Advertisement
Ex LSCians Cricket Festival 2025লক্ষীপুর স্কুল ও কলেজ , ভালবাসার অপর এক নাম।
স্কুলের আনন্দঘন ক্লাসরুম থেকে শুরু করে স্কুলের মাঠ, মাথা উচু করে দাঁড়িয়ে থাকা কিছু স্যার,বড় ভাই আর স্কুল মাঠের শহীদ মিনার থেকে ঘাসটাও, সবারই প্রিয়। একদিনও স্কুল পালায়নি এমন কেউকেই পাওয়া যাবে না, সারা মাঠ দাপিয়ে বেড়ানো,এসেম্বলির লাইনে দাড়িয়ে দুষ্টমী- আমাদের কতই না স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলটাকে ভালোবেসে।প্রতিটি ছাএ এখনও স্কুল ফাকি দিয়ে সেই বড় মাঠের ক্রিকেট খেলাটাকে মিস করে ভিশন ভাবে। তাই এ বছর আবারও হতে যাচ্ছে LSC Cricket Festival - 2025, উৎসবের ন্যায় আয়োজিত হতে যাচ্ছে।
স্কুলের প্রাক্তন মোট ১৬ টি ব্যাচ নিয়ে আসছে এই টুর্নামেন্ট। ৩১ মার্চ থেকে (৩/৪)এপ্রিল মহাসমারোহে ৪-৫ দিন ব্যাপী ক্রিকেট ফেস্টিভ্যাল এর আয়োজন করা হয়েছে। বিস্তারিত নিয়ম কানুন ও বিধি-বিধান পরবর্তীতে সময়সাপেক্ষে জানিয়ে দেয়া হবে। আপনারা সকলে আমন্ত্রিত। সকলের অংশগ্রহণের মাধ্যমে আয়োজন কে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করি আমরা সকলে।
#LSCianCricketFestival2025
Advertisement
Event Venue & Nearby Stays
Laxmipur School and College.Gaibandha, Luxmipur Gaibandha,Sadullahpur, Dhaka, Bangladesh, Mymensingh