Advertisement
সুপ্রিয় পাহাড় প্রেমীরা,পাহাড়-পর্বত নিয়ে উৎসাহী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। তাঁদের আগ্রহটা আরেকটু উসকে দিতে বেশ কিছুদিন পর পর্বতারোহণ ক্লাব 'ভার্টিক্যাল ড্রিমার্স' আয়োজন করতে যাচ্ছে পাহাড়-পর্বত নিয়ে গল্প শোনার আয়োজন 'Mountain Talk'।
২০২৫ সালে ভার্টিক্যাল ড্রিমার্সর সদস্যরা বেশ কিছু অভিযান করেছে। হিমালয়ের কয়েকটি আট হাজার মিটার, ছয় হাজার মিটার পর্বতে অভিযানের পাশাপাশি অনেকগুলো দারুণ ট্রেকও করেছে ক্লাবের সদস্যরা। সেসবের ফাঁকে ফাঁকে নিজেদের ঝালিয়ে নিতে দৌড়াতে গিয়েও বেশকিছু অর্জন হয়েছে ক্লাবের সদস্যদের। এই সুযোগে পাহাড়ের গল্পের পাশাপাশি তাদের সেসব গল্পেও কান পাতব আমরা। আর পাহাড়-পর্বত-দৌড়ের গল্পের পাশাপাশি দেখব কয়েকটি ছোট্ট ডকুমেন্টারিও।
|| অনুষ্ঠানের তারিখঃ
২ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার)
|| অনুষ্ঠানের সময়ঃ
বিকাল ৪টা-রাত ৮টা
|| অনুষ্ঠানের স্থানঃ
আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম (অলি খাঁ মসজিদ সংলগ্ন), চট্টগ্রাম।
এই আয়োজনে আমাদের সাথে সহযোগিতায় থাকছে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম ও বিষুব আর্ট অর্গানাইজেশন।
অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।
পর্বতের গল্প শুনতে ও আড্ডা দিতে আপনারা সাদরে আমন্ত্রিত।
যোগাযোগঃ
01818-417670
01717-148173
Advertisement
Event Venue & Nearby Stays
Alliance Française de Chittagong, Alliance Française de Chittagong 123,K.B.Fazlul Kader Road,Panchlaish R/A, Chittagong., Chittagong, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











