Advertisement
প্রিয় ভাই ব্রাদার্স। সবাইকে গ্রুপে স্বাগত জানাচ্ছি। অনেকদিন হয়ে গেল সব ভাই ব্রাদার ফ্যামিলি সহ কোন গেট টুগেদার হয় না। তাই ঈদের পর একটা গেট টুগেদার করলে কেমন হয়? গেট টুগেদার টি আমরা কোন একটা রিসোর্ট বা গ্রামের পরিবেশে করতে চাচ্ছি। যেখানে থাকবে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা পাশাপাশি থাকবে সবার জন্য কুইজ, লটারি, বাচ্চাদের জন্য খেলাধুলার প্রতিযোগিতা, ও পুরস্কার। সকাল থেকে সন্ধ্যা ব্যাপী এই গেট টুগেদারের আয়োজন করা হবে। গেট টুগেদারের স্পটে যাওয়ার জন্য গাড়ির চিন্তা করতে হবে না। আমরা সবাই একসাথে বাস ভাড়া করে এক জায়গা থেকে পিকনিকের মত রওনা দিব। কেমন হবে? যদি রাজি থাকেন তাহলে ঈদের তৃতীয় বা চতুর্থ দিন সবার কন্ট্রিবিউশন ও সুবিধা অনুযায়ী গেট টুগেদারের আয়োজন করতে পারি।
বিস্তারিত জানাতে কমেন্ট করতে পারেন অথবা আশিক, অনু, মিলন ও আমার সাথে যোগাযোগ করতে পারেন মোবাইলে।
Advertisement
Event Venue & Nearby Stays
Kalatiya, Keranigonj, Dhaka, Bangladesh