Advertisement
'পাহাড়ের কোলে নীল রত্ন' নামে খ্যাত বগা লেক, যা বান্দরবানের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,২৪৬ মিটার উঁচুতে অবস্থিত চারদিকে সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা 'বগা লেক' হতে যাচ্ছে এবার আমাদের গন্তব্য!!!
হ্যাঁ, প্রিয় এফসিবিয়ান দুই রাত, তিন দিনের আয়োজনে আগামী ১ অক্টোবর (বুধবার) “FCB Moto Moonlight; Season-2” নিয়ে আমরা যাচ্ছি বান্দরবান এবং বগা লেকে।
★★★ ইভেন্টটি সকলের জন্য উন্মুক্ত। তবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সর্বোচ্চ ২৪ জন রেজিষ্ট্রেশন করতে পারবেন।
ইভেন্টের বিস্তারিত বিবরণ:
** রেজিস্ট্রেশন ফি ৫,০০০/-
🥰 মাসিক ফি আগস্ট ২০২৫ পর্যন্ত আপডেট থাকা সাপেক্ষে সম্মানিত রেজিস্টার্ড মেম্বাররা ৫০০/- টাকা সাবসিডি পাবেন অর্থাৎ তাদের জন্য রেজিষ্ট্রেশন ফি ৪,৫০০/- টাকা।
** রেজিস্ট্রেশন এর সময়সীমা:
ইভেন্ট ডিক্লেয়ারের পর থেকে ২০/০৯/২০২৫ (শনিবার) রাত ১০ঃ০০ পর্যন্ত।
** রেজিস্ট্রেশন এর টাকা পাঠানোর জন্য নিচের মোবাইল নম্বর এ বিকাশ করুন।
বিকাশ: +88-01711-121-728
ব্যাংক হিসাব:
The City Bank Ltd.
Nagib Mahfuz
Pragoti Saroni Branch
A/C: 2303064486001
Routing: 225263701
Branch Code: 370
Reference এ অবশ্যই “Moonlight 2025” লিখবেন এবং ইভেন্ট ডিসকাশন এ স্ক্রীনশট পোস্ট করবেন।
★ ইভেন্টের তারিখঃ ০১/১০/২০২৫ থেকে ০৩/১০/২০২৫
★ প্রথম রাত বান্দরবান শহরে (হোটেল গ্রীনল্যান্ড এসি)
★ দ্বিতীয় রাত বগা লেক (কটেজে ৮/৯ জন একরুমে)
★ ইভেন্টের রিপোর্টিং টাইমঃ- সকাল ০৫ঃ০০
★ রিপোর্টিং প্লেসঃ সেচ ভবনের উল্টো দিকে, সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ
★ ইভেন্ট সমাপ্তির সম্ভাব্য সময় ০৩/১০/২০২৫ রাত ০৯ঃ০০ কেন্দ্রীয় শহীদ মিনারে
★ ইভেন্টে যেসব সুবিধা থাকছে
-১ম দিনের সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ, নৈশভোজ
-২য় দিনের সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ, নৈশভোজ
-৩য় দিনের সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ
-দুই রাতের রিসোর্ট ভাড়া
-গাইডের খরচ
-টোল এবং চা-বিরতিতে স্ন্যাকস
ইভেন্ট এ অংশগ্রহণের নিয়মাবলিঃ
★ফুল সার্ভিসড বাইক থাকতে হবে। বাইকের দুই চাকাতেই অবশ্যই জেল ভরা থাকতে হবে।
★অবশ্যই ট্যাংক ফুল করে ফুয়েল নিয়ে যাত্রা আরম্ভ করতে হবে।
★যেকোন ব্রান্ড বা সিসির বাইক যেতে পারবে যদি এফসিবি স্ট্যান্ডার্ড গতির সাথে তাল মিলাতে পারে।
★বাইক এর সমস্ত কাগজপত্র আপ টু ডেট থাকতে হবে। অন্যের নামে বাইক হলে অনুমতিপত্র জমা দিতে হবে।
★ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক, লার্নার লাইসেন্স গ্রহনযোগ্য নয়।
★ফুলফেস ইসিই সারটিফাইড হেলমেট বাধ্যতামূলক।
★ফুল ফিঙ্গার গ্লভস, নি, এলবো গার্ড এবং রাইডিং বুট/সু অথবা রাইডিং জ্যাকেট ও pant পরিধান করে রাইড করা বাধ্যতামূলক।
★সিংগেল লাইন রাইড হবে তাই বিশেষ প্রয়োজন ব্যতীত একজন আরেকজনকে ওভারটেকিং করা নিষেধ।
★কোন পিলিয়ন যেতে পারবে না। (FCB তাদের সব ট্যুরে পিলিওন নেয়াকে নিরুৎসাহিত করে)
★সানগ্লাস,রেইনকোট, হালফপ্যান্ট, গামছা, লুঙ্গি, পাওয়ারব্যাংক, চার্জার, কেবল (ব্যক্তিগত যা যা প্রয়োজনীয়) নিজের টা সাথে নিয়ে নিবেন।
★হুইলি, স্টপি, টপস্পীড চেকিং ইত্যাদি স্টান্ট কার্যক্রম এফসিবি তে নিষিদ্ধ। সকল স্থানে ট্রাফিক রুলস মেনে সিংগেল লাইনে বাইক চালাতে হবে।
★ইভেন্ট এ যেকোন অংশ থেকে কেউ আলাদা হয়ে অন্যকোথাও যাবার পরিকল্পনা করতে পারবে না বা যেতে পারবে না।
★ওয়াক্ত অনুযায়ী যাত্রাপথের বিভিন্ন বিরতির মধ্যেই নামাজ আদায় করে নিতে পারবেন।
★পারস্পরিক সম্মানবোধ, শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে।
★ট্যুর/টিম লিডারের কথা ও লিডিং বিনা বাক্যব্যয়ে মেনে নিতে হবে।
★ইভেন্ট এ বেআইনি কোন ড্রাগ সম্পুর্ন নিষিদ্ধ।
★ইভেন্টের যেকোন অবস্থায় কেউ যদি কোন নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে ব্ল্যাকলিস্ট করে এফসিবির ভবিষ্যৎ সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হবে।
★ইভেন্টের যেকোন কিছু পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন করার ক্ষমতা এফসিবি বোর্ড সর্বদা সংরক্ষন করে।
দেখা হবে খুব শীঘ্রই
“FCB Moto Moonlight; Season-2”-এ
ধন্যবাদান্তে,
গনেশ রায় শান্ত
প্রেসিডেন্ট
ফ্রী হুইলার্স ক্লাব বিডি লি. (এফসিবি)
Advertisement
Event Venue & Nearby Stays
Boga Lake, Bandarban, Bandarban,Ruma Bazar, Chittagong, Bangladesh