Advertisement
সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট।.
আমাদের গ্রুপের সকল ইভেন্ট আপডেট পেতে জয়েন করুন নিচের লিংকে।
https://www.facebook.com/groups/bengaltrekkers/
.
পেইজ লিংক:
https://www.facebook.com/bengaltrekkers19/
.
বেঙ্গল ট্রেকার্স এর এবারের আয়োজন হিমালয় কন্যা নেপালে, আমরা ঘুরে দেখবো খুমাই ডাডা ট্রেক আর সাথে দেখবো Annapurna South, Hiunchuli, ও Fishtail
.
ভ্রমণকালঃ
যাত্রাঃ ২৫ এপ্রিল, ২০২৫ ঢাকা থেকে কাঠমুন্ডু।
ফেরাঃ ৩০ এপ্রিল, ২০২৫ কাঠমুন্ডু থেকে ঢাকা।
.
💰 ইভেন্ট ফিঃ জনপ্রতি ২৭০ ইউএস ডলার (কাঠমুন্ডু টু কাঠমুন্ডু)
🧳 কনফার্ম করার পদ্ধতি:
ট্যুর কনফার্মেশন করার জন্য আপনাকে 💰 বুকিং_মানি ১০,০০০ টাকা জমা দিয়ে ট্যুর কনফার্ম করতে হবে (অফেরতযোগ্য), এক্ষেত্রে বিকাশ/ব্যাংক / দেখা করে সরাসরি অফিসে এসে জমা দিতে পারবেন।
.
অফিস ঠিকানাঃ ৭৬৩ মার্স প্যালেস, স্বর্গ লেন, ওয়েস্ট শ্যাওড়াপাড়া। মিরপুর, ঢাকা-১২১৬
.
ব্যাংকে পাঠাতে পারেনঃ-
💸 AC Name :
MD Arafat Hossain
00261010018535
Midland Bank Limited
Mirpur Branch
.
🏛️ Midland Bank Limited
Ashik Mahmud Sagar
A/C- 0026-1010018553
Mirpur Branch
.
💸 AC Name:
MD Arafat Hossain
A/C - 1781580038914
City Bank LTD
Pallabi Branch
.
💸 বিকাশ/নগদ/রকেটে টাকা পাঠান এই নাম্বারে-
০১৭৮৮৪৯৯২৮৩ (পারসোনাল)
-------------------------------------------------------
ইভেন্ট_ডিটেইলঃ
-্দিন ০১- সকাল ৭টায় এয়ারপোর্টে রিপোর্টিং,সকাল ১০টায় টেইক অফ করে আনুমানিক ১২টায় কাঠমান্ডু পৌঁছে থামেলে প্রয়োজনীয় শপিং শেষ করে রিজার্ভ জিপ/বাস নিয়ে পোখারায়।
-দিন ০২- সকালে ব্রেকফাস্ট করে, জিপ নিয়ে কাড়ে চলে আসবো হেমজা তে; সেখান থেকে ৫-৬ ঘণ্টা হেটে পৌঁছে যাবো হিলে খারকা এবং এখানে রাত্রি যাপন।
-দিন ০৩- খুব ভোরে ট্রেকিং শুরু করে আমরা চলে খুমাই ডাডা এবং সেখানে রাত্রি যাপন।
-দিন ০৪- পরের দিন খুমাই ডাডা থেকে আমরা চলে আসবো ঘাচওক এবং সেখান থেকে পোখারা। রাত্রি যাপন হবে পোখারায়।
-দিন ০৫- সম্পূর্ণ দিন আমরা পোখারার থাকবো ও সাইট সীইং করবো। এ ছাড়া, এই দিন আপনার ইচ্ছে করলে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারবেন (প্যারাগ্লাইডিং, বাঞ্জি জাম্পিং, রাফ্টিং ইত্যাদি)। এই দিন ট্রিপের পরিসমাপ্তি, রাতের বাসে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা এবং পরের দিন ফ্লাইটে ঢাকা আসতে পারবেন ইনশাআল্লাহ্।
-------------------------------------------------------
** যা যা থাকছে এর মধ্যেঃ
১। কাঠমুন্ডু টু কাঠমান্ডু সকল প্রকার যানবাহন খরচ।
২। প্রতিদিন ৩ বেলা মূল খাবার (ট্রেক চলাকালিন সময় ভেজ খাবার)
৩।গাইড ফি
৪।রুট পারমিট
৫। পোখরায় স্টান্ডার্ড মানের হোটেলে ১ রুমে ২ থেকে ৪ জন শেয়ারিং একোমোডেশন,ট্রেকের সময় টি হাউজ ও কটেজে থাকার ব্যাবস্থা
.
** যা থাকছেনাঃ
১। প্লেন ফেয়ার
২। হেলথ ইনস্যুরেন্স (যদি লাগে)
৩। পার্ক বিনোদন এবং রাইডের টিকেট
৪। কোন প্রকার রেস্কিউ খরচ
৫। পোর্টার খরচ
৬। উপরে উল্লেখিত নয় এমন কোন খরচ
.
::: ইমার্জেন্সি ও এক্সিডেন্টাল টার্ম :::
*******************************
আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে টিম লিডার সবার সাথে আলোচনা করেই পরবর্তী করনীয় ঠিক করবেন । ট্রেক আইটিনারি পরিবর্তন বা দুর্যোগকালীন পরিস্থিতিতে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে।
**কারো পোর্টার দরকার হলে ব্যবস্থা করা যাবে**
.
.
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ
আরাফাতঃ- ০১৭৮৮৪৯৯২৮৩
সাগরঃ- ০১৮৪২৭৭৬৮৩৮
.
.
#neverstopexploring
#bengaltrekkers
Advertisement
Event Venue & Nearby Stays
Mardi himal trek, Kozmo, Pokhara, Nepal,Pokhara