একটি ২০০ কিলোমিটারের রাইড। শহরের অলিগলি রাইড ল্যাটানো রাইড অথবা চিল রাইড ভেবে কেউ আসবেন না। গতিতে লাইন থেকে পিছিয়ে পড়লে কারো জন্য দাড়ানো হবেনা। খুব ইমার্জেন্সি এবং সাইকেলের সমস্যা হলে গ্রুপ শুধুমাত্র ভলেন্টিয়ার'স কলে দাঁড়ানো হবে। তাই রাইডে আসার জন্য শক্তপোক্ত মনোবল সহ সাইকেল নিয়ে আসার জন্য অনুরোধ রইলো।
♦♦Speed Limit- 25km♦♦
📝শুক্রবার ৩১শে অক্টোবর, ২০২৫ইং
📢🇧🇩মিটিং পয়েন্ট :- যাত্রাবাড়ী আইডিয়াল কলেজ, যাত্রাবাড়ী।
🕕মিটিং টাইম : সকাল ৬.২০ মিনিট
🕕রাইড শুরু : সকাল ৬:৩০ মিনিট
🚧রাইড এর পরিসীমা : ২০০ কিমি
🚏গন্তব্যঃ কুমিল্লা- পদুয়ার বাজার।
🛣️রুটঃ যাত্রাবাড়ী - সাইনবোর্ড - মেঘনা ব্রিজ- দাউদকান্দি - চান্দিনা- কুমিল্লা, পদুয়ার বাজার - সেম রুটে ব্যাক।
🕙রাইড শেষঃ রাত ৮:০০ মিনিট (আনুমানিক)
🚧রাইড শেষ: শনির আখড়া/যাত্রাবাড়ী।
----------------------------------------
Date: 31st October, Friday 2025
Meeting time: 6:20 AM
Ride Start Time: 6:30 AM
Meeting Place: Jatrabari Ideal College, Jatrabari.
Destination: Comilla, Paduar Bazar
Estimated: 200 KM
Ride End: 8:00 PM
⛔হেলমেট ছাড়া রাইডে আসলে সস্মমানে বাড়ি পাঠিয়ে দেয়া হবে। অংশগ্রহণ করতে দেওয়া হবেনা।
⚠️ মিটিং পয়েন্ট থেকে রাইড শুরু হওয়ার পর ২৫ কিলো পর পর ব্রেক দেয়া হবে, আর বাকি ব্রেক এর বিষয় রাইডে আপদকালীন পরিস্থিতির উপর।
⚠️ আপনি যদি স্পিডে সাইকেল চালাতে পারেন এবং আমাদের স্পিডের সাথে থাকতে পারেন তাহলে আপনি স্বাগত রাইডে।
⚠️ সাইকেলের যেকোন টেকনিক্যাল প্রবলেম হলে দাড়ানো হবে, তবে বাইক ১০০% চেক করিয়ে রাইড দেয়া উত্তম।
⚠️ ফিরতে ফিরতে রাত হবে, তাই হেড লাইট এবং টেল লাইট বাধ্যতামূলক।
📍 পথিমধ্যে নামাজের জন্য বিরতি দেওয়া হবে। সবাইকে নামাজের প্রস্তুতি নিয়ে আসার অনুরোধ রইলো।
🦸🏻♂ রাইড পরিচালনায় থাকবেন:
📲Dipta Chakraborty- 01685880542
📲Mahid Ahmed Tonmoy - 01745288881
📲 Tanha Akter
📲 Athai Rahman- 01760-017082
📲 Md. Ismail- 01829-096901
📲 Ohahid Ahmed Shihab - 01913257988
📲 Sk. Asraful Islam - 01995169284
বিঃ দ্রঃ
👩🏻🏫 অসুস্থ অবস্থায় (জ্বর জ্বর ভাব + ঠান্ডা সর্দি -কাশী) থাকলে রাইডে আসবেন না।
⛔⛔ হেলমেট বাধ্যতামূলক, হেলমেট ছাড়া রাইডে অংশগ্রহন করতে দেয়া যাবে না।
⛔ ১৮ বছরের কম বয়সী এবং এসএসসি পরীক্ষার্থী দের অভিভাবকদের অনুমতি নিয়ে আসার অনুরোধ রইলো।
⚠️⚠️ সাইকেলের চেইন লুব করে রাখবেন এবং রাইডের আগে প্রয়োজনীয় সার্ভিসিং করে রাখবেন।
💥সতর্কবাণী:
আমি এই ইভেন্টের ধরণ বুঝেছি এবং নিয়মাবলী পড়েছি। আমি একমত যে, আমি নিজদায়িত্বে ইভেন্টে অংশগ্রহণ করছি এবং নিজের নিরাপত্তা ও কার্যকর্মের সব দায় দায়িত্ব আমি নিজে নিচ্ছি। যে কোন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার জন্য South Dhaka Cyclists -এর এডমিন, মডারেটর বা সদস্যদের দায়ী করবোনা বা তারা দায়ী নন।
Event Venue & Nearby Stays
Jatrabari Ideal High School/যাত্রাবাড়ী আইডিয়াল হাই স্কুল, Jatrabari Ideal High School & College,Dhaka, Bangladesh











