Advertisement
সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলসৃষ্টিলগ্ন থেকেই সাভারের বুকে আলোকিত শিক্ষার অপর এক নাম। যুগে যুগে কোলে পিঠে করে মানুষ করে তুলেছে হাজারো কৃতিমানের। এই স্কুলের বুকেই লালন হয়েছে হাজারো সফল ব্যাক্তিবর্গের সপ্নের বিজ। এখানেই আছে তাদের শিকড়, এই মাটিতেই শাখা প্রশাখা মেলেছে, ধীরে ধীরে বেড়ে উঠে স্ব মহিমায় আলো ছড়িয়ে যাচ্ছে সমাজের কোনে কোনে। আজও এই আঙিনায় লেগে আছে তাদের পায়ের স্পর্শ।
কোথায় আছেন তারা? কেমন আছেন? কেমন আছে তাদের সপ্নগুলো? তাদের কি একবারো মনে পরেনা তাদের ফেলে আসা স্মৃতিগুলো? কোন পড়ন্ত বিকেলের আড্ডায় কিংবা কোন পুরোনো স্মৃতিচারনের খেলায় আজও কি তাদের বুকে হাহাকার তুলে না ফেলে আসা সেই দিনগুলো? আর একবার, শুধু একবার, একটি দিনের জন্য কি ফিরে যেতে মন চায় না সেই ছেলেবেলায়? পিছন ফিরে খোজ নিতে মন চায়না সেই স্কুল পালানো বন্ধুটির কথা? জানতে মন চায়না কেমন আছেন সেই কঠিন শিক্ষাগুরু, কেমন আছেন মমতাময়ী শিক্ষিকা? কেমন আছে আমার স্কুল?
জানি, চাইলেও যান্ত্রিক জিবনের চাপে সময় হয়ে উঠেনা। মনের সেই চাপা কস্ট মনেই রয়ে যায়।
কিংবা হয়তো কেউ ডাকেনা, হয়ত অনেকেই অপেক্ষায় আছেন ডাকের।
ডাক এসেছে..............
হ্যা, আমরা জানতে চাই, উপরের সবগুলো, সাথে আরও আরও অনেক অনেক প্রশ্নের উত্তর। মিশতে চাই আমাদের পূর্বজনদের সাথে। গড়ে তুলতে চাই পুরাতন আর নুতনের এক সেতুবন্ধন।
আমরা দিতে চাই আপনাদের একটি দিন। সেই পুরাতন দিনগুলোর একটিতে ফিরে যাওয়ার সুবর্ণ সুযোগ। স্মৃতির ডায়েরিতে একে দিতে পুরাতনের সাদে গন্ধে ভরা নুতন একটি দিন।
স্কুলের ৩৮ বছর (১৯৮৬-২০১৬ ইং) পুর্তি উপলক্ষে আমরা উদ্যোগ নিয়েছি আপনাদের সকলকে এক করে একটি পরিপূর্ণ দিন উপহার দেয়ার।
সাথে আছেন আপনাদেরই রেখে যাওয়া পরিচিত মুখগুলো, যারা পথ দেখিয়েছে আমাদের।
২০১৭ ইং এর মার্চেই দেখা হবে আবার। অপেক্ষা শুধু আপনাদের সিদ্ধান্তের। দেরী শুধু সময়ের......
ধন্যবাদান্তে
এক্স স্টুডেন্টস
ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল
post courtesy - Saif Ahmed
Advertisement
Event Venue & Nearby Stays
Savar Cantonment Board High School, Dhaka, Bangladesh