KKFM ৭৫ বছর উৎযাপন ও গোল্ডেন জুবিলী

Wed, 25 Dec, 2024 at 08:00 pm

কালাকচুয়া | Chittagong

TI Sohel
Publisher/HostTI Sohel
KKFM \u09ed\u09eb \u09ac\u099b\u09b0 \u0989\u09ce\u09af\u09be\u09aa\u09a8 \u0993 \u0997\u09cb\u09b2\u09cd\u09a1\u09c7\u09a8 \u099c\u09c1\u09ac\u09bf\u09b2\u09c0
Advertisement
৭৫ বছরপূর্তি জুবিলী প্রোগ্রাম:
❤️ জুবিলী প্রোগ্রাম, জুবিলী প্রোগ্রাম?
?বন্ধু, আড্ডা, ঐতিহাসিক মিলন মেলা জমে উঠুক, ৭৫ বছরপূর্তি জুবিলী প্রোগ্রামের সাথে❤️?
✅ বন্ধুরা অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, কালাকচুয়া ফাযিল(ডিগ্রী) মাদরাসা এলামনাই এসোসিয়েশন। কর্তৃক ৭৫ বছরপূর্তি উপলক্ষ্যে জুবিলী প্রোগ্রাম ও মিলন মেলা আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে । তাই ৭৫ বছরপূর্তি আয়োজনকে স্মরণীয় করে রাখতে, বন্ধুদের সাথে আড্ডা, গান আর আনন্দ উল্লাসে মেতে উঠতে কুমিল্লা জেলার স্বনামধন্য এই প্রতিষ্ঠানের সকল বন্ধু, ভাই, বোনদের নিয়ে আগামী ২৫ ডিসেম্বর , কালাকচুয়া মাদ্রাসা মাঠে সারাদিন ব্যাপী " ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জুবিলী ও মিলন মেলা " নামে এক জমকালো মিলনমেলা আয়োজন করতে যাচ্ছে।উক্ত মিলনমেলায় সকল কালাকচুয়ান আমন্ত্রিত।অনেক ধামাকা ও অনেক আকর্ষণীয় একটা মিলনমেলা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।??
✅তো বন্ধুরা দেরি না করে সবাই নিন্মোক্ত ব্যানারে প্রদত্ত কালাকচুয়ানদপর সাথে যোগাযোগ করে দ্রুত রেজিঃ করে নেই, ৭৫বছরপূর্তি আনন্দে মেতে উঠি??
✅শুভেচ্ছা মূল্য :- ১০০০/-
(ছয়শত টাকা মাত্র)
বয়স দুই বছরের উপরে গেস্ট : ৫০০/-
✅ রেজিঃ শেষ তারিখ :
১০ ডিসেম্বর,২০২৪ইং পর্যন্ত।
✅টিকেট সংখ্যা : ১০০০ টি
✅তারিখ : ২৫ ডিসেম্বর, রোজ, বুধবার ( সকাল ০৮টা থেকে বিকেল পর্যন্ত)
✅ স্থান: কালা কচুয়া মাদ্রাসা মাঠ ।
✅বিকাশ/নগদ : ১০২০/- [ গেস্ট থাকলে সেই হিসেবে ]
✅আয়োজনে যা থাকছে:
*. গিফট আইটেম :
[আকর্ষণীয় ২/৩ রকমের গিফট আইটেম ছেলে-মেয়েদের আলাদা আলাদা ]
*. খাবার আইটেম :
* সকালের নাস্তা
* দুপুরের খাবার
* বিকালের নাস্তা
*. সাংস্কৃতিক প্রোগ্রাম:
* বিভিন্ন পর্যায়ের (প্রশাসনিক) অতিথিরা থাকবেন।
* রাফেল ড্র, [ যাতে আকর্ষণীয় পুরস্কার থাকবে ]
✅তো বন্ধুরা দেখা হচ্ছে ৭৫ বছরপূর্তি প্লাটিনাম জুবিলী ও মিলনমেলা আনন্দে, অনেক আড্ডা , হৈহুল্লোড় হবে।
আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলি।
?ভালোবাসা অবিরাম ?
Advertisement

Event Venue & Nearby Stays

কালাকচুয়া , Chittagong, Bangladesh

Sharing is Caring: