Advertisement
সাদা মেঘ আর কুয়াশা ভরা পথ ধরে আমরা পৌঁছে যাবো তিব্বত এর পথে। এই তিব্বত পৌঁছাতে না লাগবে পাসপোর্ট না লাগবে ভিসা। এই তিব্বত সেই তিব্বত নয় । হাত বাড়ালেই পাবেন এই তিব্বত এর সন্ধান যেখানে পাবেন ঝর্ণা পাহাড় আর ও অনেক কিছু তিব্বত এর ছোঁয়া।আমি বলছি ওড়িশার এর অফ বিট ডেস্টিনেশন যা এখনো অনেকের কাছেই অজানা বা অচেনা। পাহাড়ের কোলে লুকিয়ে আছে এই তিব্বতীয় গ্রাম। এই গ্রামে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন তিব্বতীয় সংস্কৃতি এর ছোঁয়া আর তিব্বতীয় মানুষজন । নিজের দেশ থেকে বিদেশ ভ্রমণের স্বাদ আস্বাদন করতে হলে আপনাদের কে আসতেই হবে এই মিনি তিব্বত গ্রামে।একে আমরা অনেকেই মিনি তিব্বত বলে থাকি। স্টেশন থেকে এই গ্রামে পৌঁছাতে গেলে আপনাকে অতিক্রম করতে হবে প্রায় ১০০ কিমি পথ। রৌদ্র ঝলমলে নীল আকাশে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে মেঘ পাহাড়ি রাস্তা একেবেকে কয়েকটি পাহাড় পেরিয়ে পৌছাবো আমরা। পাহাড় আর মেঘ আমাদের সঙ্গী হবে এই যাত্রা পথে। এইখানকার আবহাওয়া বেশ শীতল আর মনোরম। সব কিছু মিলিয়ে মনে হবে কোনো এক কবির লেখা যেন এক কবিতা কিংবা এটা এক কোনো চিত্র শিল্পীর যেন এক মন ছুঁয়ে যাওয়া তুলির টান এক ক্যানভাস।আমাদের পরশি রাজ্য তে আপনারা দেখতে পাবেন এই এই তিব্বতীয় মনেস্ট্রি। ইস্ট ইন্ডিয়া এর মধ্যে সব থেকে বড়ো মনেস্ট্রি। এই মনেস্ট্রি এর ভাস্কর্য স্থাপত্য শৈলী এক অপূর্ব শোভা এনে দিয়েছে যার সৌন্দর্য আপনার মনকে ছুটে বাধ্য করবেই। এতক্ষন যে স্থান টি নিয়ে কথা হচ্ছে তার নাম টাই তো বলা হয় নি। কেউ কি বলতে পারবেন জায়গাটির নাম?
চলুন কিছু হিন্ট দি যাবার পথে দেখতে পাবো তপ্তপানি খাসাডা জলপ্রপাত ঘন্টাঘর।
এবার বলুন তো জায়গাটির নাম?
Passionate Tour Lovers
7278242421
Advertisement
Event Venue & Nearby Stays
Sealdah, Kolkata, India