Advertisement
জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উপলক্ষে Librarian Voice রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আয়োজন করবে একটি বিশেষ Campus Celebration। এই আয়োজনে থাকছে নানা ধরনের প্রতিযোগিতা এবং কার্যক্রম, যেমন উন্মুক্ত নীরবে বই পড়া উৎসব, বুক রিভিউ প্রতিযোগিতা, সেরা উক্তি, বিখ্যাত বই ও কাহিনী চরিত্র প্রদর্শনী, বইয়ের নাম প্রতিযোগিতা, দেয়ালিকা, এবং ছোটদের জন্য কিডস জোন (বিজ্ঞান বক্স প্রদর্শনী)। এছাড়াও, অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিভিন্ন কুইজ, কবিতা আবৃত্তি, বই নিয়ে আলোচনাসভা, এবং সৃজনশীল শিল্প প্রদর্শনী। এই দিনটি হবে বইয়ের প্রতি ভালোবাসা এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা জানাতে এক উৎসবমুখর আয়োজন, যেখানে সবাই মিলিত হয়ে একে অপরের সাথে গ্রন্থ গ্রন্থাগার এবং শিক্ষা নিয়ে আলোচনা করতে পারবে।
Advertisement
Event Venue & Nearby Stays
University of Rajshahi, Rajshahi,Rajshahi, Bangladesh