Advertisement
পাবলিকিয়ান স্টুডেন্টস' কমিউনিটি অব নাটোর-এর উদ্যোগে ইদ-পরবর্তী মহামিলনমেলার আয়োজন করা হয়েছে।নাটোর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এর পথচলা শুরু হয় ২০২৪ সালের আগষ্ট মাসে।এরই ধারাবাহিকতায় আসন্ন ইদুল ফিতরের ৩য় দিনে নাটোরের পাবলিকিয়ানদের নিয়ে আমাদের বছরের সবচেয়ে মেগা ইভেন্ট "PSCN মিলনমেলা ও বরণ উৎসব ২০২৫" ইতিহাস বিখ্যাত "নাটোর রাজবাড়ী"-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে।উক্ত অনুষ্ঠানে নাটোরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।অনুষ্ঠানে সকালের নাস্তা,দুপুরের লাঞ্চ,ক্রীড়া ইভেন্ট,পোলো শার্টস,একাডেমিক আলোচনা,শিক্ষামূলক প্রতিযোগিতা,আলোচনা সভা,র্যাফেল ড্র ,সাংস্কৃতিক পর্ব থাকবে এবং ২০২৩-২০২৪ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ ও ২০২৪-২০২৫ সালে এখন অব্দি চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হবে।অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্বে নাটোর রাজবাড়ী'র মঞ্চ মাতাবেন দেশ বরেণ্য একজন শিল্পী;সাথে স্টেজ শেয়ার করবেন লোকাল ব্যান্ড এবং পিএসসিএনের কালচারাল উইং এর সদস্যবৃন্দ। অনুষ্ঠানে যোগ দিতে দ্রুত আপনার নিবন্ধন সম্পন্ন করুন। এ ব্যাপারে দ্রুত বিস্তারিত আসছে
Advertisement
Event Venue & Nearby Stays
নাটোর রাজবাড়ী, Natore, Bongojol,Natore, Rajshahi, Bangladesh