Advertisement
পহেলা বৈশাখ ১৪৩২ – চলো, একসঙ্গে বরণ করে নেই বাংলা নববর্ষ!প্রিয় বন্ধুরা,
বছর ঘুরে আবার এলো বাংলা নববর্ষ—আমাদের ঐতিহ্য, সংস্কৃতি আর আনন্দ উদযাপনের এক অনন্য উপলক্ষ! পহেলা বৈশাখ মানেই নতুন সম্ভাবনার সূচনা, রঙিন সাজ, হাসি-আনন্দ আর বাঙালিয়ানার চিরন্তন প্রকাশ। এই বিশেষ দিনে তোমাদের সবাইকে আমাদের বৈশাখী উৎসবে সাদর আমন্ত্রণ জানাই।
আমাদের এই উৎসবে থাকছে—
🎶 সাংস্কৃতিক অনুষ্ঠান: বৈশাখী গান, নৃত্য ও কবিতা আবৃত্তি
🥘 বাঙালি খাবারের আয়োজন
🎭 বৈশাখী মেলা: হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক ও খেলাধুলা
💃 আড্ডা ও আনন্দ: প্রাণের মিলনমেলা, স্মৃতির আলাপ
তোমাদের সবার উচ্ছ্বাস আর ভালোবাসার ছোঁয়ায় এই আয়োজন হয়ে উঠবে আরও প্রাণবন্ত। আসো, একসঙ্গে উদযাপন করি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর ভালোবাসার এই দিন। তোমাদের আনন্দমুখর উপস্থিতির অপেক্ষায় রইলাম!
Event hosted by
Dr. Reshmi Sheheli
Jesmin Akter Shewly
Bithi Hassan
Hira Chowdhury
Jesmin Nahar
Razia Khan
Sonia Aklim
Advertisement
Event Venue & Nearby Stays
Oakleigh Hall, 142-144 Drummond St #142,Melbourne,VIC,Australia, Cheltenham