আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ (১২ আশ্বিন ১৪৩২) শনিবার শাশ্বত শক্তির উৎস দেবী দুর্গার বোধন হতে চলছে এবং ২ অক্টোবর ২০২৫ (১৭ আশ্বিন ১৪৩২) বৃহস্পতিবার বিজয়া দশমী ও মায়ের বিসর্জনের মাধ্যমে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বসুন্ধরার সবুজ আঙ্গিনায় প্রতিবারের ন্যায় আমরাও করেছি আদ্যাশক্তি মহামায় শ্রী শ্রী দুর্গা মাকে বরণ করার নান্দনিক আয়োজন।
শারোদৎসবের শুভ সুন্দর দিনগুলোতে আপনার সবান্ধব উপস্থিতি আমাদের অনুপ্রানিত করবে।
পূজা মন্ডপের ঠিকানাঃ প্লট – ২২১৭, রোড – ৫২, ব্লক – আই এক্সেটনশন, বসুন্ধরা আবাসিক এলাকা।
Facebook: https://www.facebook.com/bashundharapujaofficial
Website: https://www.bashundharapuja.com/
বিনীত
বসুন্ধরা সর্বজনীন পূজা কমিটি।
Event Venue & Nearby Stays
Bashundhara R/A, Dhaka, Bangladesh