Inclusive Dialogue for JUCSU 2025 - Representative Debate

Fri, 05 Sep, 2025 at 11:30 am

Jahangirnagar University-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | Dhaka

Inclusive Jahangirnagar
Publisher/HostInclusive Jahangirnagar
Inclusive Dialogue for JUCSU 2025 - Representative Debate
Advertisement
? Inclusive Dialogue for JUCSU 2025
?️ ৫ সেপ্টেম্বর ২০২৫
? নতুন কলা ভবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আসন্ন জাকসু নির্বাচনকে সামনে রেখে Inclusive Jahangirnagar আয়োজন করছে একটি উন্মুক্ত সংলাপ, যেখানে ছাত্র প্রতিনিধিরা উপস্থাপন করবেন তাদের নির্বাচনী ইশতেহার এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কল্যাণে তাদের পরিকল্পনা।
এই সংলাপের উদ্দেশ্য:
(১) শিক্ষার্থীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে তারা নিজেদের আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবে।
(২) সরাসরি প্রতিনিধিদের কাছে প্রশ্ন করার সুযোগ পাওয়া।
(৩) অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গঠন নিয়ে আলোচনা, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ প্রসঙ্গে।

? আয়োজনে:
Inclusive Jahangirnagar
Advertisement

Event Venue & Nearby Stays

Jahangirnagar University-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, Sabhar, Dhaka, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you: