Advertisement
আসসালামু আলাইকুম ইইই ইয়ান বাসি।আশাকরি সবাই অনেক ভালো আছেন। আপনাদের আরো বেশি ভালো রাখার জন্য ইইই ক্লাব অতি দ্রুত একটি ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করতে যাচ্ছে। যেখানে অংশগ্রহণ করতে পারবে সাবেক শিক্ষার্থী থেকে বর্তমানে অধ্যয়নরত সকল শিক্ষার্থী এবং সকল শিক্ষকেরা। এর জন্য দরকার আপনাদের সকলের পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে অগাধ সহযোগিতার। আমরা যতো বেশি টিম তৈরি করতে পারবো ততো বেশি প্রতিযোগিতা পূর্ন টুর্নামেন্ট হবে। তাই আমরা সবাই চেষ্টা করবো নিজের ব্যাচ অথবা অন্যান্য ব্যাচ এর সাথে মিলে দ্রুত টিম তৈরি করে নিম্নোক্ত #গুগল_ফর্ম পূরণ করতে।
টুর্নামেন্ট এ অংশগ্রহন করতে যা যা প্রয়োজন:
১. অবশ্যই প্রত্যেক দলে অন্ততপক্ষে ৮ জন খেলোয়াড় থাকতে হবে। এবং সর্বোচ্চ ১০ জন থাকতে পারবে।
২. এন্ট্রি ফি বাবদ ১৫০০/= জমা দিতে হবে।
৩. প্রত্যেক দলের আলাদাভাবে একটি সুন্দর নাম থাকতে হবে।
৪. প্রত্যেক দলের আলাদাভাবে সুন্দর ডিজাইন সমৃদ্ধ জার্সি থাকতে হবে।
৫. ক্লাব থেকে একটি টিম কে ফেরত সাপেক্ষ সর্বোচ্চ ২ টি ব্যাট দেওয়া হবে। অতিরিক্ত ব্যাট এর প্রয়োজন হলে যার যার দলের আলাদাভাবে ম্যানেজ করতে হবে।
বাদ বাকি সকল উপকরণ ক্লাব থেকে প্রদান করা হবে ইনশাআল্লাহ।
তবে কেউ চাইলে তার ব্যাক্তি গত খেলার উপকরণ ব্যাবহার করতে পারবে।
পুরস্কার হিসেবে যা যা থাকবে:
১. চ্যাম্পিয়ন ট্রফি।
২. রানারআপ ট্রফি।
৩. সেরা খেলোয়াড় ক্রেস্ট।
আরো কিছু বিষয় যোগ করার বিষয়ে আলোচনা চলছে।
#গুগল_ফর্ম_লিঙ্ক:
https://forms.gle/9mvDq6KNre4CFAHZ6
যে কোন ইনফরমেশন এর জন্য আমাদের কে ইমেইল অথবা মেসেঞ্জারে সরাসরি যোগাযোগ করুন, ধন্যবাদ।
Md. Hasibul Hasan, Zishan Bhuiyan, Ashikur Rahman
Advertisement
Event Venue & Nearby Stays
Department of EEE, Southeast University, 251/A & 252, Tejgaon I/A,Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.