ECHOES OF PALESTINE:RED,GREEN & HOPE

Wed, 10 Dec, 2025 at 10:00 am to Thu, 11 Dec, 2025 at 10:00 pm UTC+06:00

Dhaka College Islamic Cultural Club, Dhaka, Dhaka Division, Bangladesh | Dhaka

Dhaka College Islamic Cultural Club
Publisher/HostDhaka College Islamic Cultural Club
ECHOES OF PALESTINE:RED,GREEN & HOPE
Advertisement
ফিলিস্তিন আজ বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী মানবিক সংকটের এক প্রতীক। অবরুদ্ধ গাজায় প্রতিদিন মৃত্যুর মিছিল বাড়ে, ক্ষুধার্ত শিশুরা আহাজারি করে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় স্বপ্ন। তবু আশার সবুজ পতাকা তাদের হৃদয়ে এখনো উড়ছে—কারণ মানবতা কখনো হার মানে না।
এই মানবতার আহ্বানেই ঢাকা কলেজ ইসলামিক কালচারাল ক্লাব, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজন করছে—
“ECHOES OF PALESTINE: RED, GREEN & HOPE”
একটি জাতীয় মানবিক ও সাংস্কৃতিক আয়োজন, যেখানে বাংলাদেশের তরুণরা এক হয়ে দাঁড়াবে ফিলিস্তিনের পাশে।
এই ফেস্টের মাধ্যমে সংগৃহীত সকল ডোনেশন সরাসরি পাঠানো হবে গাজার ক্ষতবিক্ষত মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে।

---
🌟 ইভেন্টের মূল উদ্দেশ্য
ফিলিস্তিনের বাস্তব পরিস্থিতি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা
মানবিক সাহায্য সংগ্রহ করে গাজার মানুষের পাশে দাঁড়ানো
তরুণ প্রজন্মকে মানবতা, শিল্প, সংস্কৃতি ও নৈতিকতার সম্মিলনে উদ্বুদ্ধ করা

---
উক্ত আয়োজন এর মুল লক্ষ এবং ফিলিস্তিন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে আমরা আয়োজন করেছি বিভিন্ন প্রতিযোগিতামুলক সেগমেন্ট এর।
🌿ক্যাটাগরিঃ
জুনিয়রঃ(৬ষ্ঠ-৮ম)
সেকেন্ডারিঃ(৯ম-১০ম)
হায়ার সেকেন্ডারিঃ(১১শ-অনার্স)

সেগমেন্টসমুহ:
১. ক্বিরাত
আল-কুরআনের শুদ্ধ তিলাওয়াতের সৌরভে ভরে উঠবে মঞ্চ।
নিয়মাবলি:
১.শুধুমাত্র ক্বেরাতের নিয়মে তিলাওয়াত গ্রহনযোগ্য।
২.হদর তিলাওয়াত গ্রহনযোগ্য নয়।
যে সকল ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেঃ
১.জুনিয়র
২.সেকেন্ডারি
৩.হায়ার সেকেন্ডারি


অংশগ্রহণ ফি:বিনামুল্য

২. ইসলামী সংগীত
শান্তি, মানবতা ও প্রতিরোধের সুরে তরুণ শিল্পীদের হৃদয়স্পর্শী পরিবেশনা।
নিয়মাবলি:
১.ফিলিস্তিন সহ যেকোনো ইসলামি সংগীত পরিবেশনা করা যাবে।
যে সকল ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবেঃ
১.জুনিয়র
২.সেকেন্ডারি
৩.হায়ার সেকেন্ডারি

অংশগ্রহণ ফি:বিনামুল্য

৩. ওয়াল ম্যাগাজিন
শিল্প-সাহিত্য-ইতিহাসের সমন্বয়ে ফিলিস্তিনের গল্পকে দেয়ালে আঁকার সুযোগ।
নিয়মাবলি:
১.সর্বোচ্চ তিনজন অংশগ্রহণ করতে পারবে একটি টিম এ
২.ফিলিস্তিন বিষয়ক,বিশ্বের অন্যান্য দেশে চলা অমানবিকতা সম্পর্কে ওয়াল ম্যাগাজিন গ্রহনযোগ্য হবে।
যে সকল ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেঃ
১.সেকেন্ডারি
২.হায়ার সেকেন্ডারি

অংশগ্রহণ ফি:৫০ টাকা

৪. উপস্থিত বক্তৃতা
স্বল্প সময়ে চিন্তা, যুক্তি ও মানবতার শক্তিশালী প্রকাশ—ফিলিস্তিনের পক্ষে কণ্ঠস্বর।
নিয়মাবলি:উপস্থিত লটারির মাধ্যমে বিষয় বাছাইয়ের পর প্রস্তুতির জন্য ১ মিনিট এবং বক্তব্য প্রদানের জন্য ৩ মিনিট সময় দেয়া হবে।
যে সকল ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেঃ
১.সেকেন্ডারি
২.হায়ার সেকেন্ডারি

অংশগ্রহণ ফি:বিনামুল্য

৫. ক্যালিগ্রাফি
আরবি-ইসলামিক শিল্পের আবহে এক নতুন সৃষ্টির দ্বার উন্মোচিত হবে।
নিয়মাবলি:
১.নির্ধারিত সময়ের মধ্যে লেখা সম্পন্ন করতে হবে
২.প্রতিযোগিকে তার লেখার সরঞ্জাম নিজ উদ্যোগে নিয়ে আসতে হবে।
যে সকল ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেঃ
১.সেকেন্ডারি
২.হায়ার সেকেন্ডারি

অংশগ্রহণ ফি:১০০ টাকা

৬. ফোটোগ্রাফি
লেন্সের ভেতর দিয়ে মানবিকতা, সংগ্রাম ও আশার ফ্রেমবন্দী।

নিয়মাবলিঃ
ফিলিস্তিন নিয়ে নিজের ফোন অথবা ক্যামেরায় তোলা যেকোনো ছবি,ইভেন্ট চলাকালীন যেকোনো ছবি তুলে ড্রাইভে আপলোড করতে হবে।

যে সকল ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেঃ
.হায়ার সেকেন্ডারি

*অংশগ্রহণ ফি:৩০০ টাকা
লিংক: https://forms.gle/Z3sDu7sepdPTYVej9

৭. কবিতা আবৃত্তি
ফিলিস্তিনের বেদনা, রং, প্রতিরোধ ও আশাকে কণ্ঠে তুলে ধরা।
নিয়মাবলি:
১.ফিলিস্তিন,মুসলমানদের অমানবিক অবস্থা বিষয়ক যেকোনো কবির,স্বরচিত কবিতা আবৃত্তি করা যাবে
যে সকল ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেঃ
১.জুনিয়র
২.সেকেন্ডারি
৩.হায়ার সেকেন্ডারি

অংশগ্রহণ ফি:বিনামুল্য

৮. পোস্টার ডিজাইনিং
সৃজনশীল পোস্টারে ফিলিস্তিনের ন্যায়বিচার, শান্তি ও স্বাধীনতার বার্তা।
নিয়মাবলি:ফিলিস্তিন বা বিশ্বে মুসলমানদের উপর চলা যেকোনো নির্যাতন নিয়ে পোস্টার এডিট করে গুগল ফর্মে পোস্টার আপলোড করতে হবে।
লিংক: https://forms.gle/kS7ie5FMnKkvG4yZ9
যে সকল ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেঃ
১.সেকেন্ডারি
২.হায়ার সেকেন্ডারি

*অংশগ্রহণ ফি:৫০ টাকা

৯. কুইজ প্রতিযোগিতা
জ্ঞান ও গবেষণার মাধ্যমে সত্যের সন্ধান।

নিয়মাবলিঃ
দুই ধরনের কুইজ থাকবে:
১.ইসলামিক কুইজঃএকক অংশগ্রহণ
২.ইতিহাস কুইজঃফিলিস্তিনের ইতিহাস নিয়ে কুইজটি অনুষ্ঠিত হবে।প্রথম ধাপে প্রাথমিক বাছাই,দ্বিতীয় ধাপ হতে দলীয়ভাবে অংশগ্রহণ এবং সর্বশেষ ধাপ স্টেইজ এ অনুষ্ঠিত হবে এবং সর্বোচ্চ পয়েন্টধারী দল বিজয়ী হবে।

যে সকল ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেঃ
১.জুনিয়র
২.সেকেন্ডারি
৩.হায়ার সেকেন্ডারি

অংশগ্রহণ ফি:বিনামুল্য

১০. রচনা প্রতিযোগিতা
কলম হবে প্রতিবাদের আগুন, আবার আশার বাগানও—ফিলিস্তিনকে কেন্দ্র করে ভাবনার প্রকাশ।
নিয়মাবলি:"ফিলিস্তিন,আমাদের ভাবনা ও করনীয়" শীর্ষক রচনা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।লেখার সরঞ্জাম প্রতিযোগিকে নিজ উদ্যোগে বহন করে নিয়ে আসতে হবে।লেখার কাগজ ইভেন্ট হতে সরবরাহ করা হবে
যে সকল ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেঃ
১.সেকেন্ডারি
২.হায়ার সেকেন্ডারি

অংশগ্রহণ ফি:৩০ টাকা

১১. থিয়েটার (ফিলিস্তিন)
মঞ্চে জীবন্ত হয়ে উঠবে ফিলিস্তিন নিয়ে নিপীড়ন, সংগ্রাম, মানবতা ও আশার নাট্যরূপ।
নিয়মাবলি:
ফিলিস্তিন,সারা বিশ্বে চলা অমানবিক অত্যাচার,সংকট নিয়ে থিয়েটার মঞ্চস্থ করতে হবে।
যে সকল ক্যাটাগরির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেঃ
১.সেকেন্ডারি
২.হায়ার সেকেন্ডারি
দলীয় রেজিষ্ট্রেশন:৩০০ টাকা

---
📖 জাতীয় সেমিনার
ইভেন্টের অন্যতম আকর্ষণ—
দেশের বরেণ্য উলামায়ে কেরাম, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও তরুণ আদর্শ ব্যক্তিরা ফিলিস্তিনের বাস্তব চিত্র, তরুণ সমাজের দায়িত্ব, এবং আমাদের মানবিক অঙ্গীকার নিয়ে বক্তব্য প্রদান করবেন।
এটি শুধু সেমিনার নয়—এটি সচেতনতার নতুন জাগরণ।

---
🎶 বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
বাংলাদেশের খ্যাতিমান সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীদের পরিবেশনায় সমৃদ্ধ হবে একটি মানবিক সন্ধ্যা—
যেখানে সুর, শিল্প আর আবেগ মিলেমিশে রচনা করবে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতার এক অনন্য ইতিহাস।

---
❤️ আমাদের মানবিক অঙ্গীকার
ইভেন্ট থেকে সংগৃহীত প্রতিটি টাকার ডোনেশন, প্রতিটি কষ্টার্জিত সহায়তা—
গাজায় পাঠানো হবে খাদ্য, ওষুধ, পুনর্বাসন ও জরুরি ত্রাণ সামগ্রী হিসেবে।
এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়—
এটি ফিলিস্তিনের মানুষদের প্রতি অঙ্গীকার, একত্ব এবং
আশার আলো ছড়িয়ে দেওয়ার প্রয়াস।
সেগমেন্ট রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/ef1jnS6t17xrLP1t5
Advertisement

Event Venue & Nearby Stays

Dhaka College Islamic Cultural Club, Dhaka, Dhaka Division, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Dhaka

Annual Picnic 2025
Wed, 10 Dec at 07:00 am Annual Picnic 2025

Lazz Polli Convention

1st XITC Nationals Techtide Reboot 2025
Wed, 10 Dec at 08:00 am 1st XITC Nationals Techtide Reboot 2025

St. Francis Xavier's Girls' School & College

9th SHKSCDC INTRA DEBATE FESTIVAL 2025
Wed, 10 Dec at 08:00 am 9th SHKSCDC INTRA DEBATE FESTIVAL 2025

Shamsul Hoque Khan School & College, Demra, Dhaka-1362, Dhaka, Dhaka Division, Bangladesh

BIZTIGATION 2.0: The Wand of Wisdom
Wed, 10 Dec at 08:30 am BIZTIGATION 2.0: The Wand of Wisdom

Jahir Raihan Auditorium, Jahangirnagar University

GSTU Job Fair 2025
Wed, 10 Dec at 09:00 am GSTU Job Fair 2025

Gopalganj Science and Technology University

DEML Winter Fest 2025
Wed, 10 Dec at 09:00 am DEML Winter Fest 2025

Bashundhara R/A, 1229 Dhaka, Bangladesh

\ud83c\uddf0\ud83c\uddf7\ud83c\udf93 Dong-Eui University\ud83d\udce2 SPOT ADMISSION & SEMINAR\u2728
Wed, 10 Dec at 11:00 am 🇰🇷🎓 Dong-Eui University📢 SPOT ADMISSION & SEMINAR✨

House 08, Road 14, Level 4, Dhanmondi, Mirpur Road (Behind Subhanbag Masjid Complex), 1209 Dhaka, Bangladesh

10-12 franchise t 20 cricket
Wed, 10 Dec at 02:00 pm 10-12 franchise t 20 cricket

Savar, Dhaka Division, Bangladesh

The journey of becoming a mother\u263a\ufe0f
Wed, 10 Dec at 02:00 pm The journey of becoming a mother☺️

Khilgaon, Dhaka Division, Bangladesh

Sportify Events Corporate Futsal 2025
Wed, 10 Dec at 03:00 pm Sportify Events Corporate Futsal 2025

Elastico

As Fashion  grand opening
Wed, 10 Dec at 05:00 pm As Fashion grand opening

Demra, Dhaka Division, Bangladesh

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events