Run for Cancer Awareness- 2025

Fri Feb 07 2025 at 07:00 am to 09:00 am UTC+06:00

শহীদ মিনার (Shahid Minar) | Dhaka

\u09b9\u09bf\u09ae\u09c1 \u09aa\u09b0\u09bf\u09ac\u09b9\u09a3 - Himu Paribahan
Publisher/Hostহিমু পরিবহণ - Himu Paribahan
Run for Cancer Awareness- 2025
Advertisement
আমি ক্যান্সার সচেতন। আমরা ক্যান্সার সচেতন। আমরা জানি পৃথিবীতে যত লোক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় তার এক তৃতীয়াংশ কমিয়ে আনা সম্ভব যদি আমরা সচেতন হই। শুধু স্বাস্থ্যকর জীবন যাপন, স্বাস্থ্যকর খাদ্য, পরিমিত ওজন, ধূমপান বর্জন বাঁচিয়ে দিতে পারে বিশ্বব্যাপী ৩৬ লক্ষ মানুষের প্রাণ। আমরা বিশ্বাস করি, আপনিও তা জানেন।
জ্বী হ্যাঁ, আমরা ক্যান্সার নিয়ে কথা বলছি। আমরা বলছি আপনি জানেন দ্রুত শনাক্তকরনের মাধ্যমে এর চিকিৎসা সম্ভব।
আমরা জানি, আপনিও জানুন। আসুন আমরা অন্যদের জানাই। সেই জানানোর দৃপ্ত পদক্ষেপ নিচ্ছি আমরা।
আগামী ৪ই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। এই দিবসকে সামনে রেখেই আমরা একসাথে প্রথম পদক্ষেপের মাধ্যমে ক্যান্সার মুক্ত জীবনের দিকে এগিয়ে যাব একধাপ। জানবো আর জানাবো যে- ক্যান্সার মানেই মৃত্যু নয়, ক্যান্সার মুক্ত ভবিষ্যৎ গড়ার তাই এখনই সময়।
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আগামী ৭ ফেব্রুয়ারি, শুক্রবার হিমু পরিবহণ সপ্তম বারের মতো (ভার্চুয়াল দুইবার) আয়োজন করতে যাচ্ছে, “ক্যান্সার সচেতনতায় দৌড়- ২০২৫ (Run for Cancer Awareness- 2025)”।
যেখানে অংশগ্রহণ করবে ক্যান্সার সারভাইভার থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার এবং নানান বয়সের মানুষ।
দৌড়টি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে দোয়েল চত্বর, বাংলা একাডেমী, টিএসসি, ভিসি চত্বর, ফুলার রোড, স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য দিয়ে শহীদ মিনারে শেষ হবে।
★রেজিস্ট্রেশন ফি এবং ক্যাটাগরিঃ (রেজিস্ট্রেশনে অর্জিত অর্থ সেদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিটে দেওয়া হবে।)
১. অনূর্ধ্ব ১১ বছর বয়সি শিশু - ১৫০ টাকা।
২. শিক্ষার্থী - ২০০ টাকা।
৩. অন্যান্য শ্রেণী ও পেশার মানুষ - ৩০০ টাকা।
★বিকাশ মার্চেন্ট নম্বরঃ ০১৭৯৭৯৭৯৩৯৯ (পেমেন্ট করতে হবে)
★রকেট একাউন্ট নম্বরঃ ০১৭২১২৬০৬৫৩-৭
[টাকা পাঠানোর আগে অবশ্যই কথা বলে নিতে হবে]
★অংশগ্রহনকারী রেজিস্ট্রেশন লিংকঃ https://docs.google.com/forms/d/10_QjLTMl51X0VrWewz_ryuLuaAIO2ubGqjEKD_bOkBQ/edit?ts=678928e6
বিঃদ্রঃ রেজিস্ট্রেশন চলবে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এবং ৪০০ জন অংশগ্রহণকারী পূরণ হয়ে গেলে রেজিস্ট্রেশন বন্ধ করে দেয়া হবে।
★রেজিস্ট্রেশনকারীদের জন্য যা থাকছেঃ
১) সার্টিফিকেট
২) টি-শার্ট
৩) নাস্তা ও পানি
★সময়ঃ
উপস্থিতি- সকাল ৭:০০ টা
দৌড় শুরু- সকাল ৭:৪৫ টা
★প্রয়োজনেঃ
০১৭১৭৪১২৯৬৯
০১৭১৪৩৪৫৪৮৫
০১৭২১২৬০৬৫৩
টিম
হিমু পরিবহণ
#RunForCancerAwareness2025
#HimuParibahan
#UnitedByUnique #WorldCancerDay
Advertisement

Event Venue & Nearby Stays

শহীদ মিনার (Shahid Minar), Dhaka, Bangladesh

Sharing is Caring:

More Events in Dhaka

General Member Recruitment 2.0
Thu, 06 Feb, 2025 at 10:00 pm General Member Recruitment 2.0

TSC, Jahangirnagar University, 1342

\u09ae\u09be\u098f \u09e9\u09ea\u09ef\u09ef\/- \u099f\u09be\u0995\u09be\u09df \u09b8\u09be\u099c\u09c7\u0995 \u0993 \u0996\u09be\u0997\u09a1\u09bc\u09be\u099b\u09a1\u09bc\u09bf \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3 \u099f\u09bf\u09ae TLG- \u098f\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7\u0964
Thu, 06 Feb, 2025 at 10:00 pm মাএ ৩৪৯৯/- টাকায় সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণ টিম TLG- এর সাথে।

সায়েদাবাদ বাস টার্মিনাল, ঢাকা

2nd MMDS NATIONAL DEBATE FESTIVAL - 2025
Fri, 07 Feb, 2025 at 12:00 am 2nd MMDS NATIONAL DEBATE FESTIVAL - 2025

Motijheel Model School & College

World Ijtema 2025
Fri, 07 Feb, 2025 at 05:00 am World Ijtema 2025

Bishwa Ijtema Maidan, Tongi

54th Independence Day Run 2025
Fri, 07 Feb, 2025 at 06:00 am 54th Independence Day Run 2025

Diya Bari Uttara

Climate Hope Bangladesh 2024
Fri, 07 Feb, 2025 at 08:00 am Climate Hope Bangladesh 2024

BUET

AAA Picnic 2025 (February 07)
Fri, 07 Feb, 2025 at 08:00 am AAA Picnic 2025 (February 07)

Chuti Resort Purbachal

Intra EEE Football Tournament Season 3
Fri, 07 Feb, 2025 at 08:00 am Intra EEE Football Tournament Season 3

JAFF

1st National Youth Cancer Congress 2025
Fri, 07 Feb, 2025 at 09:00 am 1st National Youth Cancer Congress 2025

বিশ্বসাহিত্য কেন্দ্র Bishwa Sahitya Kendra

Fresh Stationery Multilingual Handwritten Book Fair
Fri, 07 Feb, 2025 at 09:00 am Fresh Stationery Multilingual Handwritten Book Fair

Shahabuddin Park

Microsoft Power BI training
Fri, 07 Feb, 2025 at 09:00 am Microsoft Power BI training

চিন্তাশিল্পী বাবুইপাখি - বিশ্বমানের প্রশিক্ষণ বাংলাতেই

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events