Advertisement
ফান্ড বা স্কলারশিপ নিয়ে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় ভালো জিআরই স্কোরের বিকল্প নেই। অ্যাপ্লিকেশনের প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে রাখতে চাই ভালো একটি জিআরই স্কোর। সেই সাথে প্রোফাইলটাও গোছাতে হয় মনোযোগের সাথে।তাই কিভাবে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকা যায় এই বিষয়ে সঠিক গাইড-লাইন জানাতে গ্রেক আয়োজন করেছে হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টদের জন্য উচ্চশিক্ষা অর্জনের দিক নির্দেশনা নিয়ে সেমিনার।
.
===সেমিনার স্থান===
সময়: বিকেল ৩টা, ৩১ জানুয়ারি (শুক্রবার)
স্থান: গ্রেক বনানী হ্যামলেট টাওয়ার,
১৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা।
.
==== ওয়ার্কশপে অংশ নেবেন যেভাবে ====
গ্রেকের আয়োজিত এই ফ্রি সেমিনার সবার জন্য উন্মুক্ত। অংশ নিতে হলে আপনাকে শুধুমাত্র গুগল ফর্মে নাম, ইমেইল আইডি এ জাতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
.
বিনামূল্যে রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/L8YeqDxdoUkaXsPY6
.
===বক্তা হিসেবে থাকছেন===
* দিব্য জয় (জিআরই স্কোরঃ ৩২৭)
.
===সেমিনারে যা যা থাকছে===
* জিআরই পরীক্ষার প্রস্তুতি
* হায়ারস্টাডি সম্পর্কে স্পষ্ট ধারনা প্রদান
* হায়ারস্টাডি এবং জিআরই প্রস্তুতির গাইড-লাইন এবং আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনে সম্ভাবনা
* ফান্ডিং নিয়ে আমেরিকান ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার পূর্ণাঙ্গ তথ্য
* এছাড়াও থাকছে জিআরই কোর্সে ৫০% ছাড়ে ভর্তির সুযোগ।
Advertisement
Event Venue & Nearby Stays
Tower Hamlet, Banani, Dhaka, Bangladesh