Advertisement
*তর্কের তরঙ্গে উঠুক নতুন আশার শিখা,যুক্তির তাপে ভাঙুক শাসনের শৃঙ্খলিকা।*
বির্তক কেবল তর্কের জন্য নয়, বরং একে অপরকে বুঝতে ও চিন্তা-চেতনাকে সমৃদ্ধ করার একটি মাধ্যম।বিতর্ক আমাদের ন্যায্যতা আদায় করতে শিখায়
এই মূলমন্ত্র কেই সামনে রেখে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ডিবেটিং অর্গানাইজেশন আয়োজন করতে যাচ্ছে *"এসসিপিএসসিডিও অন্তঃবিতর্ক উৎসব-২০২৫"*
অন্তঃ বিতর্ক উৎসবে যা থাকছে :
▪️৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
▪️৭ দিনের বিশেষ কর্মশালা
▪️এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা
▪️অনুষ্ঠানের দিন এক অসাধারণ আনন্দময় পরিবেশের জন্য থাকছে মনোমঞ্চকর সাংস্কৃতিক অনুষ্ঠান
▪️অংশগ্রহণকৃত সকল বির্তারকিকদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট
♻️ প্রতিযোগিতার নিয়মাবলি :
▪️বিতর্কের ধরন - এশিয়ান পার্লামেন্টারি।
▪️বিতর্ক হবে- অফলাইন প্ল্যাটফর্ম (স্কুল ক্যাম্পাস)
▪️প্রতিযোগিতার তারিখ :২২ ফেব্রুয়ারি, ২০২৪।
▪️দল নির্বাচন- অনুষ্ঠানে অংশগ্রহণকৃত সকল বির্তারকিকদের নিয়ে বির্তকের দল নির্বাচন করা হবে এক অভিনব উপায়ে, যা হয়তো এবারই প্রথম।
▪️প্রাক-নিবন্ধনকারী দলসমূহের মধ্য থেকে ২৪টি দলকে সুযোগ প্রদান করা হবে। (বাংলা বির্তক)
▪️প্রাক-নিবন্ধনকারী দলসমূহের মধ্য থেকে ৮টি দলকে সুযোগ প্রদান করা হবে। ( ইংরেজি বির্তক )
▪️প্রতিযোগিতাটি হবে- ট্যাব পদ্ধতিতে (ট্যাব পর্বে ৪ রাউন্ড বিতর্কের পরে ৮ টি দলকে কোয়ার্টার ফাইনালের জন্য নির্বাচিত করা হবে)।
▪️অংশগ্রহণের যোগ্যতা- শুধুমাত্র স্কুল- কলেজের বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
▪️নিবন্ধন মাশুল জন প্রতি- ৬৫০৳ (মাত্র)।
▪️নিবন্ধনের সময় :১০-১৩ ফেব্রুয়ারি ২০২৫
▪️নিবন্ধনের নিয়মাবলি- প্রাক নিবন্ধনের সময় অবশ্যই স্কুলের গেটের সামনে বসা রেজিস্ট্রেশন বুথ থেকে বিতর্ক দলের ৩ জন সদস্যেরই নামসহ প্রাক নিবন্ধন ফরমে জিজ্ঞাসিত সকল তথ্য প্রদান করতে হবে এবং প্রাথমিকভাবে সুযোগ প্রাপ্তির পরে আয়োজক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দলের কোন সদস্য পরিবর্তন করা যাবে না। দলের কোন সদস্য পরিবর্তন করা হলে উক্ত দলের প্রাথমিক সুযোগ বাতিল করা হতে পারে।
▪️প্রাক-নিবন্ধন ফর্ম (অফলাইনে সংগ্ৰহ করতে হবে )
☢️ টুর্নামেন্ট সংক্রান্ত যেকোন নিয়মাবলি, সময় বা সিদ্ধান্ত পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন বা বিয়োজনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
প্রয়োজনে ,
আহ্বায়ক
আলিফ আল আরাফাত নিহাদ
সহ-প্রকাশনা সম্পাদক
ফোন নম্বর:০১৫৭৫৬৭১৩০৪
যুগ্ম আহ্বায়ক
তাসিনা আজাদ আরিবা
কার্যনির্বাহী সদস্য
যুগ্ম আহ্বায়ক
আতাহার ইশতিয়াক হাসান
সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ডিবেটিং অর্গানাইজেশন (এসসিপিএসডিও)
Let's make history
Advertisement
Event Venue & Nearby Stays
Savar Cantonment Public School and College, Savar Cantonment Public College, Dhaka Aricha Road, সাভার, বাংলাদেশ,Dhamrai, Dhaka, Bangladesh