Advertisement
হাউসবোটে পাহাড়, নদী, সমুদ্র অভিযান। (Cox's Bazar & Moheshkhali)🌸🖼️Tour- Dhaka- Cox's Bazar-Moheshkhali- Dhaka
🗒️Tour Date: 17 -20 February, 2025
🔖Duration- 4 nights 3 days
🪙Tour type- Refreshment
💵 Budget- 6800/- (Non Refundable)
🚍 Seat first come first basis.
🏷️Accommodation:
- First & Second night at Cox's Bazar (Resort/Hotel)
✅Facilities:
1. Accommodation on 4/6 sharing room at Cox's Bazar resort/Hotel in excellent location & secured.
2. Bus Transportation from Dhaka – Cox's Bazar- Dhaka (Non ac).
3. Transportation from Cox's Bazar-Moheshkhali by Houseboat.
4. Transportation from Cox's Bazar-Marine Drive-Patuartek by Chander gari.
5. Assistance of Expert driver & guide through the sightseeing tours.
6. Every Day 3 times Food 3*3 =09 Times Food (Special Chicken BBQ Dinner with live music)
7. Different types of games & cultural program will be held.
8) Group T-shirt
📌 Places (Tentative):
1) Cox’s Bazar
2) Moheshkhali by Houseboat
3) Marine Drive
4) Patuartek
5) Himchori
6) Inani Sea Beach
7) Fish Aqurium (Entry Fee not included in the package)
✅ ট্যুর ডিটেইলসঃ
⏩ ১ম_রাতঃ
রাত ১০:০০ টায় ক্যাম্পাস/সায়দাবাদ থেকে বাসে করে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবো। আড্ডা,মাস্তি আর গান গাইতে গাইতে আর বাকী পথ ঘুমাতে ঘুমাতে রাত পার করবো।
⏩ ১ম_দিনঃ
সকালে আমরা কক্সবাজারে পোঁছাব। সকালের নাস্তা শেষে আমরা ১১ টায় হোটেলে চেক ইন করব। তারপর ফ্রেশ হওয়ার পর সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিবো।। তারপর সবাই মিলে ঘুরতে বের হবো এবং সন্ধ্যায় সূর্যাস্ত দেখবো।।
⏩ ২য়_রাতঃ
রাতে সবাই আবার হোটেলে ফিরে আসবো। একসাথে রাতের খাবার খেয়ে নিবো।। অবশ্যই বারবিকিউ পার্টি হবে।। সাথে থাকবে গান এবং আরো অনেক কিছু।।
⏩ ২য়_দিনঃ
সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা চলে যাবো নুনিয়াছড়া ঘাটে। সেখান থেকে রিজার্ভ হাউসবোটে করে আমরা চলে যাবো মহেশখালি। সারাদিন খাওয়া দাওয়া ঘুরাঘুরি শেষে আমরা বিকেলে ফিরে আসবো কক্সবাজার। ওইদিন এর দুপুর এর খাবারটা আমরা হাউসবোটেই করবো। হোটেলে এসে ফ্রেশ বিচে ঘুরাঘুরি করব আর যাদের কেনাকাটা থাকলে সেটা করে নিবে।
⏩ ৩য়_রাতঃ
রাতে সবাই আবার হোটেলে ফিরে আসবো। একসাথে রাতের খাবার খেয়ে নিবো। ওই রাতে হোটেলেই থাকবো।
⏩ ৩য়_দিনঃ
সকালের নাস্তা শেষে আমরা কিছুক্ষণ বিচে ঘুরাঘুরি আর কিছু গেইম এক্টিভিটিস রাখবো। তারপর দুপুর এর খাবার শেষে রুম চেক আউট করে রিজার্ভ চান্দের গাড়ি করে মেরিন ড্রাইভের উদ্দেশ্য রওনা দিব।ওখানে সবাই মিলে গ্রুপ ছবি তুলবো। পাটুয়ারটেকে আমরা সূর্যাস্ত দেখবো।
⏩ ৪র্থ_রাতঃ
একটু রেস্ট নিয়ে রাতের খাবার শেষে আমরা রাতের বাসে আবার ইনশাআল্লাহ্ ঢাকার উদ্দেশ্যে রওনা হবো।।ইনশাআল্লাহ আমরা পরেরদিন সকালেই ৬-৭ টার মধ্যে ঢাকা পোঁছাতে পারব।
NB:‼️
1. Excluded food and facilities from the basic budget you have to pay extra for it.
2. First night highway food isn’t included in the basic budget.
3. Room check in time 11.00 am - check out time 11.00 am.
For more updates & booking:
☎️01864-356889 (Tonmoy)
☎️01679-259524 (Apple)
☎️01905-853304 (Nafisa)
Advertisement
Event Venue & Nearby Stays
United International University, Chef's Table Courtside, ঢাকা, বাংলাদেশ,Satarkul, Dhaka, Bangladesh