Advertisement
বিজয় দিবস সামনে রেখে শহীদ প্রকৌশলী, বুয়েটের গর্ব, প্রতিভাবান দাবাড়ু মুফতি মোহাম্মদ কাসেদ এর স্মরণে বুয়েট চেস ক্লাব আগামী ১৬ ডিসেম্বর একটি ফিদে র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে।আমাদের অনেক অনেক শ্রদ্ধা এই বীর শহীদদের প্রতি; যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি।
এই টুর্নামেন্ট - এ আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত এবং রেটিংবিহীন খেলোয়াড় রা অংশগ্রহণ করতে পারবেন । আসন সংখ্যা সীমিত, তাই দ্রুত রেজিস্ট্রেশন নিশ্চিত করুন।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া :
১. QR Code টি স্ক্যান করুন অথবা নিম্নোক্ত লিংক- ক্লিক এ করুন।
https://forms.gle/NgxeQw1xvTGx3BPP6
২. স্ক্যান করার পর লিংকের ফর্ম
ভালোভাবে পরুন এবং রেজিস্ট্রেশন
ফি জমা দিয়ে ফর্ম পূরণ করুন ।
৩. ফর্ম পূরণ করা বাধ্যতামূলক এবং টুর্নামেন্ট এর
দিন কোনো রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না ।
Starting Time: 9 AM
Format: Round 7, with a time control of 10 minutes with 5 seconds increment from move one
Advertisement
Event Venue & Nearby Stays
BUET, Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











