Advertisement
"শীতের সকালে চায়ের কাপে ধোঁয়া,সবুজ পাহাড় আর মেঘের আলতো ছোঁয়া।
বন্ধু-বান্ধব আর আড্ডার কলতান,
চলো ঘুরে আসি, জুড়িয়ে নিই প্রাণ!" 🍃☕
হ্যালো MCTIANS! 📣
ল্যাব রিপোর্ট, ফাইনাল প্রজেক্ট আর ডেডলাইনের চাপে জীবনটা কি কিছুটা যান্ত্রিক হয়ে গেছে? একটু দম ফেলার ফুরসত মিলছে না? ঠিক এই একঘেয়েমি কাটাতে এবং মনের সতেজতা ফিরিয়ে দিতে DIU Creative Park নিয়ে এলো—
MCTIANS Departmental Tour 2026!
গন্তব্য?
চায়ের দেশ, শ্রীমঙ্গল!
কল্পনা করুন—চারপাশে শুধু সবুজ টি-গার্ডেন, লাউয়াছড়ার নিস্তব্ধতা, আর কনকনে শীতে প্রিয় ক্যাম্পাস মুখগুলোর সাথে গরম কফি হাতে জমজমাট আড্ডা। সিনিয়র, জুনিয়র, ব্যাচমেট আর শ্রদ্ধেয় শিক্ষকদের মিলনমেলায় ২০২৬-এর শুরুটা হোক আনন্দ আর বন্ধুত্বের এক দারুণ স্মৃতি দিয়ে! ❤️
📅 ট্যুরের সময়কাল
২ দিন / ৩ রাত
যাত্রা: ১৭ই জানুয়ারী (রাত)
প্রত্যাবর্তন: ১৯ই জানুয়ারী (রাত)
ভ্রমণের সম্ভাব্য বর্ণনা:
১৭ তারিখ রাত ১১টায় আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করব।
ভোরবেলা শ্রীমঙ্গলে পৌঁছে প্রথমে লাগেজ নির্দিষ্ট স্থানে রেখে সবাই ফ্রেশ হয়ে নেব। এরপর সকালের সময়টুকু যার যার মতো করে রিসোর্টের আশপাশে ঘোরাঘুরি ও প্রকৃতি উপভোগে কাটাব।
দুপুর ১টার মধ্যে আমরা রিসোর্টে চেক-ইন সম্পন্ন করব। চেক-ইনের পর ফ্রেশ হয়ে মধ্যাহ্নভোজ গ্রহণ করব এবং কিছুক্ষণ বিশ্রাম নেব।
বিকেলবেলা আমাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ—
>র্যাফেল ড্র
>মজার কিছু খেলার আয়োজন
>সবার সাথে মিলিত হয়ে প্রাণবন্ত আড্ডা
সন্ধ্যার পর শুরু হবে দিনের সবচেয়ে উপভোগ্য অংশ—
🎶 গানের আড্ডা
🍗 বারবিকিউ চিকেন ডিনার পার্টি
পরের দিন, ১৯ তারিখ ভোরে, সবাই চেক-আউট সম্পন্ন করে লাগেজ একটি নিরাপদ লকারে রেখে বের হব। এরপর চাঁদের গাড়িতে করে শ্রীমঙ্গলের আশপাশের দর্শনীয় স্থানগুলো ঘোরার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। দিনভর আমরা আশেপাশের সব উল্লেখযোগ্য পর্যটন স্থান পরিদর্শন করব।
ভ্রমণ শেষে আবার হোটেলে ফিরে সবাই নিজের লাগেজ সংগ্রহ করবে এবং রাতেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব
যা যা অন্তর্ভুক্ত থাকছে-
যাতায়াত:
ঢাকা ↔ শ্রীমঙ্গল (নন-এসি বাস)
লোকাল ভ্রমণ (চাঁদের গাড়ি)
🍽️ খাবার:
যাত্রার দিন রাত থেকে ফেরার দিন রাত পর্যন্ত
মোট ৯ বেলা খাবার (নাস্তা, দুপুর, বিকেল স্ন্যাকস ও রাতের খাবার)
🎟️ এন্ট্রি ফি:
সকল দর্শনীয় স্থানের প্রবেশ ফি অন্তর্ভুক্ত
যা যা অন্তর্ভুক্ত থাকছে নাঃ
- কোন ধরণের ব্যক্তিগত খরচ।
- কোন ঔষধ বা প্রয়োজনীয় দ্রব্য।
💰 ট্যুর কন্ট্রিবিউশন (জনপ্রতি):
🔸 বর্তমান শিক্ষার্থী: ৪,৫০০/-
