Advertisement
FTSC Grand Reunion -2026সময়ের স্রোতে আমরা সবাই কোথাও না কোথাও হারিয়ে গেছি।কেউ ব্যস্ত জীবনের প্রান্তে, কেউ বিদেশের আকাশে, কেউ আবার নতুন স্বপ্নের পেছনে। তবুও হৃদয়ের এক কোণে এখনো বেঁচে আছে সেই দিনগুলো..ওয়ার্কশপের গন্ধ, ল্যাবের হাসি, মাঠের হুল্লোড়, আর স্যারদের স্নেহমাখা উপদেশ।
দীর্ঘদিন পর অবশেষে আবার সেই প্রিয় জায়গার ডাক এসেছে, "ফেনী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৬"!
এ যেন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি আবেগ, একটি বন্ধনের পুনর্জাগরণ।
আজ আমরা সবাই, যারা “রানিং” কিংবা “এক্স-স্টুডেন্ট”, একসাথে এই পরিবারের অংশ। সময় এসেছে আবার হাত বাড়িয়ে দেওয়ার, একে অপরকে নতুন করে চিনে নেওয়ার।
💡 কেন এই রিইউনিয়ন এত জরুরি?
১️⃣ রানিংদের নতুনভাবে জানার সুযোগ:
প্রথমত, টেকনিক্যালের বা ভোকেশনালের ছাত্র হওয়ায় আমরা সবসময় হীনমন্যতায় ভুগি। অথচ আমরা জানি না এই কারিগরি এই শিক্ষা আজ দেশের উন্নয়নের মেরুদণ্ড হয়ে উঠেছে। আমাদের রানিং যারা তারা সবসময় তাদের গন্তব্য সম্পর্কে উদাসীন। তারা জানে না আসলে তারা কোথায় কোথায় কত সুযোগ পেয়ে যেতে পারে। তাই রিইউনিয়ন তাদের ক্যারিয়ার গাইডলাইনের একটা সুবর্ণ সুযোগ। কারণ টেকনিক্যালের অনেক প্রতিষ্ঠিত সিনিয়র দেশ ও বিদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে ছড়িয়ে আছে। কেউ সরকারি চাকরি- বেসরকারি চাকরি, বিদেশ সহ দেশে স্বনামধন্য অনেক বিশ্ববিদ্যালয়-পলিটেকনিক সমূহে পড়ছে।তাই তাদের পরামর্শ ও গাইডলাইন হতে পারে রানিংদের ভবিষ্যতের পাথেয়। এই রিইউনিয়ন হবে আমাদের নতুন জানালার মতো,যেখান থেকে দেখা যাবে সাফল্যের অগণিত দিগন্ত। তাদের অভিজ্ঞতা হতে পারে রানিংদের অনুপ্রেরণার আলোকবর্তিকা।
২️⃣ ভাতৃত্বের সেতুবন্ধন:
জীবনের এই দৌড়ে আমরা সবাই ছুটেছি আলাদা পথে। কিন্তু রিইউনিয়নের দিনে সেই আলাদা পথগুলো আবার মিলবে এক বিন্দুতে, হাসিতে, স্মৃতিতে, গল্পে।
যাদের সাথে একদিন ক্লাস করেছি, প্র্যাকটিক্যাল করেছি, ক্যান্টিনে চা খেয়েছি..তাদের মুখগুলো আবার দেখার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। এটা শুধু দেখা নয়, এটা হৃদয়ের পুনর্মিলন।
৩️⃣ স্কুলের উন্নয়নে একসাথে ভাবনা:
রিইউনিয়ন শুধু আনন্দের নয়,এটি দায়িত্বেরও।
আমাদের এই প্রতিষ্ঠান আমাদের গড়ে দিয়েছে, এখন সময় এসেছে কিছু ফেরত দেওয়ার।সিনিয়ররা, শিক্ষকবৃন্দ, আর আমাদের নতুন প্রজন্ম—সবাই মিলে স্কুলের উন্নয়নে একসাথে ভাবতে পারি।
কিভাবে নতুন প্রজন্মের হাতে আরও ভালো সুযোগ তুলে দেওয়া যায়, কিভাবে টেকনিক্যাল শিক্ষাকে আরও মর্যাদাপূর্ণ করা যায়—এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যায় ঐক্যের মধ্যেই।
---
তাই আসুন, আমরা সবাই এগিয়ে আসি,রানিং হোক বা এক্স-স্টুডেন্ট, এই পরিবারে সবার স্থান একসাথে।
চলুন আবার ফিরে যাই আমাদের সেই প্রিয় আঙিনায়, যেখানে শুরু হয়েছিল স্বপ্ন দেখার গল্প।
ফেনী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের রিইউনিয়ন হোক আমাদের হৃদয়ের উৎসব, বন্ধনের জয়গান, আর আগামী দিনের নতুন দিগন্তের সূচনা। 💚❣️💚
Advertisement
Event Venue & Nearby Stays
Feni Government Technical School & College, Salauddin Road ,Feni, Barisāl, Bangladesh, Comilla
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.




