National Science & Technology Carnival 2024 (Season 4)

Fri Nov 15 2024 at 08:30 am to Sat Nov 16 2024 at 06:30 pm UTC+06:00

Department of Geology, University of Dhaka | Dhaka

Dhaka University Science Society - DUSS
Publisher/HostDhaka University Science Society - DUSS
National Science & Technology Carnival 2024 (Season 4)
Advertisement
৪র্থ জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৪
বাংলাদেশের সবার মাঝে বিজ্ঞানকে জনপ্রিয় করতে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সহযোগিতায় Youthpreneur Network এর এই নিয়মিত আয়োজন ।
# তারিখঃ ১৫ ও ১৬ নভেম্বর, ২০২৪
#ভেন্যুঃ ভূতত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
#ক্যাটাগরিঃ
প্রাইমারি - ১ম - ৫ম
জুনিয়র - ৬ষ্ঠ - ৮ম
সেকেন্ডারি - ৯ম - ১০ম
হায়ার সেকেন্ডারি - ১১শ - ১২শ
সিনিয়র - স্নাতক/স্নাতকোত্তর
#সেগমেন্ট
১) বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াড
সকল ক্যাটাগরির প্রতিযোগীরা একক ভাবে অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ এই অলিম্পিয়াডে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই ৫ টি বিষয়ে সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার প্রশ্নপত্র বহুনির্বচনী এবং সৃজনশীল ২ পদ্ধতিতে থাকবে। প্রশ্নপত্রের ভাষা বাংলা এবং ইংরেজী উভয় ভাষাতেই হবে। প্রশ্নপ্ত্র তৈরি হবে NCTB কর্তৃক প্রণীত পাঠ্যবই এবং সাধারন জ্ঞান থেকে।
২) বিজ্ঞান ও প্রযুক্তি কুইজ
জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি ও সিনিয়র ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ। দলীয় ভাবে অংশ নিতে হবে। এক দলে সর্বোচ্চ ৩ জন থাকতে পারবে। ২টি রাউন্ডে এই সেগমেন্টটি হবে। প্রথম রাউন্ডে বহুনির্বচনী প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা হবে। প্রতি ক্যাটাগরী থেকে সেরা ৪টি দল ২য় রাউন্ডে (বাজার রাউন্ড) উর্ত্তীর্ণ হবে।
৩) আইকিউ টেস্ট
জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি ও সিনিয়র ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ। একক ভাবে অংশ নিতে হবে।
৪) বিজ্ঞান ও প্রযুক্তি বক্তব্য
জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি ও সিনিয়র ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ। একক ভাবে অংশ নিতে হবে। বক্তব্যের জন্য সময় ৩ মিনিট দেয়া হবে।
বক্তব্যের বিষয়ঃ
জুনিয়রঃ শিল্পবিপ্লবে বিজ্ঞানের অবদান
সেকেন্ডারিঃ অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রযুক্তি
হায়ার সেকেন্ডারিঃ শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার
সিনিয়রঃ স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তি
৫) চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি ও সিনিয়র ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । একক ভাবে অংশ নিতে হবে ।
চিত্রাঙ্কনের বিষয়ঃ
প্রাইমারিঃ উন্মুক্ত
জুনিয়রঃ স্মার্ট বাংলাদেশ
সেকেন্ডারিঃ পরিবেশ দূষনরোধে প্রযুক্তির ব্যবহার
হায়ার সেকেন্ডারিঃ মহাজাগতিক সভ্যতা
সিনিয়রঃ পরিবেশবান্ধব শিল্পায়ন
৬) দেয়াল পত্রিকা
প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । দলীয় ভাবে অংশ নিতে হবে। এক দলে সর্বোচ্চ ৩ জন থাকতে পারবে । বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক দেয়াল পত্রিকার আদর্শগত আকার ৫ ফুট বাই ৪ ফুট, তবে এর চেয়ে কম বা বেশি হতে পারবে।
৭) স্ক্র্যাপ-বুক
প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । এককভাবে অংশ নিতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয় নিয়ে স্ক্র্যাপ বুক তৈরি করতে হবে।
৮) বিজ্ঞান প্রজেক্ট
সকল ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ। দলীয় ভাবে অংশ নিতে হবে। এক দলে সর্বোচ্চ ৩ জন থাকতে পারবে।
৯) পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন
সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি ও সিনিয়র ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ । একক ভাবে অংশ নিতে হবে। পাওয়ারপয়েন্ট এর ফাইলটি কমপক্ষে ১০ স্লাইড এবং সর্বোচ্চ ২০ স্লাইডের হতে পারবে। পাওয়ারপয়েন্ট স্লাইডটি উপস্থাপনের জন্য সর্বোচ্চ ৮ মিনিট দেয়া হবে।
প্রেজেন্টেশনের বিষয়ঃ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শিল্প প্রযুক্তির অবদান
১০) এছাড়াও থাকবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক দুইটি কর্মশালা যা সবার জন্য উন্মুক্ত ।
উপরে উল্লেখিত সেগমেন্ট গুলোর বিস্তারিত তথ্য ফেসবুক ইভেন্ট এ ধারাবাহিকভাবে পোস্ট করা হবে ।
#রেজিস্ট্রেশন_ফিঃ ৩০০ টাকা মাত্র ।
মাত্র ৩০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে একজন প্রতিযোগী নিজের ক্যাটাগরি অনুযায়ী সবগুলো সেগমেন্ট এ অংশগ্রহণ করতে পারবে ।
রেজিস্ট্রেশন করা যাবে অনলাইনে এবং অফলাইনে উভয় পদ্ধতিতেই।
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ১২ নভেম্বর, ২০২৪ (রাত ১০)
রেজিস্ট্রেশন_করার_নিয়মাবলীঃ
১) অনলাইন রেজিস্ট্রেশন করতে -
- প্রথমে আমাদের অফিসিয়াল মার্চেন্ট নাম্বার এ রেজিস্ট্রেশন ফি এর টাকা পাঠাতে হবে ।
মার্চেন্ট নাম্বার - 01313631077
বিকাশ/নগদ/উপায়/ট্যাপ/ওকে ওয়ালেট - এই ৫ টি মাধ্যমের যে কোন একটি মাধ্যম দিয়ে ফি পাঠাতে হবে ।
ফি পাঠানোর সময় 'সেন্ড মানি' অপশন সিলেক্ট না করে 'পেমেন্ট' অপশন সিলেক্ট করতে হবে ।
রেফারেন্স দিতে হবে – 4NSC
ফি পাঠানোর পর সেই ট্রানজেকশন এর 'ট্রানজেকশন আইডি (TrxID)' এবং যে নাম্বার থেকে ফি পাঠানো হয়েছে সে নাম্বারটি সংরক্ষণ করতে হবে ।
অনলাইন রেজিস্ট্রেশনের জন্য প্রদত্ত ফর্ম এ নিজের তথ্য গুলো প্রদান করার সময় ফর্ম এ উল্লেখিত অপশন এ রেজিস্ট্রেশন ফি এর সেই ট্রানজেকশন আইডি এবং যে নাম্বার থেকে ফি পাঠানো হয়েছে সেটি উল্লেখ করতে হবে ।
তাহলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে ।
উল্লেখ্য যে, ফি পাঠানোর সময় 'পেমেন্ট' অপশনে রেফারেন্স কোড না লিখলে/ভুল লিখলে সেই পেমেন্ট গ্রহণ করা হবে না ।
পাশাপাশি ফর্ম এ ট্রানজেকশন আইডি এবং যে নাম্বার থেকে ফি পাঠানো হবে সেটি উল্লেখ না করলে রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না ।
অনলাইন রেজিস্ট্রেশনের ফর্মের লিঙ্ক -
https://forms.gle/JuTt62mqShGdh5tK8
২) অফলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি
(১) - সরাসরি আমাদের অফিসে এসে ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে
৩) অফলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি (২) - সরাসরি আমাদের কোন স্বেচ্ছাসেবক/ক্যাম্পাস ডিরেক্টর কাছে প্রদত্ত ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে ।
৪) অফলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি (৩) - আমরা ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াত পত্র এবং রেজিস্ট্রেশন ফর্ম পাঠাবো । নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ/ দায়িত্ব প্রাপ্ত শিক্ষক/ক্লাব কর্তৃপক্ষের নিকট প্রদত্ত ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে ।
অন্যান্য নিয়মাবলীঃ
১) প্রতিযোগিতার দিন প্রত্যেক শিক্ষার্থীকে তার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরিধান করে আসতে হবে এবং সাথে পরিচয়পত্র (আইডি কার্ড) সাথে রাখতে হবে ।
২) অনুষ্ঠান শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে ভেন্যুতে উপস্থিত থাকতে হবে ।
৩) রেজিস্ট্রেশন ফি ছাড়া কোন রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না ।
৪) স্পট রেজিস্ট্রেশন এর কোন ব্যবস্থা থাকবেনা ।
৫) রেজিস্ট্রেশন এর সময় শেষ হবার পর সবাইকে ই-মেইলে একটি প্রবেশ পত্র পাঠানো হবে । প্রবেশ পত্রটি প্রিন্ট করে প্রতিযোগিতার দিন সাথে আনতে হবে ।
যে সকল কারণে রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য _হবে
১) অনলাইন/অফলাইন ফর্মে নিজের সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
