Run for Dhaka

Fri, 13 Jun, 2025 at 06:30 pm

Hatirjheel - হাতিরঝিল | Dhaka

Run for Dhaka
Publisher/HostRun for Dhaka
Run for Dhaka
Advertisement
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য "Run for Dhaka" ইভেন্ট বাতিল করা হয়েছে।
❗আমাদের ব্যর্থতা আমরা নিজেই স্বীকার করছি।
এই আয়োজনে আমরা সফল হতে পারিনি, এটা নিঃসন্দেহে আমাদেরই ব্যর্থতা। আয়োজনের আগের দিন এমন ঘোষণা দেয়া একদিকে যেমন অংশগ্রহণকারীদের হতাশ করেছে, অন্যদিকে আমাদের প্রস্তুতির ঘাটতিও স্পষ্ট করে দিয়েছে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ও দায় স্বীকার করছি।
⚠️ আমাদের ব্যর্থতার পেছনে কিছু বাস্তব কারণ ছিল, যা আমরা আপনাদের সামনে তুলে ধরছি:
1. প্রথম আয়োজন হওয়ায় আমরা অভিজ্ঞতার ঘাটতিতে ভুগেছি।
2. পরিচিত মুখের অভাব এবং বিশ্বাসযোগ্যতার সংকট আমাদের বড় প্রতিবন্ধকতা ছিল। বিশেষ করে যখন সম্প্রতি কিছু রানিং ইভেন্টে প্রতারণার অভিযোগ এসেছে।
3. বিভিন্ন গ্রুপে আমাদের নিয়ে নেতিবাচক আলোচনা ও বিতর্ক, যা অংশগ্রহণকারীদের মনোভাব প্রভাবিত করেছে।
4. রেজিস্ট্রেশনের হার কমে যাওয়ায়, কিট অর্ডার ও প্রস্তুতির দিক থেকে আমরা চাপে পড়ে যাই।
5. এই পরিস্থিতিতে দলের অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন, যার প্রভাব পুরো প্রস্তুতিতে পড়ে।
6. সর্বোপরি, আমাদের প্রধান ভুল ছিল ঘোষণায় দেরি করা, যেটা আমাদেরই দায় এবং এর জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
? রিফান্ড প্রসেস:
যারা নিবন্ধন করেছেন, সবাইকে পূর্ণ রিফান্ড দেয়া হবে। এজন্য নিচের Google Form টি পূরণ করতে অনুরোধ করছি:
? Form Link: https://forms.gle/3fwSrkKV1bXMnQGT6
? প্রক্রিয়াগত কারণে কিছু রিফান্ডে দেরি হতে পারে, তবে একজন অংশগ্রহণকারীর এক টাকাও আমাদের কাছে থাকবে না, এটাই আমাদের প্রতিশ্রুতি।
আমরা ভুল স্বীকার করছি, ব্যর্থতা থেকে শিখছি।
এই যাত্রায় যারা আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।
– Run for Dhaka টিম
Advertisement

Event Venue & Nearby Stays

Hatirjheel - হাতিরঝিল, Dhaka, Bangladesh

Tickets
Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Discover more events by tags:

Virtual-run in DhakaHealth-wellness in Dhaka

Ask AI if this event suits you: