Advertisement
..:: এক্স স্টুডেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ সিজন-৬ ::..আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতিবারের মতো এবারও এক্স স্টুডেন্ট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারী দল দলগুলোর নির্দেশনা ও খেলার নিয়মাবলী:
১। প্রত্যেকটি খেলাগুলো ডে নাইট ভিত্তিতে অনুষ্ঠিত হবে এবং ঈদের দিন থেকে শুরু করে ঈদের ৩য় দিন পর্যন্ত খেলা চলবে।
২। কুষ্টিয়া জিলা স্কুলের প্রাক্তন ব্যাচ ১৯৮৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই খেলায় অংশগ্রহণ করতে পারবে।
৩। টুর্নামেন্টটি সিনিয়র ও জুনিয়র দুই গ্রুপে অনুষ্ঠিত হবে।
৪। সিনিয়র ব্যাচের রেজিস্ট্রেশন কি ১৫ হাজার টাকা ও জুনিয়র ব্যাচের রেজিস্ট্রেশন ফি ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
৫। রেজিস্ট্রেশনের ভেন্যু ট্রাষ্ট কম্পিউটার, ঠিকানা- সমবায় মার্কেট, এর এন রোড, কুষ্টিয়া। মোবাইল- 01716 268843, 01721 718218
রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৮শে ফেব্রুয়ারী, এর পরে কোন টিম আর রেজিস্ট্রেশন করতে পারবে না।
৬। প্রত্যেকটা ব্যাচের নিজস্ব লোগো এবং নিজস্ব জার্সি থাকতে হবে এবং কোন প্লেয়ার জুতা বাদে মাঠে খেলায় অংশগ্রহণ করতে পারবে না। ব্যাচের নিজস্ব লোগো [email protected] ২৮শে ফেব্রুয়ারী এর মধ্যে এই মেইলে পাঠাতে হবে।
৭। প্রতিটি দলে ১১ জন খেলার অংশগ্রহণ করতে পারবে। অতিরিক্ত ০৯ (নয়) জন রাখতে পারবে। এই ২০ জনের বাইরে কেউ খেলাই অংশগ্রহন
করতে পারবেনা।
৮। প্রতিটি খেলা ৬ ওভার করে অনুষ্ঠিত হবে। টেপটেনিস বলে খেলা পরিচালিত হবে।
৯। যেহেতু খেলাটি ডে নাইট হবে এবং খেলাটি ফেসবুক ও ইউটিউব এ সরাসারি সম্প্রচার করবে সে ক্ষেত্রে কোন সাদা রং এর জার্সি এলাউ হবে না।
১০। প্রতিটা খেলায় জেলা পর্যায়ের আম্পারিং দ্বারা খেলা পরিচালিত হবে।
১১। খেলা পর্যালোচনা করার জন্য একজন ম্যাচ রেফারী থাকবে। ΗΤΙΑ
১২। ম্যাচ রেফারির বিবেচনায় যেকোনো একটি টিম ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পাবে।
১৩। খেলাতে লেক বিফোর উইকেট থাকবে না।
১৪। আয়োজক কমিটি যেভাবে ফিকচার করবে প্রত্যেকটি দলকে সেই টাইম অনুযায়ী খেলতে হবে।
১৫। প্রত্যেকটি টিমের নিজস্ব ব্যাট উইকেট কিপিং গোলপস ও অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র রাখা বাধ্যতামূলক।
১৬। খেলার প্রতিটি দল ৩০ মিনিটের মধ্যে শেষ করতে হবে। ৩০ মিনিট অতিক্রম হলে ৫ রান পেনাল্টি হিসেবে বিপক্ষ টিম পাবে।
১৭। প্রতিটি খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার থাকবে এবং টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি, সর্বোচ্চ রান সংগ্রহকারী, সেরা উইকেট রক্ষক
৩ ম্যান অফ দ্যা টুর্নামেন্টের পুরস্কার থাকবে।
১৮। প্রাকৃতিক দুর্যোগ ও বৃষ্টির কারণে কোন সেমিফাইনাল, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত না হলে সেই ম্যাচটি বল আউটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
১৯। ফাইনালে বিজয়ী ও রানার্সআপ দলকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
২০। মাঠের মধ্যে কোন রকমের আতশবাজী, পটকা ফোটানো বা হট্টোগোল করা যাবে না। মাঠের মধ্যে কোন রকমের ময়লা আর্বজনা ফেলা যাবেনা।
২১। কুষ্টিয়া জিলা স্কুল থেকে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ ব্যতীত কোন প্লেয়ার কে যদি কোন ব্যাচ মাঠে নামায় তবে সেই ব্যাচ ২ বছর থেকে শুরু করে আজীবন পর্যন্ত নিবিদ্ধ হতে পারে।
যদি আরো কোন নিয়ম যোগ বা বাতিল হয় তাহলে আয়োজক কমিটি পরবর্তীতে জানিয়ে দেবে।
পরিশেষে প্রত্যেকটি দলের প্রতি আমাদের টুর্নামেন্ট কমিটির আহ্বান থাকবে কুষ্টিয়া জিলা স্কুল আমাদের প্রাণের বিদ্যাপীঠ। এই জিলা স্কুল থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি যা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হচ্ছে আমরা চাই না আমাদের এই প্রাণের বিদ্যাপীঠ কোন কলঙ্কিত হোক। তাই প্রত্যেকটি টিমকে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে টুর্নামেন্ট টি সফল করার জন্য অনুরোধ করা হলো এবং এই টুর্নামেন্টটি যেন কুষ্টিয়া ইতিহাসের শ্রেষ্ঠ টুর্নামেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হয় সে হিসাবে আমরা অঙ্গীকারবদ্ধ।
আমরা টুর্নামেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং পরিশেষে সকল টিমকে অগ্রম শুভেচ্ছা জ্ঞাপন করছি।
Advertisement
Event Venue & Nearby Stays
Kushtia Zilla School, 7000, Rajshahi, Bangladesh