২) অনলাইন রেজিস্ট্রেশনের সময় ভুয়া ট্রানজেকশন আইডি এবং ভুয়া নাম্বার প্রদান করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৩) ইভেন্ট এর দিন পরীক্ষায় বা অন্য কোন সেগমেন্ট এ কোন অসদুপায় অবলম্বন করলে এবং পরীক্ষার হলে কোন মোবাইল কিংবা ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৪) ইভেন্ট এর দিন ভেন্যুতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে, নিজের সাথে কোন প্রকার আগ্নেয়াস্ত্র, সিগারেট বা কোন নেশা জাতীয় দ্রব্য বহন করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৫) নিজ বা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীর প্রতি অসম্মানজনক আচরণ করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৬) কোন ছেলে/মেয়ে শিক্ষার্থীর প্রতি মানসিক বা শারীরিক কোন অত্যাচার করলে, টিজ করলে, সেক্সচুয়াল হ্যারেস্মেন্ট করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৭) পুরো সময় মাস্ক পরিধান করা বাধ্যতামূলক । কেউ মাস্ক পরিধান না করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৮) কোন শিক্ষার্থী ইভেন্ট এর কোন সম্পদ ক্ষতিগ্রস্ত করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৯) কোন শিক্ষার্থী ইভেন্ট এর কোন সম্পদ চুরি/আত্মসাৎ করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
১০) ইভেন্ট এর আগে বা পরে বা ইভেন্ট চলাকালীন সময়ে কোন শিক্ষার্থী/অভিভাবক সোশ্যাল মিডিয়া বা অন্য যে কোন মাধ্যমে ইভেন্ট, আয়োজক কর্তৃপক্ষ এবং ভেন্যু কর্তৃপক্ষ নিয়ে কোন নেতিবাচক মন্তব্য প্রকাশ করলে এবং মিথ্যাচার করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
উপরিউক্ত যে কোন দোষে কোন শিক্ষার্থী দোষী সাব্যস্ত হলে তাকে ভেন্যু ত্যাগ করতে বাধ্য করা হবে । এক্ষেত্রে আয়োজক কর্তৃপক্ষ এবং ভেন্যু কর্তৃপক্ষ সেই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ।
#পুরস্কারঃ
১/ প্রতি ক্যাটাগরি থেকে কুইজ বাদে অন্যান্য সেগমেন্টে থেকে ৩ জন বিজয়ী অথবা সেরা ৩টি টিমকে পুরস্কৃত করা হবে।
২/ কুইজ সেগমেন্টে প্রতি ক্যাটাগরি থেকে সেরা ২টি দলকে পুরস্কৃত করা হবে।
৩/ এবারের আসরের অন্যতম আকর্ষন বর্ষসেরা উদীয়মান বিজ্ঞানী পুরষ্কার। প্রতি ক্যাটাগরি থেকে যেসব শিক্ষার্থীরা বিজ্ঞান অলিম্পিয়াড, আইকিউ টেস্ট এবং বিজ্ঞান প্রকল্প এই ৩টি সেগমেন্টেই বিজয়ী হবে, তাদের মধ্য থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীকে বর্ষসেরা উদীয়মান বিজ্ঞানী পুরস্কার প্রদান করা হবে।
নিম্নলিখিত নিয়মে পয়েন্ট অর্জন করা যাবেঃ
১ম স্থান ৩ পয়েন্ট
২য় স্থান ২ পয়েন্ট
৩য় স্থান ১ পয়েন্ট
পুরস্কার পাবার জন্য ৩টি সেগমেন্ট থেকেই বিজয়ী হয়ে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করতে হবে । অন্যথায় বর্ষসেরা উদীয়মান বিজ্ঞানী পুরস্কার প্রদান করা হবেনা।
বিশেষ দ্রষ্টব্য
১) ইভেন্ট এর রেজিস্ট্রেশন ফি অফেরতযোগ্য।
২) ‘Youthpreneur Network’ এই প্রতিযোগিতায় যে কোন পরিবর্তন, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন এবং এই প্রতিযোগিতার কল্যাণে যে কোন সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখে এবং এ ব্যাপারে অন্য কোন প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছে কোনরূপেই দায়বদ্ধ নয়।
৩) সকল প্রতিযোগীকে অংশ গ্রহনের সনদ পত্র দেয়া হবে। এটি ব্যতীত অন্য কিছু দেয়া হবেনা।
যোগাযোগঃ
১/ মোঃ মাশফিকুর রহমান মুন্না
অপারেশন্স এবং এইচ আর ম্যানেজার
০১৭৫১৮১৩৮৯৯
২/ আজফার উদ্দিন অপূর্ব
অপারেশন্স কো-অর্ডিনেটর
ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক
০১৫৮১৭৬৫৬৩৭
National Science carnival 2024 (Season 4)
It is a science carnival organized by Youthpreneur network in association with National Science & Technology Museum to popularize science in Bangladesh for the students of school, college & University.
#Venue: Department of Geology, University of Dhaka
#Categories
1. Primary – Class – 01- 05
2. Junior – Class – 06 – 08
3. Secondary – Class – 09 – 10
4. Higher Secondary – Class – 11 – 12
5. Senior – University
#Segments
1) Science & Technology Olympiad:
Contestants of all categories can participate in this segment. Must participate individually. In this Olympiad, there will be a total of 100 marks exam in Physics, Chemistry, Biology, Mathematics and ICT. The examination paper will be both multiple choice and creative format. The language of the question paper will be both Bengali and English.
2) Science & Technology Quiz
Contestants of junior, secondary, higher secondary, and senior categories can participate in this segment. Must participate as a Team. A group can have a maximum of 3 people. This segment will be in 2 rounds. In the first round, there will be a written test with multiple-choice questions. The top 4 teams from each category will advance to the 2nd round (Buzzer round).
3) IQ test
Contestants of junior, secondary, higher secondary, and senior categories can participate in this segment.
4) Contextual speech
Contestants of junior, secondary, higher secondary, and senior categories can participate in this segment. Must participate individually. 3 minutes will be given to the participants for this segment.
The topic of speech:
Junior: Contribution of Science to Industrial Revolution
Secondary: Technology in economic development
Higher Secondary: Use of Artificial Intelligence in Education
Senior: Technology in building Smart Bangladesh
5) Painting competition
Contestants of primary, junior, secondary, higher secondary and senior categories can participate in this segment. Must participate individually.
The subject of Painting Competition –
Primary: Open
Junior: Smart Bangladesh
Secondary: Use of technology to prevent environmental pollution
Higher Secondary: Cosmic Civilization
Senior: Eco-friendly industrialization
6) Wall Magazine
Primary, Junior, Secondary, Higher Secondary and Senior category contestants can participate in this segment. Must participate as a team. A group can have maximum 3 people. The ideal size of wall paper is 5 feet by 4 feet, but it can be smaller or larger.
7) Scrap-book
Primary, Junior, Secondary, Higher Secondary and Senior category contestants can participate in this segment. This is an individual segemnet.
8 ) Science Projects
Contestants of all categories can participate in this segment. Must participate as a team. A group can have maximum 3 people.
9) Power point presentation
Secondary, higher secondary and senior category contestants can participate in this segment. Must participate individually. 8 minutes will be given for the presentation and the file must contain at least 10 slides and maximum 20 slides.
Presentation topic: Contribution of Industrial Technology to Economic Growth of Bangladesh
10) Two workshops on science and technology eill take place which are open to all.
The detailed information of the above mentioned segments will be posted continuously on the Facebook event.
Registration Procedure
Registration fee: 300 BDT only .
Registration can be done both online and offline.
Last Date for Registration: 12 November, 2024 (10 PM)
Rules for registration:
1) To register online –
First, you have to send the registration fee to our official merchant number.
Merchant number - 01313631077
BKash/Nagad/UPAY/Tap/OK Wallet - Fee has to be sent through any one of these 5 mediums.
When sending fees, you have to select the 'Payment' option without selecting the 'Send Money' option.
Must give a reference – 4NEC
After sending the fee, you need to save the 'Transaction ID' (TrxID) of that transaction and the number from which the fee was sent.
When submitting your information in the form provided for online registration, you must specify the transaction ID of the registration fee and the number from which the fee was sent in the option mentioned in the form. Then the registration will be completed.
Note that if you do not enter the reference code in the 'Payment' option while sending the fee or if you type incorrectly, the payment will not be accepted.
Registration will not be accepted if you don't mention the correct transaction ID and the transaction number in the registration form.
Online Registration Form -
https://forms.gle/JuTt62mqShGdh5tK8
2) Offline Registration Procedure
(1) - Registration can be completed by coming directly to our office and filling out the form and submitting the registration fee.
(2) - Registration can be completed by filling out the form given directly to any of our Volunteers/Campus Directors by paying the registration fee.
(3) - We will send invitation letters and registration forms to 150+ educational institutions. Registration can be completed by filling up the form given to the authority/responsible teacher/club authority of the respective educational institution by paying the registration fee.
Other Rules
1. On the day of the competition, each student has to come wearing his/her institutional uniform and keep his/her ID card with him/her.
2. Must be present at the venue at least one hour before the start of the event.
3. No registration will be accepted without a registration fee.
4. Calculator can be used.
5. After the end of the registration period, online registered participants will be sent an admit card by email. The admit card has to be printed and brought along on the day of the competition. Offline registered participants will get the admit card after filling out the form & paying the fee.
For all the reasons that the registration will be considered canceled -
1. If you provide false information about yourself in the online/offline form, the registration will be considered canceled.
2. Providing fake transaction IDs and fake transaction numbers during online registration, the registration will be considered canceled.
3. On the day of the event, in case of any misconduct in the examination or any other segment and if any mobile or electric device is used during the examination, registration will be considered as canceled.
4. If you create any disturbance in the venue on the day of the event, if you carry any kind of firearms, cigarettes or any intoxicants with you, its registration will be considered canceled.
5. If a student behaves in a disrespectful manner towards a student of his own educational institution or any other educational institution, the registration of that student will be considered canceled.
6. If a student commits any mental or physical abuse, teasing, sexual harassment against the other student, his/her registration will be considered canceled.
7. It is mandatory to wear a mask all the time. If someone does not wear a mask, his registration will be considered canceled.
8. If a student damages any property of the event, his registration will be considered canceled.
9. If a student steals/embezzles any assets of the event, his registration will be considered canceled.
10. Before or after the event or during the event, any student/parent through social media or any other means to make a negative comment/statement about the event, the organizing authority and the venue authority and lie, his registration will be considered canceled.
If any participant is found guilty of any of the above, he/she will be forced to leave the venue. In this case, the organizing authority and the venue authority will take legal action against the student if necessary.

#Rewards
1. The best 3 candidates or best 3 teams from each category will be awarded in each segment except the "Science Quiz" segments.
#Special_Award
One of the special attractions of this season is the 'Emerging Scientist of the Year' award. The 'Emerging Scientist of the Year' award will be given to the students who will achieve the highest point by winning in the Science Olympiad, IQ Test, and Science Project segments from each category. From each category, only one participant will be given the award.
Points can be earned as follows:
1st Place - 3 points
2nd Place - 2 points
3rd Place - 1 point
To get the award, students must secure the winning place in all the 3 segments and get the maximum points. Otherwise, the Emerging Scientist of the Year award will not be given.
Special Note
1. The event registration fee is non-refundable.
2. Youthpreneur Network reserves the right to make any changes, modifications, additions and decisions regarding the benefit of the carnival and is not liable in any way to any other organization or individual.
Contact
1. Md Mashfiqur Rahman Munna
Operations Manager
Youthpreneur Network
01751813899
2. Azfar Uddin Mazumder Apurbo
Operations Coordinator
Youthpreneur Network
01581765637
Advertisement

Event Venue & Nearby Stays

Department of Geology, University of Dhaka, Agrani Bank, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh

Tickets

Sharing is Caring:

More Events in Dhaka

GIC Presents 2nd Intra Innovative Carnival 2024
Fri Nov 15 2024 at 07:00 am GIC Presents 2nd Intra Innovative Carnival 2024

St. Gregory's High School & College, 82, Municipal Office Street, Luxmibazar, 1100 Dhaka, Bangladesh

BOOT CAMP: JOLSHIRI RUNBANGLA HALF MARATHON 2024
Fri Nov 15 2024 at 07:00 am BOOT CAMP: JOLSHIRI RUNBANGLA HALF MARATHON 2024

Botanical Garden জাতীয় উদ্ভিদ উদ্যান Mirpur Dhaka

Lens & Canvas 1.0
Fri Nov 15 2024 at 08:00 am Lens & Canvas 1.0

Jamuna Future Park, Bashundhara, Dhaka.

IHSB BUSINESS CARNIVAL 2024
Fri Nov 15 2024 at 08:00 am IHSB BUSINESS CARNIVAL 2024

Plot 07, Road 06, Sector 04, Uttara, Dhaka-1230, Dhaka, Dhaka Division, Bangladesh

2nd International Conference on Psychometrics 2024, BPS
Fri Nov 15 2024 at 08:00 am 2nd International Conference on Psychometrics 2024, BPS

University Of Dhaka , Dhaka, Bangladesh

\u099f\u09be\u0999\u09cd\u0997\u09c1\u09df\u09be\u09b0 \u09b9\u09be\u0993\u09b0 \u09b2\u09cb\u0995\u099c \u09aa\u09c2\u09b0\u09cd\u09a3\u09bf\u09ae\u09be \u0989\u09ce\u09b8\u09ac \u09e8\u09e6\u09e8\u09ea-\u098f \u09b9\u09be\u0993\u09b0 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a8 (\u09e7\u09eb \u09a8\u09ad\u09c7\u09ae\u09cd\u09ac\u09b0)
Fri Nov 15 2024 at 08:00 am টাঙ্গুয়ার হাওর লোকজ পূর্ণিমা উৎসব ২০২৪-এ হাওর ভ্রমন (১৫ নভেম্বর)

20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh

International Conference: "The Trans- Phenomenon in Language, Literature, and Culture"
Fri Nov 15 2024 at 09:00 am International Conference: "The Trans- Phenomenon in Language, Literature, and Culture"

University of Liberal Arts Bangladesh (ULAB)

Reunion, Qawwali & Cultural Night 2024
Fri Nov 15 2024 at 09:00 am Reunion, Qawwali & Cultural Night 2024

Tamirul Millat Kamil Madrasah, Tongi Campus

Day Long Training on Requirement of SBTi & Carbon Footprint for all Industries.
Fri Nov 15 2024 at 09:00 am Day Long Training on Requirement of SBTi & Carbon Footprint for all Industries.

House#31,Road#01, Sector#9, Uttara., 1230 Dhaka, Bangladesh

SparkTank'24: A National Competition
Fri Nov 15 2024 at 09:00 am SparkTank'24: A National Competition

National Institute of Textile Engineering & Research - NITER

Google Treasure Hunter - Search Like a Pro
Fri Nov 15 2024 at 09:00 am Google Treasure Hunter - Search Like a Pro

Daffodil International University

Cultural Fest 2.0
Fri Nov 15 2024 at 10:00 am Cultural Fest 2.0

Aloki

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events