
আগামী ২৫শে এপ্রিল ২০২৫ শুক্রবার প্রবীণ-প্রবীণাদের ছবি-হস্তশিল্প-আলোকচিত্রের একটি প্রদর্শনী হতে চলেছে। কলকাতা এক্সাইড মোড়ের কাছে নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের অডিটোরিয়ামে। সময় দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। এই দিন কিছু প্রবীন প্রবীণা নাচ-গান-আবৃত্তি মঞ্চে উপস্থাপনা করবেন। প্রবীণ প্রবীণাদের লেখা নিয়ে একটি পুস্তিকাও বেরোবে। স্বর্গত শ্রী চণ্ডী লাহিড়ীর সুযোগ্য ভ্রাতা অশীতিপর বৃদ্ধ কিন্তু এখনও কর্মে লিপ্ত অনেক গুণের অধিকারী শ্রী তুলসী লাহিড়ী মহাশয়কে আমরা সম্বর্ধনা দেব।
বেশ কয়েকমাস আগে আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। তার থেকেই নির্বাচিত হয়েছেন এই শিল্পী/ লেখকরা। শুধুমাত্র তাঁরাই অংশগ্রহণ করবেন। নতুন করে কোন আবেদন গ্রাহ্য হবে না।
যে কোন বয়সের মানুষ দর্শক হিসাবে অংশগ্রহণ করতে পারেন। এই অনুষ্ঠানে কোন অংশগ্রহণ মূল্য রাখি নি। তবে কিছু টিকিট রেখেছি যার বিনিময়মূল্য ৫০ টাকা। অনুষ্ঠান শেষে এই টাকা ফেরত দেওয়া হবে। এঁদের জন্য জলখাবারের আয়োজন থাকবে এবং বসার জন্য সিট নির্দিষ্ট থাকবে। খাবার পার্সেলের কোন ব্যবস্থা থাকবে না। টিকিট বিক্রির শেষ তারিখ ২০শে এপ্রিল অথবা টিকিট শেষ হয়ে যাওয়া পর্যন্ত – যেটি আগে হবে।
টিকিট কাটার জন্য এই লিঙ্ক ব্যবহার করুনঃ
সরাসরি আমাদের ব্যঙ্কে টাকা পাঠিয়ে যাঁরা টিকিট কাটতে চান তাঁদের জন্য টিকিটের মুল্য ১০০ টাকা। এটি সম্পূর্ন ভাবে অফেরতযোগ্য ও অহস্তান্তরযোগ্য। 9330843394 নম্বরে হোয়াটস্যাপ মেসেজ করলে আমরা আমাদের ব্যাঙ্ক ডিটেইলস পাঠিয়ে দেব।
যে কেউ টিকিট না কেটেও আসতে পারেন। সেক্ষেত্রে খাবার-পানীয়ের ব্যবস্থা থাকবে না।
অনুষ্ঠান স্থলে টিকিট বিক্রির কোন ব্যবস্থা থাকবে না।
উক্ত দিন রেজিস্ট্রেশন খোলা থাকবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৪ টা পর্যন্ত।
Program presented by:
THIKANA SHIMLA SENIOR CITIZEN HOUSING
Senior Citizens Own Home Built by Them
At the bank of River Ganges
Vil& PO: Charsarati Dist: Nadia -741251
Near Kalyani
www.tshe.in
9.3.2025
Event Venue
Nehru Children's Museum, Nehru children's museum, 94/1, Jawaharlal Nehru Rd, Maidan, Kolkata, West Bengal 700020, India
INR 50.00