Advertisement
সাঁওতাল সমাজবাসী এবং আদিবাসী সমাজবাসীদের জন্য একটি বিশেষ বার্তা —আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সম্পর্কে।
বর্তমানে পশ্চিমবঙ্গে আদিবাসী (ST) সংরক্ষণের অধীনে ১৮টি বিধানসভা কেন্দ্র আছে।
১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ ২০২৫–২৬ সাল পর্যন্ত
মাত্র এই ১৮টি আদিবাসী সংরক্ষিত আসনই টিকে রয়েছে।
আগামী দিনে হয়তো এগুলোও শেষ হয়ে যেতে পারে।
তাহলে আদিবাসীরাও ধীরে ধীরে শেষ হয়ে যাবে,
আদিবাসী সমাজবাসীরা পৃথিবী থেকেই হারিয়ে যাবে,
কারণ আদিবাসী সমাজের উন্নয়নের জন্য যে সমাজনীতি, সমাজতন্ত্র আর জাতীয় গণতন্ত্রে
যোগ দেওয়ার যে মূল যোগসূত্র —
এই আদিবাসী ST সংরক্ষণই তার প্রধান ভিত্তি।
পশ্চিমবঙ্গে এই আদিবাসী সংরক্ষিত আসনগুলোতে ভবিষ্যতে নির্বাচন নাও হতে পারে,
কারণ সমস্ত আদিবাসী সমাজবাসী এক মঞ্চের মাধ্যমে
একজনই সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়ে MLA হবেন।
তিনি একমাত্র মনোনয়ন জমা দিতে পারবেন।
আদিবাসী সমাজের কোনো সামাজিক সংগঠন বা আদিবাসী রাজনৈতিক দলের কাছে
তারা কেউই ST সংরক্ষিত বিধানসভা কেন্দ্রে রাজনীতি করতে পারবেন না।
সংরক্ষিত আসনে রাজনীতি হবে না।
সংরক্ষিত আসনের সংরক্ষিত মুখ্যমন্ত্রী হবেন,
আর সাধারণ বিধানসভা কেন্দ্র থেকে সাধারণ প্রক্রিয়ায় নির্বাচন হয়ে
সাধারণ মুখ্যমন্ত্রী হবেন।
রিজার্ভ আসন — রিজার্ভ মুখ্যমন্ত্রী
জেনারেল আসন — জেনারেল মুখ্যমন্ত্রী
আদিবাসী একতা মঞ্চ।
Advertisement
Event Venue & Nearby Stays
India & all over world, Jamshedpur, India
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