🔸 ফ্যাকাল্টি ও অ্যালামনাই: ৫,০০০/-
🔸 গেস্ট (অভিভাবক): ৫,৫০০/-
(বি:দ্র: এটি একান্তই আমাদের নিজস্ব প্রোগ্রাম, তাই অন্য কোনো ডিপার্টমেন্টের কারো অংশগ্রহণের সুযোগ নেই)
📝 রেজিস্ট্রেশন ও পেমেন্ট:
সিট সংখ্যা সীমিত! তাই আপনার সিটটি কনফার্ম করতে দ্রুত নিচের লিংকে গিয়ে ফর্ম পূরণ করুন। (সাথে NID/জন্ম সনদ ও ভার্সিটি আইডির ছবি প্রস্তুত রাখবেন)।
🔗 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/pGBg88etLVqR4nWc7
💳 পেমেন্ট মেথড:
বিকাশ (Send Money): 01737646429 (Humaira Rahi, Treasurer)
অথবা, ক্যাশ জমা দিতে পারেন নিজ নিজ ব্যাচ সিআর (CR)-এর কাছে।
(বিকাশ চার্জ নিজ দায়িত্বে প্রদান করতে হবে এবং পেমেন্টের পর ট্রানজেকশন আইডি সংরক্ষণ করুন)
⏳ ডেডলাইন: ৩০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:০০ টা।
বিশেষ নির্দেশনাবলী
১. ভ্রমণটি সফল ও আনন্দময় করার জন্য সকল অংশগ্রহণকারীর কাছ থেকে সহযোগিতাপূর্ণ মনোভাব, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ প্রত্যাশিত।
২. ভ্রমণ চলাকালীন কোন সমস্যা বা বিভ্রান্তি সৃষ্টি হলে তা নিজেদের মধ্যে আলোচনা করে অথবা সংশ্লিষ্ট স্যার/দায়িত্বপ্রাপ্তদের অবহিত করে সমাধান করতে হবে।
৩. আইনবিরোধী, অনৈতিক বা শৃঙ্খলাবিরোধী কোন কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই দায়ী থাকবে; কর্তৃপক্ষ কোন দায় বহন করবে না।
৪. স্থানীয় বাসিন্দা, কর্মচারী ও সহযাত্রীদের সাথে ভদ্র, সম্মানজনক ও শালীন আচরণ বজায় রাখতে হবে।
৫. যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। প্রাকৃতিক পরিবেশ ও পর্যটন স্থানের সৌন্দর্য সংরক্ষণ করা সবার দায়িত্ব।
৬. যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা দুর্ঘটনার ক্ষেত্রে সকলকে ধৈর্য ধরে একসাথে সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।
৭. এটি একটি ডিপার্টমেন্টাল স্টাডি ট্যুর হওয়ায় অ্যালামনাই ও অভিভাবকদের অংশগ্রহণ গ্রহণযোগ্য; তবে অন্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রযোজ্য নয়।
প্রয়োজনে যোগাযোগ:
Sahedul Islam Nishat (President, DIU Creative Park )
📞 01404386541
Masrur Mizbha Mappy (General Secretary, DIU Creative Park)
📞 01814166361
সবাইকে অনুরোধ, ডেডলাইনের মধ্যে পেমেন্ট করে নিজের সিটটি কনফার্ম করে নিন। দেখা হচ্ছে শ্রীমঙ্গলে!
চলেন, স্মৃতির পাতায় নতুন কিছু গল্প লিখি! ❤️
#MCTTour2026 #DIUCreativePark #EscapeToNature #SreemangalVibes #MCTFamily
Advertisement
Event Venue & Nearby Stays
Sreemangal - শ্রীমঙ্গল, Srimongol,Maulvi Bazar, Sylhet, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.




