Advertisement
🎉 Inter Department Zoology Carnival 1.0 🎉Passion for Zoology, Power for Conservation
📅 তারিখ: ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
⏰ সময়: সকাল ১০:০০টা – বিকাল ৫:০০টা
📍 স্থান: অডিটোরিয়াম-০১, তেজগাঁও কলেজ,ঢাকা
✨ আয়োজক: Tejgaon College Zoology Club
🐾 ইভেন্ট সেগমেন্টসমূহঃ
🔹 কুইজ প্রতিযোগিতা( Quiz)
👉 বিষয়: GK, English, Bangla, Science
👉 পূনর্মান: ৫০
👉 সময়: ৬০ মিনিট
👉 একক অংশগ্রহণ
🔹 উপস্থিত বক্তৃতা (public Speech)
👉 একক অংশগ্রহণ
👉 বিষয়: জীব বৈচিত্র্য,পরিবেশ, মাদক, বেকারত্ব, স্বাস্থ্য শিক্ষা প্রভৃতি বিষয়
🔹 পোস্টার প্রেজেন্টেশন (Poster Presentation)
👉 দলীয় অংশগ্রহণ(বিভাগীয়/উন্মুক্ত)
👉 বিষয়: উন্মুক্ত
🔹 পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন (Power point presentation)
👉 দলীয় অংশগ্রহণ(বিভাগীয়/উন্মুক্ত)
👉 বিষয়: উন্মুক্ত
🔹 কেস স্টাডি( Case Study)
👉দলীয় অংশগ্রহণ (বিভাগীয়/উন্মুক্ত)
👉 বিষয়: জীব বৈচিত্র্য,পরিবেশ, মাদক, বেকারত্ব, স্বাস্থ্য শিক্ষা প্রভৃতি বিষয়
🏆 পুরস্কার :
🎖️ সকল অংশগ্রহণকারীরা পাবে সার্টিফিকেট
🥇 প্রতিটি সেগমেন্টের সেরা ৩ এর জন্য রয়েছে ক্রেস্ট এবং সার্টিফিকেট। এছাড়াও দলীয় ইভেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের জন্য থাকবে ট্রফি ও সার্টিফিকেট।
রেজিস্ট্রেশন এর শেষ সময় : ৮ অক্টোবর ,২০২৫
👉 রেজিস্ট্রেশন লিংক : https://docs.google.com/forms/d/e/1FAIpQLScOskmWhV7nzqsqTBgS3y8c2dqAtuCwnsVK00dN-Rn-R_ZtCg/viewform?usp=header
প্রতিযোগিদের নিয়ে উৎসবের ৩ দিন পূর্বে একটি উন্মুক্ত কর্মশালার আয়োজন করা হবে।এছাড়াও প্রত্যেক প্রতিযোগি/দল আয়োজক কমিটির সার্বিক তত্ত্বাবধানে থাকবে।
🔔আমরা বিশ্বাস করি Zoology Carnival 1.0 হবে শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও প্রতিভা প্রকাশের অনন্য প্ল্যাটফর্ম।
আপনার উপস্থিতিই এই আয়োজনকে সফল করবে। 💚
Advertisement
Event Venue & Nearby Stays
Tejgaon College, Dhaka - তেজগাঁও কলেজ, ঢাকা, 16, Indira Road, Farmgate, Dhaka, Bangladesh