে অথবা ইভেন্টে পোস্ট দিয়ে জানাতে হবে।
==========================
#ইভেন্ট খরচে যেসব সার্ভিস পাবেনঃ
==========================
✅ তিন তারকা মানের হোটেলে ৫ রাত থাকার খরচ।
✅ সকাল এবং রাতের খাবার।
✅ চণ্ডিগড় থেকে চন্ডিগড় সকল যাতায়ত।
✅ সকল স্পটে যাওয়ার জন্য রিজার্ভ ট্রান্সপোর্ট।
✅ অটোল টানেল এবং রোথাংপাস যাওয়ার খরচ।
✅ গাইড খরচ।
=============================
#ইভেন্ট খরচে যেসব সার্ভিস পাবেন নাহঃ
=============================
❌ ঢাকা থেকে চন্ডিগড় যাওয়া আসার খরচ। (তবে আপনি বললে আমরা ব্যাবস্থা করে দেবো)
❌ দুপুরের খাবার খরচ।
❌ হোটেল বিরতির নাস্তা।
❌ ভিসার খরচ।
❌ রাইডের খরচ।
❌ সকল স্পটের এন্ট্রি টিকিট।
❌ রুম হিটার/লন্ড্রি খরচ।
❌ মিনারেল ওয়াটার।
❌ করোনা টেস্ট (যদি করতে হয়)।
❌ ট্রাভেল ট্যাক্স/স্পিড মানি।

================
⛔ কি কি নিতে হবেঃ
================
পাসপোর্ট
করোনার ভ্যাকসিন সার্টিফিকেট
কর্মক্ষেত্রের সনদ (NOC)
প্রয়োজনীয় ঔষধ
পাওয়ার ব্যাংক
সান স্কিন ক্রিম
==================
#সতর্কতা ও নিয়মাবলীঃ
==================
? বিভিন্ন বয়স, জাতি, ধর্ম-বর্ন, পেশা ও লিঙ্গের সদস্যবৃন্দ আমাদের সাথে ভ্রমনে যায়, একটি গ্রুপ ইভেন্টে এটাই স্বাভাবিক। এমতাবস্থায় ভ্রমণকালীন সময় সকলে শালীন আচরন বজায় রাখবেন এটাই আমাদের আশা, এমন কোনো কাজ আমরা করবো নাহ যাতে করে অন্য কেউ কোনো প্রকারে অপমানিত এবং লজ্জিত হয়, এমনকি সবাই একটা পারিবারিক বন্ধনে থেকে সুন্দর একটি ভ্রমন শেষ করে আসবো এটাই আমাদের কাম্য, আশাকরি আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে নিজের সম্মান বাজায় রাখবো।
? বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ (যেমনঃ বন্য, ঝড়), রাজনৈতিক অস্থিরতা, হরতাল, অবরোধ, মহামারী, এক্সিডেন্ট ইত্যাদি সমস্যার জন্য যদি ভ্রমন বাতিল অথবা প্লান পরিবর্তন করতে হয় তবে সকলকে তা মেনে নিতে হবে কেননা এসবের জন্য আমরা অথবা আমাদের প্রতিষ্ঠান দায়ী নাহ, অবশ্যই এই সকল সিদ্ধান্ত আমরা সকল সদস্যদের সাথে মত বিনিময় করেই করবো।
? ভ্রমণ কালীন সময় কোনো প্রকার মাদক দ্রব্য বহন এবং সেবন থেকে বিরত থাকতে হবে, কারো এমন আচরন যদি আমাদের সামনে প্রমানিত হয় তাৎক্ষনিক আমাদের এডমিন এবং হোস্ট যে সিদ্ধান্ত নিবে তাই তাকে মেনে নিতে হবে।
? আমরা বিভিন্ন ধরনের ভ্রমনের আয়োজন করে থাকি, এবং প্রতি ট্যুরের ব্যাপারেই ভিন্ন ভিন্ন বয়ান দিয়ে থাকি যা ভ্রমন শুরু ২-১ দিন আগে গ্রুপে দেয়া হয় তাই সকলকে বয়ান পড়ে বয়ান অনুযায়ী পরবর্তী কার্যকর্মে অংশ গ্রহন করতে হবে।
? অনুগ্রহ পূর্বক জানাচ্ছি যে বুকিং করার পর দয়া করে কেউ যদি ট্যুরে যেতে না পারেন তবে বুকিং মানি ফেরত চাইবেন নাহ, আমরা হয়তো আপনাদের মুখের উপর দেবো নাহ বলতে পারি নাহ তবে এই জন্য আমাদের অনেক ক্ষতি সাধন হয়, আপনি হয়তো ভাবছেন বাসের টিকিট আর হোটেল রুম তো ছেড়ে দেওয়া যা তাহলে কেনো বুকিং মানি ফেরত হবে নাহ, কারনটা হলো আমাদের রুম কিন্তু শেয়ার বেসিস থাকে, বাসে কিন্তু একটা মিনিমাম সিট বুকিং রাখতে হয় ভালে সিটের জন্য, রিজার্ভ জীপ/বোট থাকে যেখানে আপনার একটা ভাগ থাকে সর্বপরি হোস্টের যে খরচ সেখানে ও কিন্তু আপনার একটা অংশ থাকে আপনি না যেতে পারলে আপনার টাকাটা গ্রুপ মেরে দিলো এমন কিন্তু কোনে অপশন নাই, আশাকরি বুঝতে পেরেছেন।
? আমরা বরাবরই চেষ্টা করি একটি সুন্দর পরিমার্জিত ভ্রমণ উপহার দেয়ার জন্য এবং চেষ্টা থাকে সকলকে নিরাপদে ভ্রমন শেষে নিজ গন্তব্যে পৌছে দেয়ার সেই সুবাদে আমরা বরাবর-ই প্রয়োজনের তুলুনায় কখনো অধিক মজা করি নাহ আর করতে চাই ও নাহ আর আশাকরি আপনারা ও চাইবেন নাহ। ইকটু কম আনন্দে একটা নিরাপদ ভ্রমন শেষ করা কি উত্তম নাহ? সেই জন্য কোনো অবস্থাতে ভ্রমন চলাকালীন সময় হোস্ট/এডমিন এর অনুমতি ছাড়া গ্রুপ ত্যাগ করা যাবে নাহ, এবং যেতে হলে নিজের রিস্ক নিজে নিয়ে যাবেন যাতে করে কোনো প্রকার সমস্যা হলে আমাদের ভ্রমণকারী কৃর্তপক্ষ দায়ী থাকবে নাহ।
===========
#যোগাযোগঃ
==========
সাব্বিরঃ ০১৮২১২৬৫২৬৫/০১৭৩২০৭৮৮৩০
নাবিলাঃ ০১৬৩১৭৩৮৮১৩
সোহানঃ ০১৩০৩১২৮৬২৪
বিনুঃ ০১৮৪০৯৯৬৮৫৬
ইমনঃ ০১৯৫৪০০০৫৮৬
==============
অফিসের ঠিকানাঃ
==============
ভ্রমণকারী
বাসাঃ ১০১
ওয়াসা রোড
পশ্চিম শেওড়াপাড়া
মিরপুর
ঢাকা।
? হোস্ট লিংকঃ
https://www.facebook.com/Sabbir-The-Tour-Guide-110562320382456
Advertisement

Event Venue & Nearby Stays

Rothang pass snowboarding.in, ,Manali, India, Tema, Ghana

Sharing is Caring: