Advertisement
শারীরিক ও মানসিক সুস্থতা চর্চায় নারায়ণগঞ্জ রানার্স কমিউনিটি সর্বাত্মক প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে।প্রজন্মের যুব সমাজকে মোবাইল গেমিং ও মাদকাসক্ত থেকে বিরত রেখে সুস্থ যুবসমাজ গঠনের প্রত্যয়ে দৌড়ের সাথে উদ্বুদ্ধ করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা।
সেই লক্ষ্যে এন.আর.সি ১ম বারের মতো রিলে রেসের আয়োজন করতে যাচ্ছে।
✰.সুস্থ শরীর, সুস্থ মন।
☞ প্রত্যেক দল ৪ জন দৌড়বিদ দ্বারা গঠন করতে হবে।
☞ প্রত্যেক রানার ৪ কিলোমিটার দূরত্বের দৌড় সম্পূর্ণ করবে। যেমন, ৪×৪= ১৬ কিলোমিটার।
☞ প্রতি দলের রেজিষ্ট্রেশন ফি ৬,০০০ (ছয় হাজার) টাকা।
☞ ৩টি দলকে বিজয়ী ঘোষণা করা হবে। যাদেরকে সম্মাননা অর্থ ও ক্রেস্ট প্রদান করা হবে।
☞ প্রত্যেক দলের সকল রানারদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।
☞ ৪ জন সম্মানিত বিচারক দ্বারা বিজয়ী দল নির্বাচন করা হবে।
☞ প্রত্যেক দলকে আয়োজক কমিটির নিয়ম শৃঙ্খলা এবং সিদ্ধান্তের প্রতি সদয় থাকার আহবান থাকবে।
☞যারা পাবে...↓
?.চ্যাম্পিয়নঃ ২০,০০০টাকা
?.প্রথম রানার আপঃ ১৮,০০০ টাকা
?.২য় রানার আপঃ ১৬,০০০ টাকা।
Narayanganj Runners Community is making all efforts to practice physical and mental well being.
It is our collective effort to inspire the generation of youth with the promise of building a healthy youth society by keeping them away from mobile gaming and drug addiction.
For that purpose NRC is going to organize relay race for the first time.
✰.Healthy Body, Healthy Mind.
☞ Each team will be consisted by 4 runners.
☞ Each runner will complete a race of 4 km distance. For example, 4 × 4 = 16 km.
☞ Registration fee for per team is 6,000 (Six Thousand) taka.
☞ 3 teams will be declared winners..... Who will be given honorary money and crest.
☞ Honorary crests will be awarded to all runners of each team.
☞ The winning team will be selected by 4 honorable judges.
☞ Every team is requested to abide by the rules and regulations and decisions of the organizing committee.
☞They will get...↓
?.Champion: 20,000 BDT
?.1st Runner up: 18,000 BDT
?.2nd Runner up: 16,000 BDT.
Advertisement
Event Venue & Nearby Stays
১০ পাইপ,জালকুড়ি, জালকুড়ি,Azibpur, Dhaka, Bangladesh