Advertisement
আলহামদুলিল্লাহ! আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এই প্রথম গুলশানের দ্যা ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ হালাল ট্যুরিজম ফেয়ার ২০২৫ এ ছোট্ট সোনামণিদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হবে Islamic Art Competition.
এতে বিভিন্ন বয়সী ছেলে মেয়েরা তাদের মনের মাধুরি মিশিয়ে আঁকবে ইসলামের ইতিহাস, ঐতিহ্য আর কল্পনার রঙিন ডানা মেলে উড়ে বেড়ানোর গল্প।
অংশ গ্রহনের নিয়মাবলি:
৬ থেকে ১২ বছর বয়সী যে কোন বাচ্চা অংশ নিতে পারবে।
নিজের নাম, ঠিকানা দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
আর্টের প্রয়োজনীয় উপকরণ সাথে নিয়ে আসতে হবে।
অংশ গ্রহনকারি সকলের জন্য থাকবে সার্টিফিকেট ও সন্মাননা ক্রেস্ট।
বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরষ্কার।
আগামী ০৯-১০ নভেম্বর ১ম বাংলাদেশ হালাল ট্যুরিজম ফেয়ার ২০২৫ গুলশানের দ্যা ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এই ফেয়ার।
৩ টি ক্যাটাগরির মোট ৩০ টি স্টল ও ৪ টি প্যাভিলিয়নে দেশের সেরা এজেন্সি গুলো অংশ নেবে ।
প্রতিদিন ৩ সেশনে হজ ও উমরাহ বিষয়ক সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এছাড়াও ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী,শিশুদের অংশ গ্রহনে ইসলামিক আর্ট কম্পিটিশন, হিফজুল কোরআন ও হুসনে কিরাত,ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিস্তারিত জানতে ফোন: ০১৮৮৫৫০৯৬২৬ ও ০১৯৬৬৭২৪৬২৫
www.thedonamedia.com
Advertisement
Event Venue & Nearby Stays
The Westin Hotel, Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











