International Chefs Day 2025

Mon, 20 Oct, 2025 at 09:00 am

Mariott Convention Centre | Dhaka

ICI International Culinary Institute
Publisher/HostICI International Culinary Institute
International Chefs Day 2025
Advertisement
? ICI Presents International Chefs Day 2025: Grand Celebration ?
ICI-এর সকল ছাত্র-ছাত্রীদের জন্য আগামী মাসের ২০ তারিখ আমরা আয়োজন করতে যাচ্ছি International Chefs Day 2025: Grand Celebration!
ICI- এর অনলাইন এবং অন-ক্যাম্পাস কোর্সের বর্তমান এবং প্রাক্তন সকল ছাত্র-ছাত্রী এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন। এটি হবে আমাদের ICI পরিবারের জন্য সবচেয়ে বড় মিলনমেলা।
ভেন্যুঃ ম্যারিয়ট কনভেনশন সেন্টার, ধানমন্ডি, ঢাকা।
তারিখঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫।
রেজিস্ট্রেশন ফিঃ ২০০০ টাকা।
অনুষ্ঠানসূচিঃ
সকাল ৯ টাঃ গেট ওপেন।
সকাল ৯ঃ১৫ টাঃ আপকামিং শেফদের ইনস্পিরেশনাল এওয়্যার্ড প্রদান।
সকাল ১০ টাঃ জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
সকাল ১০:৩০ঃ শেফ ডে নিয়ে বিশেষ আলোচনা পর্ব।
দুপুর ১২:০০ঃ ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেশন।
দুপুর ১:০০ঃ লাঞ্চ ও ফটোশ্যুট সেশন।
দুপুর ৩:০০ঃ র‍্যাফেল ড্র (২৫ টি আকর্ষণীয় পুরষ্কার)।
দুপুর ৩:৩০ঃ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিকাল ৫:০০ঃ সমাপনী বক্তব্য।
এছাড়াও থাকবে ইমিগ্রেশন এজেন্সি সমূহের বুথ, যেখানে আপনি দেশের বাইরে শেফ হিসেবে ক্যারিয়ার গড়ার সঠিক দিকনির্দেশনা পেতে পারেন।
*শেফ জ্যাকেট পরে আসা বাধ্যতামূলক।
রেজিস্ট্রেশন প্রক্রিয়াঃ আপনাকে বিকাশ/নগদ করতে হবে, 01729669501 (Send Money/Cash In) নাম্বারে। এরপরে আপনি আপনার যাবতীয় তথ্য দিবেন এই লিংকে গিয়ে, https://forms.gle/SNfekjb6yuov9Lt46
রেজিস্ট্রেশন চলছে। আসন সংখ্যা সীমিত। তাই দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
Advertisement

Event Venue & Nearby Stays

Mariott Convention Centre, Dhaka, Bangladesh

Tickets
Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Discover more events by tags:

Food-drinks in Dhaka

Ask AI if this event suits you: