Advertisement
শীতল বাতাসে যখন কাঁপে রাতের নিস্তব্ধতা, তখনই জাগে এক অদৃশ্য আহ্বান। করিডোরের কৃষ্ণকায় ছায়াগুলো যেন কানে কানে শোনায় কোনো গোপন বার্তা। লাইব্রেরির বইয়ের পাতায় পাতায় লুকিয়ে আছে সত্যের সন্ধান, ক্যাম্পাসের প্রতিটি কোণে ছড়িয়ে আছে সমাধানহীন ধাঁধা। একটি অদৃশ্য সুতো বেঁধে রেখেছে সবকিছুকে। কখনো তা প্রকাশ পায় ক্লাসরুমের ফ্যানের আওয়াজে, কখনো বা ক্যাফেটেরিয়ায় চায়ের কাপের নিঃশ্বাসে। কেউ কি শুনতে পাচ্ছে সেই নীরব সুর? কেউ কি দেখতে পাচ্ছে সেই অদৃশ্য রেখা?সময় এসেছে সত্যের সন্ধানে বের হওয়ার। সময় এসেছে মস্তিষ্কের তারগুলোকে জাগ্রত করার। প্রয়োজন শুধু একজোড়া তীক্ষ্ণ চোখের, একটু সাহসী মনের, আর অদম্য কৌতূহলের।
এই রহস্যের শেষ প্রান্তে অপেক্ষা করছে জ্ঞানের আলো। সেখানে তোমার জন্য রাখা আছে নতুন চিন্তার খোরাক, নতুন দৃষ্টিভঙ্গির সম্ভার। শুধু প্রয়োজন তোমার সন্ধানী চোখের, তোমার উৎসুক মনের।
প্রিয় ২৪ সিরিজ
আমরা শুধু বিতার্কিক খুঁজছি না -
আমরা খুঁজছি সেইসব অনুসন্ধানী মনের মানুষদের, যারা প্রশ্ন করতে সাহসী, ভাবতে জানে গভীরভাবে,আর যুক্তির আলোয় সত্যকে উদ্ভাসিত করতে প্রস্তুত।
রুয়েট ডিবেটিং ক্লাবের এই আয়োজন কোনো সাধারণ রিক্রুটমেন্ট নয়,বরং এক বুদ্ধির অনুসন্ধান যেখানে প্রতিটি প্রশ্ন একেকটি সূত্র, প্রতিটি আলোচনা একেকটি তদন্ত, আর প্রতিটি কণ্ঠ এক নতুন আবিষ্কারের সূচনা।
এই অনুসন্ধানে তুমি পাবে চারটি পথ - যেগুলোর প্রতিটি তোমাকে গড়ে তুলবে এক পূর্ণাঙ্গ চিন্তাবিদ হিসেবে।
বিতর্ক (Debate)
এখানে প্রতিটি বক্তব্য একেকটি প্রমাণ, প্রতিটি বিরোধ একেকটি তদন্তের দিক।বাংলা ও ইংরেজি -দুই মাধ্যমেই যুক্তি, বিশ্লেষণ, ও প্রতিপক্ষের চিন্তাধারা বুঝে প্রতিক্রিয়া দেওয়ার দক্ষতা অর্জন করবে তুমি।অভিজ্ঞ মেন্টরদের দিকনির্দেশনা ও নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে এক নবীন বিতার্কিক থেকেও তুমি হয়ে উঠবে সেই চিন্তাশীল যুক্তিবিদ,যে প্রশ্ন করতে ভয় পায় না, আর উত্তর খুঁজে পেতে ভালোবাসে। শূন্য থেকে ধাপে ধাপে যুক্তির শিখড়ে উঠে তুমিও দেশের সকল জাতীয় বিতর্ক প্রতিযোগিতায়, দেশসেরা বিতার্কিকদের সামনে নিজেকে অনন্য হিসেবে তুলে ধরতে পারবে।
পাবলিক স্পিকিং (Public Speaking)
তোমার কণ্ঠই হবে তোমার প্রথম প্রমাণ। রুয়েট ডিবেটিং ক্লাবে তুমি শিখবে কণ্ঠের দৃঢ়তা, শব্দের প্রভাব, আর উপস্থাপনার শিল্প। যেভাবে একজন গোয়েন্দা সত্যকে স্পষ্টভাবে প্রকাশ করে,তেমনি তুমি শিখবে তোমার ভাবনা আত্মবিশ্বাসের সঙ্গে মানুষের সামনে তুলে ধরতে। ক্লাস প্রেজেন্টেশন থেকে শুরু করে পেশাদার বক্তৃতা -প্রতিটি ক্ষেত্রেই তুমি হয়ে উঠবে এক প্রভাবশালী স্পিকার।
অর্গানাইজিং (Organizing)
একজন গোয়েন্দার মতোই, একজন সংগঠকেরও দরকার ধৈর্য, পরিকল্পনা ও বিশ্লেষণী দৃষ্টি। রুয়েট ডিবেটিং ক্লাবে তুমি পাবে ইভেন্ট পরিকল্পনা, ব্যবস্থাপনা, সময়নিয়ন্ত্রণ, অতিথি আপ্যায়ন, এবং টিম কো-অর্ডিনেশনের বাস্তব অভিজ্ঞতা। প্রতিটি সফল ইভেন্টের পেছনে কাজ করে একটি সুশৃঙ্খল টিম-এখানে তোমার হাতে গড়ে উঠবে নেতৃত্ব ও সংগঠনের বাস্তব দক্ষতা,যা তোমার ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে দেবে আত্মবিশ্বাস ও শৃঙ্খলার ভিত্তি।
কেইস কম্পিটিশন (Case Competition)
যেমন একটি রহস্যের সমাধান করতে হয় বিশ্লেষণ দিয়ে, তেমনি বাস্তব সমস্যার সমাধানেও দরকার যুক্তি, জ্ঞান এবং কৌশল। রুয়েট ডিবেটিং ক্লাবের কেইস কম্পিটিশন ও সেমিনারগুলো তোমাকে শেখাবে বাস্তব জগতে যুক্তি প্রয়োগের কৌশল, যেখানে তথ্য বিশ্লেষণ, সৃজনশীল চিন্তা, ও সিদ্ধান্ত গ্রহণ একত্রে কাজ করবে।
এখানেই তুমি প্রস্তুত হবে পরিবর্তনশীল পৃথিবীর এক দক্ষ বিশ্লেষক হিসেবে।
রেজিস্ট্রেশনের পর তোমাদের জন্য অপেক্ষা করছে তিনটি বিশেষ অধ্যায় -
Search For Debaters, Freshers’ Workshop, এবং Freshers’ Debate Tournament।
এই তিনটি অধ্যায়ের প্রতিটিই হবে যুক্তির এক নতুন ধাপ, যেখানে শেখা, অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস মিলিয়ে গড়ে উঠবে তোমার নতুন পরিচয়।
রেজিস্ট্রেশন তোমরা সম্পন্ন করতে পারো অনলাইনে বা অফলাইনে।
রেজিস্ট্রেশনের বিস্তারিত খুবই দ্রুত জানানো হবে।
তাহলে বলো, ২৪ সিরিজ
রুয়েটের করিডোরে কুয়াশা ঘনিয়ে এসেছে, চায়ের কাপে ধোঁয়া উঠছে,আর কোথাও যেন কেউ ফিসফিস করে বলছে, “এবার রহস্যটা তোমাদেরই ভেদ করতে হবে…”
তুমি কি প্রস্তুত এই যুক্তির অনুসন্ধানে পা রাখতে?
Advertisement
Event Venue & Nearby Stays
RUET Campus, 6204 Rajshahi, রুট ব্যাংক-রাজশাহী-ঢাকা হাইওয়ে, রাজশাহী, বাংলাদেশ, Rajshahi, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.





