Advertisement
নতুন আলোর প্রত্যুষ, বুদ্ধির সিঁড়ি বেয়ে এগিয়ে যাওয়ার অভিযাত্রা! যুক্তির দীপ্ত শিখা, সত্যের সাহসী কণ্ঠস্বর—আমরা ফিরিয়ে আনছি সেই বিতর্কের উত্তাল ঢেউ, যেখানে ভাবনা পায় দিগন্ত, আর বাকস্বাধীনতা খুঁজে নেয় তার প্রকৃত শক্তি।
আমন্ত্রণ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরাম (RUDF) আয়োজিত “RUDF রিজিওনাল টুর্নামেন্ট ২০২৫" এ। এক অঞ্চলের গণ্ডি পেরিয়ে যুক্তির মশাল এবার নতুন দিগন্তে! যুক্তির সূর্যোদয়ে থাকুন আপনিও, যেখানে শব্দ হবে শাণিত অস্ত্র, যুক্তি হবে মুক্তির পথ।
টুর্নামেন্ট সংক্রান্ত তথ্য:
📅 তারিখ: ২১-২২শে ফেব্রুয়ারি, ২০২৫
💬 ধরণ: ইন্টার ক্লাব
🎤 ফরম্যাট: এশিয়ান সংসদীয় (বাংলা)
🎟 স্লট সংখ্যা: ৩২টি
🎓 অংশগ্রহণযোগ্য: রাজশাহী ও উত্তরাঞ্চলের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকগণ।
ব্রেকিং ও পর্বসমূহ:
✅ ট্যাব: ৪ রাউন্ড
✅ বিশ্ববিদ্যালয় পর্যায় ও স্কুল কলেজের পৃথক ব্রেক
✅ ব্রেক ক্যাটাগরি: ইন্টার ক্লাব ও IS/IC
(কেবল দলের তিনজন সদস্যই একই স্কুল বা কলেজের বর্তমান শিক্ষার্থী হলে, দলটি IS/IC ব্রেক এর জন্যে বিবেচিত হবে । এই শর্তের বাইরে বাকি সব দল ইন্টার ক্লাব ব্রেক এর জন্যে বিবেচিত হবে)
রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য:
💰 রেজিস্ট্রেশন ফি: ১,৫০০ টাকা
স্বতন্ত্র বিচারক নিবন্ধন ফরমঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd05yCzLx7AkXsBCgPy1zcIwYWF94NDilONnG1zEtEud_UwYw/viewform?usp=header
রেজিস্ট্রেশন ফর্মঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdGNgumimS-hLJHcH1oQjaGnXNLT6wu0RqKOlxxmPEY0ELgPw/viewform?usp=header
সময়সীমাঃ20 February
যোগাযোগ:
নাফিসা তাবাসসুম তিথিলা
কনভেনর
মোবাইল: 01796893582
Advertisement
Event Venue & Nearby Stays
Rajshahi University, Rajshahi -,Rajshahi, Bangladesh