Advertisement
IMC DAY 2025⏰ সময়: সকাল ৮:০০- বিকাল ৫:০০
🗓️ তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৫
📍 স্থান: বর্ণচ্ছটা রিসোর্ট, জিরাবো, আশুলিয়া
https://maps.app.goo.gl/GVKYeQdj3Q51LGAt7?g_st=ipc
🎬 রেজিস্ট্রেশন এর শেষ সময় : রাত ১১:৫৯, ৯ ডিসেম্বর ২০২৫
প্রিয় IMC পরিবার,
আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রতীক্ষিত বার্ষিক আয়োজন IMC DAY 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ ডিসেম্বর ২০২৫, মনোরম বর্ণচ্ছটা রিসোর্টে। ব্যাচ–বৈচিত্র্যের সব সদস্যদের একত্রে নিয়ে এটি হবে আমাদের বছরের সবচেয়ে প্রাণবন্ত ও স্মরণীয় মিলনমেলা।
💰 নির্ধারিত ট্যারিফ
(অনুষ্ঠানের পূর্ণ সময় রিসোর্টে অবস্থান, ব্রেকফাস্ট, লাঞ্চ ও সান্ধ্য নাশতা অন্তর্ভুক্ত)
• বর্তমান IMC স্টুডেন্ট (IM 20–24, IM-BDS 05–10): ১৫০০ টাকা
• শিশু (০–৪ বছর): ফ্রি
• শিশু (৫–১০ বছর): ১৫০০ টাকা
• IMCian ইন্টার্ন (IM 18–19, IM-BDS 04): ২০০০ টাকা
• IMCAS সদস্য: ২৫০০ টাকা
(৯ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে রেজিস্ট্রেশন নিশ্চিতকৃত সদস্যদের জন্য)
• সাবেক IMC স্টুডেন্ট (IMCAS সদস্য নন): ৩০০০ টাকা
• অতিথি: ৩০০০ টাকা
Registration link for IMCAS members:
*registered by 11:59pm 9th December 2025
https://docs.google.com/forms/d/1qww6QSooYQENlHmAMJ974nxlyewUtUk9-EcQzYKijl0/viewform
Registration link for all IMC students ( non- member):
https://docs.google.com/forms/d/1oHhFXEZBeYHOE2KemCA7D5iC0LfphFfEivuQxd3tLEw/viewform
📅 অনুরোধ: এখনই তারিখটি ক্যালেন্ডারে মার্ক করে রাখুন।
🌿 আপনাদের আন্তরিক অংশগ্রহণই এই দিনের সার্থকতা ও আনন্দকে বাড়িয়ে তুলবে।
✨ IMC DAY 2025 — একসাথে উদযাপন করি আমাদের IMC পরিবারের বন্ধন!
জরুরি যোগাযোগ:
তানজিনা নওরীন
অর্গানাইজিং সেক্রেটারি
ইব্রাহিম মেডিক্যাল কলেজ এল্যুমনাই সোসাইটি
০১৭৩১৮০০৪৪৬
Advertisement
Event Venue & Nearby Stays
Bornochota Picnic Spot, Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











