Advertisement
“জুলাই গণঅভ্যুত্থান থেকে ভবিষ্যৎ বাংলাদেশ—যুক্তির পথে আমাদের অগ্রযাত্রা”স্বপ্ন, পরিবর্তন, আর যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির শক্তিকে সামনে রেখে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ডিবেট ক্লাব (জেটেকডিসি) নিয়ে আসছে এক নতুন অধ্যায়—ফ্রাঞ্চাইজি ডিবেট লীগ ১.০।
এখানে জন্ম নেবে নতুন বিতার্কিক, গড়ে উঠবে যুক্তির দল, আর ফুটে উঠবে বাংলাদেশের ভবিষ্যৎ ভাবনা।
এই প্রথমবারের মতো জেটেকডিসির ৮ম ব্যাচের বিতার্কিকদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে এমন এক ডিবেট লীগ, যেখানে অকশনের মাধ্যমে দল গঠন হবে এবং প্রতিটি ম্যাচ হবে চিন্তার স্বাধীনতা, যুক্তির পরিপক্বতা আর সময়ের প্রেক্ষাপটে আমাদের দায়িত্ববোধের প্রতিফলন।
দেরি কেন?—নিজেকে প্রস্তুত করো প্রথম ফ্রাঞ্চাইজি ডিবেট লীগে বিতর্কের মহারণে তোমাকেও যুক্ত করার জন্য।
---
অকশন রাউন্ড
তারিখ: ৭ ডিসেম্বর, ২০২৫
সময়:পরে জানিয়ে দেওয়া হবে।
স্থান:জেটেকডিসি ক্লাব রুম
প্রাথমিক রাউন্ড
তারিখ: ১১,১২ ডিসেম্বর, ২০২৫
দল সংখ্যা: ৬ দল
ফরম্যাট: বাংলা এশিয়ান পার্লামেন্টারি
প্রি-রেজিস্ট্রেশন লিংক: শিগগিরই প্রকাশিত হবে
স্থান: ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ
গ্র্যান্ড ফাইনাল (সমাপনী পর্ব)
তারিখ: ১৬ ডিসেম্বর, ২০২৫
স্থান: ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়াম,ঝিনাইদহ।
বিতার্কিকরা,
এটাই সময় তোমাদের যুক্তি, দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের পরিচয় দেওয়ার।
জুলাইয়ের চেতনা থেকে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন, সবটাই ফুটে উঠবে এই মঞ্চে।
প্রস্তুত হও—জেটেকডিসি ফ্রাঞ্চাইজি ডিবেট লীগ ১.০ তোমাদের জন্য অপেক্ষা করছে!
Advertisement
Event Venue & Nearby Stays
Jhenaidah Textile Engineering College, Jhenaidah-Magura-Dhaka Hwy 7300,Jhenida, Dhaka, Bangladesh, Narail
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.





