Advertisement
মেধার কলরবে মুখরিত হোক আগামীর বাংলাদেশ! 🇧🇩✨জুলাই বিপ্লবের বীর শহীদ ও আহতদের ত্যাগের স্মৃতিকে হৃদয়ে ধারণ করে, 'অদম্য বাংলাদেশ'-এর উদ্যোগে এবং Jahangirnagar University Quiz Society (JUQS) ও Canadian University of Bangladesh-এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত হতে যাচ্ছে বছরের অন্যতম বৃহৎ মেধা যাচাইয়ের লড়াই— "জেনারেল নলেজ অলিম্পিয়াড-২০২৬"।
📅 অলিম্পিয়াডের সময়সূচী:
তারিখ: ০৯ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার)
সময়: সকাল ১১:০০ ঘটিকা
ভেন্যু: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস।
🧠 প্রতিযোগিতার বিষয়বস্তু:
আমাদের চারপাশের জগৎ ও ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলো নিয়ে সাজানো হয়েছে এবারের প্রশ্নপত্র: জুলাই বিপ্লব | মহান মুক্তিযুদ্ধ | ক্রীড়াঙ্গন আলোচিত আন্তর্জাতিক বিশ্ব | গণতন্ত্র, নির্বাচন ও সংস্কার | আল কুরআন ও মনীষীদের জীবনী
🏆 পুরষ্কার সমূহ:
বিজয়ীদের জন্য থাকছে বিশাল অংকের প্রাইজমানি এবং সম্মাননা:
🥇 প্রথম পুরস্কার: ১৫,০০০ টাকা + বিশেষ বই সেট + ক্রেস্ট + টি-শার্ট ও মগ।
🥈 দ্বিতীয় পুরস্কার: ১০,০০০ টাকা + বিশেষ বই সেট + ক্রেস্ট + টি-শার্ট ও মগ।
🥉 তৃতীয় পুরস্কার: ৫,০০০ টাকা + বিশেষ বই সেট + ক্রেস্ট + টি-শার্ট ও মগ।
🎁 এছাড়া ৫০০তম স্থান পর্যন্ত প্রত্যেকের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার সামগ্রী!
📌 রেজিস্ট্রেশন ফি: কোনো প্রকার ফি ছাড়াই অংশ নিন এই মহোৎসবে!
📌রেজিস্ট্রেশনের পদ্ধতি:
রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdrGm4agEwKgwnBB3wu1t3L_kSfu_qg_YFwW2-y0zdAjhWJfw/viewform
অথবা পোস্টারে দেওয়া QR Code স্ক্যান করে দ্রুত আপনার আসন নিশ্চিত করুন।
📌 নিবন্ধনের শেষ সময়: ০৪ জানুয়ারি, ২০২৬
📞 যেকোনো তথ্যের জন্য কল করুন:
০১৭৩৯-৪০৭০২০
০১৭৮০-১৮৪০৩৮
এসো মেধার শক্তিতে গড়ি নতুন এক বাংলাদেশ। আমরা অপেক্ষায় আছি তোমাদের স্বাগত জানাতে!💚
Advertisement
Event Venue & Nearby Stays
Jahangirnagar University, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, JU, সাভার, বাংলাদেশ, Dhaka, Bangladesh
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











