Advertisement
� ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ট্রায়াল ও সিলেকশন ক্যাম্প ২০২৫ ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ এর উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের জন্য ট্রায়াল ও সিলেকশন ক্যাম্প আয়োজন করা হয়েছে। উক্ত ট্রায়াল ও সিলেকশন ক্যাম্প - এ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ও সাবেক লিজেন্ড ক্রিকেটারগণ উপস্থিত থেকে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের উৎসাহ প্রদান করবেন।
� তারিখ: ১৯ ও ২০ আগস্ট, ২০২৫ খ্রীঃ, মঙ্গল ও বুধবার।
� স্থান: বসুন্ধরা অ্যারেনা ইনডোর ক্রিকেট কমপ্লেক্স
� সময়: সকাল ১১ টা- বিকাল ৪ টা
� থাকছে:
� ক্রিকেট ট্রায়াল
� বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং প্র�্যাক্টিস ও সিলেকশন
� সবার জন্য খোলা মেলা পরিবেশ, জার্সি ,দুপুরের খাবার ও স্ন্যাকস
�রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
পোস্টকৃত ফর্ম ডাউনলোড করে পূরণ করে ট্রায়াল ও সিলেকশন ক্যাম্প শুরুর আগে জমা দিতে হবে। ট্রায়াল ক্যাম্পে এসেও রেজিস্ট্রেশন করতে পারবেন।প্রত�্যেকের সাথে এক কপি ছবি এবং সুবর্ণ নাগরিক কার্ড ও ভোটার আইডি নিয়ে আসবেন।
�সকল ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের উক্ত ট্রায়াল ও টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট রেজিস্টার্ড এবং জাতীয় ও আন্তর্জাতিক ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট - এ অংশগ্রহণকারি ক্রিকেট ক্লাব সমূহ ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণকারী ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট ক্লাবদেরকে তাদের সংগঠনের প�্যাডে প্লেয়ার লিস্ট ( নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার ) সর্বোচ্চ ২০ জনের নামের তালিকা ন্যাশনাল প�্যারালিম্পিক কমিটি অফিসে জমা দেওয়ার জন�্য অনুরোধ করা হল ।সেই সাথে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ক্রিকেটার্স এসোসিয়েশন অব বাংলাদেশকে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের পাশে থেকে দেশের সকল শারীরিক প্রতিবন্ধী খেলোয়ারদেরকে সঠিক তথ�্য দিয়ে সহযোগিতা করে ট্রায়াল ও সিলেকশন ক্যাম্পে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য বিনীত অনুরোধ করছি।
যেকোনো প্রয়োজনে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন
� ০১৫৭৫৭৮৩৯৮১ (মোঃ রফিকুল ইসলাম, অফিস সেক্রেটারি)
� ০১৬০৮১৬২৯২৪ (সাজু আহমেদ, অ্যাসিস্ট্যান্ট অফিস এক্সিকিউটিভ)
� আসুন, বিশেষ এই খেলোয়াড়দের সাফল্যের যাত্রায় পাশে দাঁড়াই এবং খেলাধুলার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ি।
� আপনিও শেয়ার করুন – সবাইকে আমন্ত্রণ জানান!
#ParaCricketFestival #NPCBD #ParaSports
#UnityThroughSports
Advertisement
Event Venue & Nearby Stays
National Sports Council, Old Bulding,62/3 Purana Paltan, Dhaka-1000, Bangladesh., ইম্পিরিয়াল হোটেল, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh